(উদাহরণসহ) ম-ফলা উচ্চারণের নিয়ম

ম-ফলা উচ্চারণের নিয়ম

ম-ফলা উচ্চারণের নিয়ম: উচ্চারণের নিয়ম ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছরই এইচএসসি পরিক্ষায় উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন থাকে। আজকের আর্টিকেলে ম-ফলা উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ম-ফলা উচ্চারণের নিয়ম

বাংলায় ম-ফলা যুক্তব্যঞ্জনের উচ্চারণে কিছুটা বৈশিষ্ট্য ও বিশিষ্টতা রয়েছে। কখনো ম-ফলার উচ্চারণ হয়, কখনো হয় না।

উচ্চারিত ম-ফলা

১. গ ঙ ণ ন ম ল-এর সঙ্গে ম-ফলা যুক্ত হলে ম-এর উচ্চারণ বজায় থাকে : বাগ্মী, যুগ্ম, বাঙায়, ষাণ্মাষিক, হিরণ্ময়, উন্মাদ, জন্ম, সম্মতি, সম্মান, গুল্ম, বাল্মীকি।

২. হ্ম (হ-য়ে ম) উচ্চারণে ম-ধ্বনির দ্বিত্ব হয়। হ-ধ্বনির প্রভাবে দ্বিতীয় ম মহাপ্রাণতা লাভ করে। ফলে ম-এর শেষে হ্-ধ্বনির ।।ভাস পাওয়া যায় : ব্রাহ্মণ (ব্রাম্‌মোণ)।

অনুচ্চারিত ম-ফলা

১. বাংলায় কিছু কিছু ক্ষেত্রে ম-ফলা অনুচ্চারিত থাকে। তবে সে রকম ক্ষেত্রে আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনিকে সানুনাসিক করে। শ্মশান (শঁশান), শ্মশু (শোঁসসু), স্মরণ (শঁরোন), স্মারক (শাঁরোক)।

২. শব্দের মধ্যে বা শেষে থাকলে নিচের ম-ফলা অনুচ্চারিত থাকে। তবে তা আশ্রয়ী ব্যঞ্জনের স্বরধ্বনিকে কিছুটা সানুনাসিক করে : লক্ষ্মী, যক্ষ্মা, সূক্ষ্ম, মহাত্মা, পদ্ম, রশ্মি, গ্রীষ্ম, অকস্মাৎ, আকস্মিক, বিস্ময়।

ব্যতিক্রম: শব্দের মধ্যে কয়েকটি ক্ষেত্রে ম-এর উচ্চারণ বজায় থাকে : কাশ্মীর, জ্যোতিষ্মান, সুস্মিতা।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ওয়েবসাইটের পাশাপাশি আমরা আমাদের সোসাল মিডিয়া ও ইউটিউবেও নিয়মিত সাজেশনের আপডেট করে থাকি। ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে এখানে ক্লিক করুন এবং আমাদের ইউটিউবে সাবক্রাইব করতে এখানে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, ধনবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →