পিতৃপুরুষের গল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পিতৃপুরুষের গল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পিতৃপুরুষের গল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘পিতৃপুরুষের’ গল্প’ গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে।

সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। এক সময় একুশে ফেব্রুয়ারির দু-দিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছেই শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্যনির্ভর ইতিহাসের পাঠ। অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাতমসজিদ রাস্তার নামের ইতিহাস জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য।

পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্তু স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহিদ মিনারসহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে।


পিতৃপুরুষের গল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। তিতিক্ষা শব্দের অর্থ কী?
উত্তর : ‘তিতিক্ষা’ শব্দের অর্থ সহনশীলতা।

প্রশ্ন ২। ১৯৭১ সালে কাজল মামা কোথায় পড়ত?
উত্তর : ১৯৭১ সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত।

প্রশ্ন ৩। কাজল মামার কাছ থেকে কী শোনার জন্য অন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে?
উত্তর : কাজল মামার কাছ থেকে যুদ্ধের গল্প শোনার জন্য অন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে।

প্রশ্ন ৪। মামাকে চিঠি লেখার বুদ্ধিটা অন্তুকে কে দিয়েছিল?
উত্তর : মামাকে চিঠি লেখার বুদ্ধিটা অন্তুকে তার মা দিয়েছিল।

প্রশ্ন ৫। ভোরবেলায় ঘুম ভেঙে অন্তু কী দেখল?
উত্তর : ভোরবেলায় ঘুম থেকে উঠে অন্তু দেখল কাজল মামা তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে।

প্রশ্ন ৬। অন্তু আর কাজল মামা কোন জায়গা থেকে রিকশায় চাপল?
উত্তর : অন্তু আর কাজল মামা মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে রিকশায় চাপল।

প্রশ্ন ৭। কিসের ওপর বর্তমানের রাত-দিন গড়ে ওঠে?
উত্তর : পুরনো দিনের ওপর বর্তমানের রাত-দিন গড়ে ওঠে।

প্রশ্ন ৮। জাহাঙ্গীর কে ছিলেন?
উত্তর : জাহাঙ্গীর ছিলেন মোগল বাদশাহ।

প্রশ্ন ৯। রিকশা কোন দিক দিয়ে চলছিল?
উত্তর : রিকশা লালমাটিয়া ধানমণ্ডি হয়ে চলছিল।

প্রশ্ন ১০। যুদ্ধে কাদের কষ্ট হয়?
উত্তর : যুদ্ধে সাধারণ মানুষের কষ্ট হয়।

প্রশ্ন ১১। শহিদ মিনার কাদের স্মৃতির মিনার?
উত্তর : শহিদ মিনার ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতির মিনার।

প্রশ্ন ১২। আমাদের জাতির প্রথম শহিদ কারা?
উত্তর : একুশে ফেব্রুয়ারির শহিদরা আমাদের জাতির প্রথম শহিদ।

প্রশ্ন ১৩। শহিদ মিনার থেকে ফিরে আসার সময় অন্তু আর মামা কী করে?
উত্তর : শহিদ মিনার থেকে ফিরে আসার সময় অন্তু আর মামা এক মিনিট দাঁড়িয়ে একুশে ফেব্রুয়ারির শহিদদের নীরবে শ্রদ্ধা জানায়।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।