(PDF সহ) জন্মভূমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

জন্মভূমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

জন্মভূমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: এই গীতবাণীতে জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তাঁর জীবনের সার্থকতা অনুভব করেন।

কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা, তাতে তাঁর কিছু আসে যায় না। কারণ তিনি এই মাতৃভূমির স্নেহচ্ছায়ায় যে প্রশান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ।

জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান।


জন্মভূমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘জন্মভূমি’ কবিতাটি কে রচনা করেছেন?
উত্তর: ‘জন্মভূমি’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন।

প্রশ্ন ২। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ খ্রিস্টাব্দে ৭ই মে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৩। ‘জন্মভূমি’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর: মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগরণ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করা।

প্রশ্ন ৪। কবির মন কিসে আকুল হয়?
উত্তর: কবির মন ফুলের গন্ধে আকুল হয়।

প্রশ্ন ৫। সার্থক শব্দের অর্থ কী?
উত্তর: সফল।

প্রশ্ন ৬। ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা?
উত্তর: ‘ডাকঘর’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক।

প্রশ্ন ৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: কলকাতায়।

প্রশ্ন ৮। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: ১৯১৩ সালে।

প্রশ্ন ৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন?
উত্তর: সতেরো বছর।

প্রশ্ন ১০। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দে ৭ই আগস্ট মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ১১। গগনে চাঁদ কীভাবে ওঠে?
উত্তর: হাসি হেসে।

প্রশ্ন ১২। কবি দেশকে কী বলে সম্বোধন করেছেন?
উত্তর: কবি দেশকে মা বলে সম্বোধন করেছেন।

প্রশ্ন ১৩। কার ‘ধন-রতন’ সম্পর্কে কবি জানেন না?
উত্তর: দেশের ‘ধন-রতন’ সম্পর্কে কবি জানেন না।

প্রশ্ন ১৪। কোথায় এসে কবির অঙ্গ জুড়ায়?
উত্তর: দেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ায়।

প্রশ্ন ১৫। কী দেখে কবির চোখ জুড়াল?
উত্তর: দেশের আলো দেখে কবির চোখ জুড়াল।

প্রশ্ন ১৬। ‘জন্মভূমি’ কবিতা কোন দেশকে উদ্দেশ করে লেখা?
উত্তর: ‘জন্মভূমি’ কবিতা বাংলাদেশকে উদ্দেশ করে লেখা।

প্রশ্ন ১৭। দেশের আলোতে নয়ন রেখে কবি কী করবেন?
উত্তর: দেশের আলোতে নয়ন রেখে কবি নয়ন মুদবেন।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →