বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর: বাংলাদেশে মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি জাতি। বাঙালি ছাড়াও এদেশে আরও অনেক জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। ক্ষুদ্র এই জাতিসত্তার মধ্যে আছে চাকমা, গারো, মারমা, মণিপুরি, সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠী।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র পরিচয়, নিজস্ব সংস্কৃতি ও জীবনাচার। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কয়েকটি সম্পর্কে এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।


বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা অনুধাবনমূলক প্রশ্ন উত্তর

প্রশ্ন ১। গারোদের পারিবারিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত গারোরা মাতৃসূত্রীয়। গারো পরিবার মাতৃপ্রধান পরিবার। বর বিয়ের পর কনের বাড়িতে বসবাস করতে থাকে। গারো মেয়েরা সম্পত্তির মালিক হয় এবং সন্তান-সন্ততিরা মায়ের পদবি ধারণ করে। তবে পরিবার ও সমাজ পরিচালনা ও শাসনের দায়িত্ব পুরুষরাই পালন করে থাকে। একই গোত্রে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ। গারো নারী ও পুরুষ উভয়েই মাঠে কাজ করে।

প্রশ্ন ২। গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধর।
উত্তর: গারোরা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান পালন করে। গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত এবং মাতৃসূত্রীয়। তবে পরিবার ও সমাজ পরিচালনা ও শাসনের দায়িত্ব পুরুষরাই পালন করে। সমগোত্রের মাঝে বিয়ে গারো সমাজে নিষিদ্ধ। তারা নিজস্ব ধর্ম প্রকৃতিপূজা পালন করে। গারোরা প্রধানত কৃষিজীবী। তারা জীবনের নানা পর্যায়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান পালন করে। এদের সংস্কৃতিতে গীত-বাদ্য ও নৃত্য খুবই জনপ্রিয়। ফসল বোনা, নবান্ন, নববর্ষ ইত্যাদি উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। ‘ওয়ানগালা’ এদের একটি জনপ্রিয় উৎসব।

প্রশ্ন ৩। ত্রিপুরাদের সাংস্কৃতিক পরিচয় দাও।
উত্তর: ত্রিপুরারা বর্তমানে হিন্দু ধর্মাবলম্বী হলেও তারা প্রাচীন লোকজ ধর্মের নানা দেব-দেবীর পূজা ও অনুষ্ঠানাদি পালন করে। ত্রিপুরাদের মধ্যে বিভিন্ন সংগীতের প্রচলন যেমন আছে, তেমনি আছে নানা প্রকারের নৃত্যও। ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈসু। ত্রিপুরা জনগোষ্ঠীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য খুবই সমৃদ্ধ।

প্রশ্ন ৪। সাঁওতালদের সাংস্কৃতিক পরিচয় দাও।
উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্ন সাঁওতালদের জীবন বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে পরিপূর্ণ । বাড়িঘর পরিষ্কার রাখা, দেওয়ালে নানা রঙের ছবি আঁকা প্রভৃতি সাঁওতালদের সংস্কৃতি-মনস্কতার পরিচায়ক। তাদের শ্রেষ্ঠ উৎসব হলো সোহরাই। তাদের ঝুমুর নাচ খুবই জনপ্রিয়।

প্রশ্ন ৫। চাকমাদের বৈশিষ্ট্যগুলো কী কী? আলোচনা কর।
উত্তর: বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে চাকমা একটি জাতি। মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত চাকমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। এরা আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, পিতৃতান্ত্রিক ও বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও শাকসবজি। এরা নিজেদের তাঁতের তৈরি সিলুম, খাদি, ধুতি ও পিনন পরিধান করে।


🔆🔆 আরও দেখুন: বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা অনুধাবন প্রশ্ন ও উত্তর
🔆🔆 আরও দেখুন: বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।