এইচএসসি: আহ্বান গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

আহ্বান গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

আহ্বান গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: “আহ্বান” গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি থেকে সংকলিত হয়েছে। এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প । মানুষের স্নেহ-মমতা-প্রীতির যে বাঁধন তা ধনসম্পদে নয়, হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে।

ধনী-দরিদ্রের শ্রেণিবিভাগ ও বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব সংস্কার ও গোঁড়ামির ফলে গড়ে ওঠে তাও ঘুচে যেতে পারে- নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টির ফলে।

দারিদ্র্যপীড়িত গ্রামের মানুষের সহজ-সরল জীবনধারার প্রতিফলনও এই গল্পের অন্যতম উপজীব্য। এ গল্পে লেখক দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে-ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনােভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন।

গ্রামীণ লােকায়ত প্রান্তিক জীবনধারা শাস্ত্রীয় কঠোরতা থেকে যে অনেকটা মুক্ত সে-সত্যও এ গল্পে উন্মােচিত হয়েছে।


আহ্বান গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম?
উত্তর : চক্কোত্তি মশায়।

২. প্রশ্ন: “বাড়িঘর করবে না? ” উক্তিটি?
উত্তর : চক্কোত্তি মশায়।

৩. প্রশ্ন: বুড়ির স্বামীরর নাম?
উত্তর : জমির করাতি।

৪. প্রশ্ন: বুড়ির স্বামী কী কাজ করতেন?
উত্তর : করাতের।

৫. প্রশ্ন: বুড়ির আছে এক –?
উত্তর : নাত জামাই।

৬. প্রশ্ন: বুড়ি আপন মনে খুব খানিকটা বকে গেল?
উত্তর : কাঠাঁলতলায় বসে।

৭. প্রশ্ন: পরদিন লেখক চলে গেল?
উত্তর : কলকাতা।

৮. প্রশ্ন: লেখক তার নতুন তৈরি খড়ের ঘরখানাতে এসে উঠল?
উত্তর : জ্যৈষ্ঠ মাসে,গরমের ছুটিতে।

৯. প্রশ্ন: লেখকের মা-পিসি মারা গেছে?
উত্তর : বাল্যকালে।

১০. প্রশ্ন: লেখক কোন বাড়িতে খায়?
উত্তর : খুড়াে মশায়ের বাড়ি।

১১. প্রশ্ন: লেখককে দুধ দেয় যায়?
উত্তর : খুঁটি গােয়ালিনী।

১২. প্রশ্ন: বুড়ি লেখককে কি সম্বােধন করল?
উত্তর : গােপাল বলে।

১৩. প্রশ্ন: সে কি! দুধ পেলে কোথায় এতাে সকালে উক্তিটি কার?
উত্তর : উক্তিটি লেখকের।

১৪. প্রশ্ন: বুড়িকে মা বলে ডাকে কে?
উত্তর : হাজরা ব্যাটার বউ।

১৫. প্রশ্ন: “স্নেহের দান-ত্রমন করা ঠিক হয়নি “উক্তিটি কার?
উত্তর : লেখকের।

১৬. প্রশ্ন: লেখক পুনরায় গ্রামে আসল কবে?
উত্তর : পাঁচ ছয় মাস পর, আশ্বিস মাসের শেষে।

১৭. প্রশ্ন: বুড়ি শুয়ে আছে কোথায়?
উত্তর : মাদুরের উপর।

১৮. প্রশ্ন: বুড়ির মাথার বালিশ টা ছিলাে কে?
উত্তর : মলিন।

১৯. প্রশ্ন: লেখক শরতের ছুটিতে গ্রামে ঢুকতেই দেখা হল?
উত্তর : পরশু সর্দারের বউ/ দিগম্বরীর সাথে।

২০. প্রশ্ন: “ত্তমা আজই তুমি এলে?
উত্তর : দিগম্বর।

২১. প্রশ্ন: বুড়ি কোন ঋতুতে মারা যায়?
উত্তর : শরৎ।

২২. প্রশ্ন: লেখক যাদের পাশে গিয়ে বসল তারা হল….?
উত্তর : আবদুল,শুকুর মিয়া, নসর।

২৩. প্রশ্ন: আবেদালির ছেলের নাম হলাে?
উত্তর : গ…

২৪. প্রশ্ন: কবর খুঁড়ছে কয়জন?
উত্তর : দুই জন জোয়ান ছেলে।

২৫. প্রশ্ন: “দ্যাত্ত বাবা,তুমি দ্যাত্ত “উক্তিটা কার?
উত্তর : শুকুর মিয়ার।


এইচএসসি বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর পিডিএফ

💠💠 গল্প অপরিচিতা : সৃজনশীল প্রশ্ন উত্তর


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →