প্রার্থনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: প্রার্থনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রার্থনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘প্রার্থনা’ কবিতায় কবি স্রষ্টার প্রতি তাঁর অনুরাগ প্রকাশ করেছেন। তিনি এ কবিতায় স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করেছেন। তাঁর কাছে প্রার্থনা জানিয়েছেন । কবি নিজেকে হীন-দুর্বল বিবেচনা করেছেন।

কারণ স্রষ্টাকে ভক্তি ও প্রশংসা করার মতো তাঁর চোখের জল ছাড়া আর কিছুই নেই। তিনি বিপদে-আপদে বিধাতার কাছে শক্তি কামনা করেছেন। বিধাতার কাছে তিনি সুখ-শান্তির জন্য প্রার্থনা করেছেন। তিনি লক্ষ করেছেন যে, গাছে গাছে পাখি এবং বনে বনে ফুল সবাই বিধাতাকে স্মরণ করে। তাঁর দয়াতেই পৃথিবীর সবকিছু চলছে। তাঁর কাছেই সবাই সাহায্য করে।

স্রষ্টার করুণাতেই পৃথিবীর সমস্ত প্রাণী ও উদ্ভিদ প্রাণধারণ করে আছে। তাঁর দয়া ছাড়া কারও পক্ষে কিছুই করা সম্ভব নয়। তিনিই আমাদের সুখে-দুঃখে, আনন্দ-বেদনায় একমাত্র ভরসার স্থল। কবি তাই প্রভুর কাছে রিক্তহস্তে পরম ভক্তিভরে করে। যাতে তিনি নিজেকে স্রষ্টার কাছে যথার্থভাবে নিবেদন করতে পারেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


প্রার্থনা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। কবি কায়কোবাদ রচিত মহাকাব্যের নাম কী?
উত্তর: কবি কায়কোবাদ রচিত মহাকাব্যের নাম- মহাশ্মশান।

প্রশ্ন ২। একাগ্র হৃদয়ে স্রষ্টাকে স্মরণ করলে কী নিভে যায়?
উত্তর: একাগ্র চিত্তে স্রষ্টাকে স্মরণ করলে শোকানল নিভে যায়।

প্রশ্ন ৩। কায়কোবাদের আসল নাম কী?
উত্তর: কায়কোবাদের আসল নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী।

প্রশ্ন ৪ । কায়কোবাদের প্রকৃত নাম কী?
উত্তর: কায়কোবাদের প্রকৃত নাম মুহম্মদ কাজেম আল কুরায়শী।

প্রশ্ন ৫। ‘প্রার্থনা’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘প্রার্থনা’ কবিতাটি কবির ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

প্রশ্ন ৬। ‘প্ৰাৰ্থনা’ কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত? হয়েছে?
উত্তর: ‘প্রার্থনা’ কবিতাটি ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত ।

প্রশ্ন ৭। প্রভুর গুণগানে আত্মহারা কে?
উত্তর: কবি প্রভুর গুণগানে আত্মহারা।

প্রশ্ন ৮। ‘হৃদে’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘হৃদে’ শব্দের অর্থ- হৃদয়ে বা মনে ।

প্রশ্ন ৯। কবি সুখের সাগরে কাকে ভুলে যান না?
উত্তর: কবি সুখের সাগরে সৃষ্টিকর্তাকে ভুলে যান না।

প্রশ্ন ১০। ‘বিভো’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বিভো’ শব্দের অর্থ প্রভু।

প্রশ্ন ১১। কবি কী করতে জানেন না?
উত্তর: কবি ভক্তি ও স্তুতি করতে জানেন না ।

প্রশ্ন ১২ । প্ৰাৰ্থনা কবিতায় নিঃসম্বল কে?
উত্তর: ‘প্রার্থনা’ কবিতার নিঃসম্বল কবি নিজে।

প্রশ্ন ১৩। কবি রিক্ত হাতে কার দুয়ারে দাঁড়িয়েছেন?
উত্তর: কবি রিক্ত হাতে প্রভুর দুয়ারে দাঁড়িয়েছেন।

প্রশ্ন ১৪ । কবি প্রভুকে কী দিতে বলেছেন?
উত্তর: কবি প্রভুকে মনে বল দিতে বলেছেন।

প্রশ্ন ১৫। কবি কখন প্রভুকে ভোলেননি?
উত্তর: কবি সুখের সময় ও দুঃখের দিনে প্রভুকে ভোলেননি।

প্রশ্ন ১৬। কবির পথের সম্বল কে?
উত্তর: কবির পথের সম্বল হলেন তাঁর প্রভু।

প্রশ্ন ১৭। পশু-পাখি কার গুণগানে আত্মহারা?
উত্তর: পশু-পাখি প্রভুর গুণগানে আত্মহারা।

প্রশ্ন ১৮। তরুলতার শিরে প্রভুর কী আছে?
উত্তর: তরুলতার শিরে আছে প্রভুর প্রসাদ-ফুল-ফল।

প্রশ্ন ১৯। কবিতায় প্রভুর নিশ্বাস কী?
উত্তর: প্রভুর নিশ্বাস হচ্ছে বসন্তের বায়ু।

প্রশ্ন ২০। কবির মতে জগতের আয়ু কী?
উত্তর: কবির মতে জগতের আয়ু হলো প্রভুর স্নেহকণা।

প্রশ্ন ২১। কার নামে অশেষ মঙ্গল নিহিত?
উত্তর: প্রভুর নামে অশেষ মঙ্গল নিহিত।

প্রশ্ন ২২। কখন প্রভুকে স্মরণ করলে হৃদয়ের শোকানল নিভে?
উত্তর: গভীর বিষাদে আর বিপদের মধ্যে প্রভুকে স্মরণ করলে হৃদয়ের শোকানল নিভে।

প্রশ্ন ২৩। ‘পল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘পল’ শব্দের অর্থ মুহূর্তকাল ।

প্রশ্ন ২৪। কী দিয়ে কবি নিজেকে প্রভুর হাতে সঁপে দিতে চান?
উত্তর: শুধু চোখের জল দিয়ে কবি নিজেকে প্রভুর হাতে সঁপে দিতে চান।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।