চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর

চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর ২০২৩ – Class 4 Math Question Answer

চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর (Class 4 Math Question Answer) খুজতেছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিডিএফ মেলার আজকের আর্টিকেলে চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর – Class 4 Math Question Answer শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর – Class 4 Math Question Answer

অধ্যায় ০৫: যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

১। দুইটি গাণিতিক বাক্যের উত্তর একই হলে তাদেরকে কি চিহ্ন দিয়ে সংযুক্ত করতে হয়?
উত্তর: =(সমান চিহ্ন)।

২। গাণিতিক বাক্যে সবার শেষে কিসের কাজ করতে হয়?
উত্তর: যোগ ও বিয়োগের কাজ।

৩। দলগতভাবে হিসাব করার ক্ষেত্রে আমরা গাণিতিকভাবে কী ব্যবহার করি?
উত্তর: বন্ধনী।

৪। (১৬÷৪)÷২=কত?
উত্তর: ২

৫। গাণিতিক বাক্যে বন্ধনী থাকলে প্রথমে কোন হিসাব করতে হয়?
উত্তর: বন্ধনীর ভিতরের হিসাব।

৬। ৭×৮-৬÷২=কত?
উত্তর: ৫৩।

৭। ১০০+২৫×৩২; গাণিতিক বাক্যটি সহজে সমাধানের জন্য সাজাও।
উত্তর: ১০০+(২৫×৪)×৮

৮। (৫+৮)খালিঘর১০ =১৩০ হলে খালি ঘরে কোন চিহ্ন বসবে?
উত্তর: ×(গুণ চিহ্ন)।

৯। +,-,×,÷ এর মধ্যে গাণিতিক বাক্যে কোনটির কাজ আগে করতে হয়?
উত্তর: প্রথমে × বা ÷ এর মধ্যে যেটি বাম দিকে থাকে তার কাজ।

১০। ১৫০ কে ৫০ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ হয়।সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ কর।
উত্তর:১৫০÷৩=৩।

অধ্যায় ০৬: গাণিতিক প্রতীক এর নমুনা সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১। সংখ্যা প্রতীক কাকে বলে?
উত্তর: সংখ্যা লেখার জন্য ব্যবহৃত দশটি প্রতীককে সংখ্যা প্রতীক বলে।

২। সংখ্যা প্রতীক কয়টি?
উত্তর: সংখ্যা প্রতীক ১০টি।

৩। সম্পর্ক প্রতীক কাকে বলে?
উত্তর: দুইটি সংখ্যার পারস্পরিক সম্পর্ক নির্দেশ করার জন্য ব্যবহৃত প্রতীককে সম্পর্ক প্রতীক বলে।

৪। বন্ধনী চিহ্ন ব্যবহার করা হয় কেন?
উত্তর: সংখ্যা রাশিতে ক্রমানুসারে কোন প্রক্রিয়া আগে সম্পন্ন করতে হবে তা বোঝাতে বন্ধনী চিহ্ন ব্যবহার করা হয়।

৫। গাণিতিক বাক্য ( উক্তি)কাকে বলে?
উত্তর: গাণিতিক বাক্য হলো সংখ্যা ,প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সম্বলিত একটি উক্তি ,যা সত্য না মিথ্যা নিঃসংশয়ে বলা যায়।

৬। প্রক্রিয়া প্রতীক কাকে বলে?
উত্তর: যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয় সেগুলো কে প্রক্রিয়া প্রতীক বলে।

৭। কতিপয় সংখ্যাকে কোন প্রতীক দ্বারা যুক্ত করে একটি সংখ্যা রাশি তৈরি করা হয়?
উত্তর: প্রক্রিয়া প্রতীক।

৮। সংখ্যা রাশিতে কোন প্রক্রিয়া আগে সম্পন্ন করতে হবে তা বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়?
উত্তর: বন্ধনী প্রতীক।

৯। বিপরীত সম্পর্ক প্রতীক কয়টি?
উত্তর: ৩ টি। ১০। ক+৭=১২, বাক্যকে কি ধরনের বাক্য বলে?
উত্তর: খোলা বাক্য।

১১। ছত্রিশ ছাপ্পান্ন থেকে বড় নয় ।প্রতীক এর সাহায্যে প্রকাশ কর।
উত্তর: বইয়ের সাহায্য নিয়ে নিজে চেষ্টা করে লেখ।

১২। শূন্য (0) কোন গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত?
উত্তর: সংখ্যা প্রতীক।

১৩। (৩×ক)+১৫=৩০ হলে ক=কত?
উত্তর: ক=৫

১৪। একটি সংখ্যার সাথে ২৩ যোগ করলে১৮০ হয়। সমস্যাটি গাণিতিক বাক্যে লেখ।
উত্তর: ক+২৩=১৮০।

১৫। খোলা বাক্য বলতে কী বোঝ?
উত্তর: অজানা সংখ্যা বা রাশি নির্দেশ করে এমন প্রতীক সম্বলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলে।

আমাদের শেয়ার করা চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন উত্তর – Class 4 Math Question Answer টি একটি নমুনা প্রশ্ন। তবে আপনারা বাসায় অনুশীলন করতে বা আপনার প্রিপারেশন এর জন্য প্রশ্নটি ব্যবহার করতে পারবেন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।