(PDF) মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘মরু-ভাস্কর’ প্রবন্ধে লেখক মহানবি (স.)-এর জীবন ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে।

হযরত মুহাম্মদ (স.) ছিলেন সেই মহাপুরুষদের একজন, যিনি চরিত্রবান; মানবপ্রেমে, জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তাঁর জীবন সমুজ্জ্বল। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা। কিন্তু হযরত মুহাম্মদ (স.)-এর জীবনের যাবতীয় তথ্য সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত।

আল্লাহর মহান নবি হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ (স.) ছিলেন একজন সাধারণ মানুষের মতো। তাই তিনি মানবজাতির গৌরব। ৬৩ বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তাঁর জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ-সরল, অনাড়ম্বর জীবনযাপন করেছেন। তাঁর চরিত্রে মিশে ছিল হাসিখুশি ডাব, কোমলতা ও কঠোরতা।

আপন বিশ্বাসে, সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী-পুরুষ, বন্ধুবান্ধব, শিশু-কিশোর, আত্মীয়স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। তাঁর চরিত্র ছিল প্রীতিতে, মমতায়, স্নেহে, সৌজন্যে দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন।


মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। হযরত মুহাম্মদ (স.)-এর ভৃত্যের নাম কী?
উত্তর : হযরত মুহাম্মদ (স.)-এর ভৃত্যের নাম— ‘আনাস’।

প্রশ্ন ২। ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের লেখক কে?
উত্তর : হবীবুল্লাহ্ বাহার।

প্রশ্ন ৩। হযরত আনাস কত বছর মুহম্মদ (সা.)-এর ভৃত্য ছিলেন?
উত্তর : হযরত আনাস দশ বছর মুহম্মদ (সা.)-এর ভৃত্য ছিলেন।

প্রশ্ন ৪। হযরত মুহাম্মদ (স.) কত বছর বেঁচে ছিলেন?
উত্তর : হযরত মুহাম্মদ (স.) ৬৩ বছর বেঁচে ছিলেন।

প্রশ্ন ৫। শিশুদের সঙ্গে রাসুল কীভাবে মেশেন?
উত্তর : শিশুদের সঙ্গে রাসুল মিশতেন শিশুর মন নিয়ে।

প্রশ্ন ৬। মরু-ভাস্কর শব্দের অর্থ কী?
উত্তর : মরু-ভাস্কর শব্দের অর্থ মরুভূমির সূর্য।

প্রশ্ন ৭। হবীবুল্লাহ বাহার কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : হবীবুল্লাহ্ বাহার ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৮। হবীবুল্লাহ বাহার কোন কবির ভত্তশিষ্য ছিলেন?
উত্তর : কবি কাজী নজরুল ইসলামের।

প্রশ্ন ৯। হবীবুল্লাহ বাহার কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : হবীবুল্লাহ্ বাহার ১৯৬৬ সালের এপ্রিল মাসে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ১০। মহাপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষের নাম কী?
উত্তর : মহাপুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরুষের নাম হযরত মুহাম্মদ (স.)।

প্রশ্ন ১১। হযরত মুহাম্মদ (স.) জীবনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ কীভাবে যাচাই করা হয়েছে?
উত্তর : সত্যের কষ্টিপাথরে ঘষে।

প্রশ্ন ১২। মদিনার অধিনায়ক থাকা অবস্থায় মহানবি (স.)-এর ঘরে কী আসবাব ছিল?
উত্তর : একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি।

প্রশ্ন ১৩। কাকে অনেক সময় অনাহারে থাকতে হতো?
উত্তর : হযরত মুহাম্মদ (স.)-কে অনেক সময় অনাহারে থাকতে হতো।

প্রশ্ন ১৪। হযরত মুহাম্মদ (স.)-এর চরিত্রে কিসের সংমিশ্রণ ঘটেছিল?
উত্তর : হযরত মুহাম্মদ (স.)-এর চরিত্রে কোমল আর কঠোরের সংমিশ্রণ ঘটেছিল।

প্রশ্ন ১৫। বজ্রের মতো কঠোর এবং কুসুমের চেয়েও কোমল কার চারিত্রিক বৈশিষ্ট্য?
উত্তর : মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর।

প্রশ্ন ১৬। মহানবি (স.)-এর দাই-মা’র নাম কী?
উত্তর : মহানবি (স.)-এর দাই-মা’র নাম হালিমা।

প্রশ্ন ১৭। মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে কী উচ্চারিত হয়নি?
উত্তর : মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে ‘অভিসম্পাতের’ বাণী উচ্চারিত হয়নি।

প্রশ্ন ১৮। হযরত মুহাম্মদ (স.) চরিত্রের অন্যতম বিশেষত্ব কী?
উত্তর : হযরত মুহাম্মদ (স.) চরিত্রের অন্যতম বিশেষত্ব সাম্য প্রতিষ্ঠা।

প্রশ্ন ১৯। মহানবি (স.) কাকে মুয়াযযিন নিযুক্ত করেছিলেন?
উত্তর : হাবশি গোলাম বেলালকে মুয়াযযিন নিযুক্ত করেছিলেন।

প্রশ্ন ২০। সে যুগে কাকে কেন্দ্র করে নারীত্বের আদর্শ গড়ে উঠেছিল?
উত্তর : হযরত ফাতেমা (রা.)-কে কেন্দ্র করে সে যুগে নারীত্বের আদর্শ গড়ে উঠেছিল।

প্রশ্ন ২১। জ্ঞানসাধকের দোয়াতের কালিকে মহানবি (স.) কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : জ্ঞানসাধকের দোয়াতের কালিকে মহানবি (স.) শহিদের রক্তের সঙ্গে তুলনা করেছেন।

প্রশ্ন ২২। মহানবি (স.) জ্ঞানের আলোয় কিসের প্রেরণা দিয়ে গেছেন?
উত্তর : মহানবি (স.) জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন।

প্রশ্ন ২৩। ‘আবিসিনিয়ার’ বর্তমান নাম কী?
উত্তর : ‘আবিসিনিয়া’র বর্তমান নাম ইথিওপিয়া।

প্রশ্ন ২৪। ‘মরু-ভাস্কর’ প্রবন্ধের উদ্দেশ্য কী?
উত্তর : মরু-ভাস্কর প্রবন্ধের উদ্দেশ্য হলো- মহামানবদের প্রতি শিক্ষার্থীর শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলা।

প্রশ্ন ২৫। মহানবি (স.) ভেদাভেদের পরিবর্তে মানবসমাজে কী প্রচার করে গেছেন?
উত্তর : মহানবি (স.) ভেদাভেদের পরিবর্তে মানবসমাজে সাম্যের বাণী প্রচার করে গেছেন।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর মরু-ভাস্কর প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →