কপোতাক্ষ নদ কবিতার MCQ

(PDF সহ) কপোতাক্ষ নদ কবিতার MCQ

কপোতাক্ষ নদ কবিতার MCQ: ‘কপোতাক্ষ নদ’ চতুর্দশপদী কবিতায় কবি যশোরের সাগরদাঁড়ির পাশ দিয়ে কুলকুল ধ্বনিতে বয়ে যাওয়া কপোতাক্ষের প্রতি তাঁর গভীর প্রেমবোধের পরিচয় দিয়েছেন।

বিদেশি সাহিত্যে আত্মপ্রতিষ্ঠায় ব্যর্থ কবি ফ্রান্সের ভার্সাই নগরীতে স্বজনহীন জীবনযাত্রার মাঝে শৈশব- কৈশোরের স্মৃতিবিজড়িত মাতৃরূপ কপোতাক্ষ নদকে স্মরণ করেছেন। তিনি সেখানে এ নদের মায়ামন্ত্র ধ্বনি শুনতে পেয়েছেন।

কবি শুনতে পান কপোতাক্ষের কলকল ধ্বনি। তখন জন্মভূমির শৈশব-কৈশোরের বেদনা-বিধুর স্মৃতি তাঁর মনে জাগিয়েছে কাতরতা। কবির মন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কপোতাক্ষের তীরে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে ওঠে।

কবি বহু দেশ ভ্রমণ করে, বহু নদ-নদীর জলে নৌকা ভাসিয়ে, সেসবের জলে পিপাসা মিটিয়েও দুগ্ধ-স্রোতোরূপী কপোতাক্ষের জলের সেই স্বাদ পাননি। কারণ জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাঁকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না।

তাঁর মনে সন্দেহ জাগে, এই নদের দেখা কি তিনি আর পাবেন? তাই তিনি প্রিয় নদের কাছে মিনতি করে বলেন- যদি কোনোদিন তিনি কপোতাক্ষের তীরে আর ফিরে যেতে নাও পারেন তবু যেন কপোতাক্ষ কবিকে মনে রাখে, বাংলার কোটি মানুষের কাছে তাঁর কথা পৌছে দেয়; তাঁকে যেন সন্নেহে স্মরণ করে।


কপোতাক্ষ নদ কবিতার MCQ

১. “আর কি হে হবে দেখা? যতদিন যাবে”- এ চরণে ফুটে উঠেছে কবির-
A. বিষণ্ণতা
B. আক্ষেপ
C. উদ্বিগ্নতা
D. অস্থিরতা

২. ‘কপোতাক্ষ নদ‘ কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?
A. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
B. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
C. আর কি হে হবে দেখা?― যত দিন যাবে
D. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে

৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
A. বঙ্গজ জনের
B. হৃদয় কাতরতার
C. জন্মভূমির
D. মায়ের

৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘রাজা’ কাকে বলা হয়েছে?
A. কপোতাক্ষ নদকে
B. সাগরকে
C. নদীকে
D. কবির গ্রামকে

৫. ‘পুরোনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়?”
উদ্দীপকে চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
A. রবীন্দ্রনাথ ঠাকুর.
B. কাজী নজরুল ইসলাম
C. মাইকেল মধুসূদন দত্ত
D. লালন শাহ

৬. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায়?
A. বঙ্গবাণী
B. কপোতাক্ষ নদ
C. আমি কোনো আগন্তুক নই
D. সেইদিন এই মাঠ

৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে?
A. কপোতাক্ষ নদকে
B. বারিকে
C. সাগরকে
D. দেশকে

৮. অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস। উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি?
A. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
B. সতত, তোমার কথা ভাবি এ বিরলে
C. আর কি হে হবে দেখা? যত দিন যাবে
D. সইছে তব নাম বঙ্গের সংগীতে

৯. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’— এখানে কার নামের কথা বলা হয়েছে?
A. কবির
B. কপোতাক্ষ নদের
C. সাগরের
D. বঙ্গবাসীর

১০. পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।’ ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাথে উদ্ধৃতাংশের মিল রয়েছে-
A. স্বদেশ চেতনায়
B. দেশের মানুষের প্রতি ভালোবাসায়
C. স্মৃতিকাতরতায়
D. অমরত্ব আকাঙ্ক্ষায়

১১. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ঘটকের ছন্দমিল বা অন্ত্যমিল কোনটি?
A. গঘ গঘ
B. গঘগ গযগ
C. গঘগ ঘগঘ
D. গঘঘ গমগ

১২. ‘নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ উদ্দীপকের ডাবটি ফুটে উঠেছে কোন চরণে?
A. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
B. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
C. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
D. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!

১৩. আর কি হে হবে দেখা? – এখানে প্রকাশ পেয়েছে কবির-
A. অসহায়ত্ব
B. অনিশ্চয়তা,
C. সংকোচ
D. বিরহ

১৪. ‘আর কি হে হবে দেখা? যত দিন যাবে’— এখানে কবিমনের কোন অনুভূতি প্রকাশিত হয়েছে?
A. বেদনা
B. সংশয়
C. মোহ

১৫. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
A. ব্রজাঙ্গনা কাব্য
B. বীরাঙ্গনা কাব্য
C. মেঘনাদবধ কাব্য
D. তিলোত্তমাসম্ভব কাব্য

১৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
A. ফ্রান্সে
B. ভারতে
C. ইতালিতে
D. ইংল্যান্ডে

১৭. ‘নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’— এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে-
A. সান্নিধ্যের উদ্বেলতা
B. বিরহের ব্যাকুলতা
C. বিচ্ছেদের প্রতিকূলতা
D. ভালোবাসার আকুলতা

১৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন পঙক্তিটির মধ্যে কবির স্বদেশপ্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে?
A. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে
B. সতত, হে নদ, তুমি পড় মোর মনে
C. দুগ্ধ-স্নোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে
D. আর কি হে হবে দেখা?- যত দিন যাবে

১৯. ‘সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্ৰধ্বনি’- এ চরণে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
A. স্বদেশপ্রেম
B. কৃপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা
C. পিতামাতা থেকে দূরে থাকার কষ্ট
D. মাতৃভাষার প্রতি ভালোবাসা

২০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘বঙ্গজ জন’ বলতে কাকে বুঝিয়েছেন?
A. কপোতাক্ষ নদকে
B. প্রবাসী বাঙালিকে
C. বলাদেশের জনগণকে
D. বাংলা সাহিত্যকে

২১. চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে—
A. ভাবের ব্যাখ্যা
B. ডাবের প্রবর্তনা
C. ভাবের পরিণতি
D. উপসংহার

২২. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?
A. রাজা
B. প্রজা
C. মাতা
D. সখা

২৩. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্নেহের তৃষ্ণা’ কথাটিতে প্রকাশ পেয়েছে কবির-
A. স্মৃতিকাতরতা
B. স্বজাতিপ্ৰীতি
C. মাতৃভাষাপ্রীতি
D. সন্তাদবাৎসল্য

২৪. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
A. দেশপ্রেম
B. প্রকৃতিপ্রীতি
C. নদীর প্রতি মমতা
D. শৈশবস্মৃতি

২৫. বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি?
A. হেক্টর বধ
B. বীরাঙ্গনা
C. মেঘনাদবধ
D. মহাশ্মশান

২৬. ‘কপােতাক্ষ নদ’ কবিতায় কবি রাজা হিসেবে আখ্যায়িত করেছেন
A. দেশের শাসনকর্তাকে
B. সাগরকে
C. কপােতাক্ষ নদকে
D. সাগরদাঁড়ি গ্রামকে

২৭. ভ্রান্তির ছলনে অর্থ কী?
A. ভুলের ছলনায়
B. আমার ছলনায়
C. পাওয়ার ছলনায়
D. হারাবার ছলনায়

২৮. ছন্দ বিবেচনায় কপােতাক্ষ নদ কোন ছন্দে লেখা?
A. মাত্রাবৃত্ত
B. স্বরবৃত্ত
C. অক্ষরবৃত্ত
D. অমিত্রাক্ষর ছন্দ

২৯. ‘মাইকেল’- এটি কোন ভাষার শব্দ?
A. আরবি
B. ইংরেজি
C. বাংলা
D. হিন্দি

৩০. মধুসূদনের কাব্যপ্রতিভার যথার্থ স্ফুরণ ঘটে—
A. বাংলা ভাষায়
B. ইংরেজি ভাষায়
C. ফরাসি ভাষায়
D. মাদ্রাজি ভাষায়

৩১. প্রথম জীবনে মাইকেল মধুসূদন দত্ত আকৃষ্ট হয়েছিলেন-
A. মাতৃভাষার প্রতি
B. বাংলা সাহিত্যের প্রতি
C. ইংরেজি সাহিত্যের প্রতি
D. সংস্কৃত ভাষার প্রতি

৩২. ‘মাইকেল’ শব্দটি মধুসূদন দত্তের নামের সঙ্গে যুক্ত হয়েছিল-
A. বাল্যকালে।
B. খ্রিষ্টধর্মে দীক্ষিত হওয়ার পর
C. মধ্য বয়সে
D. শেষজীবনে

৩৩. ‘সতত হে নদ’- এখানে ‘সতত’ দ্বারা কী বােঝানাে হয়েছে?
A. সর্বাঙ্গ
B. সর্বদা
C. সর্বংসহা
D. সখা

৩৪. কবি সর্বদা শুনতে পান-
A. কোকিলের কুহু কুহু ধ্বনি
B. কপােতাক্ষের কলকল ধ্বনি
C. দোয়েলের শিস
D. পাতার মরমর

৩৫. ‘বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে’- কবির দেখা দেশ হচ্ছে
A. হল্যান্ড
B. শ্রীলঙ্কা।
C. ফ্রান্স
D. চীন

৩৬. অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস। উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি?
A. বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
B. সতত, তোমার কথা ভাবি এ বিরলে
C. আর কি হে হবে দেখা? যত দিন যাবে
D. সইছে তব নাম বঙ্গের সংগীতে

৩৭. লইছে যে তব নাম বঙ্গের সংগীতে’— এখানে কার নামের কথা বলা হয়েছে?
A. কবির
B. কপোতাক্ষ নদের
C. সাগরের
D. বঙ্গবাসীর

৩৮. পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।’ ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাথে উদ্ধৃতাংশের মিল রয়েছে-
A. স্বদেশ চেতনায়
B. দেশের মানুষের প্রতি ভালোবাসায়
C. স্মৃতিকাতরতায়
D. অমরত্ব আকাঙ্ক্ষায়

৩৯. ‘কপোতাক্ষ নদ’ কবিতার ঘটকের ছন্দমিল বা অন্ত্যমিল কোনটি?
A. গঘ গঘ
B. গঘগ গযগ
C. গঘগ ঘগঘ
D. গঘঘ গমগ

৪০. ‘নয়ন সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই’ উদ্দীপকের ডাবটি ফুটে উঠেছে কোন চরণে?
A. জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে!
B. দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।
C. কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
D. সতত, হে নদ, তুমি পড় মোর মনে!

৪১. আর কি হে হবে দেখা? – এখানে প্রকাশ পেয়েছে কবির-
A. অসহায়ত্ব
B. অনিশ্চয়তা,
C. সংকোচ
D. বিরহ

MCQ PDF


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।