সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘সাম্য’ কবিতাটি ‘নওল কিশোরের দরবারে’ গ্রন্থভুক্ত ‘মিলিত সেবা ও সাম্য প্রীতিতে’ কবিতার অংশবিশেষ। পৃথিবীতে কোনো বড় কাজ মানুষ একা করতে পারে না। এজন্য মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে এবং কর্মে প্রবৃত্ত হতে হয়। সব কাজ মানুষের মিলিত অংশ গ্রহণে সুষ্ঠু ও সুন্দর হয়।

সকলে একত্রে কাজ করে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে বিজয়ী হয়ে জয়ের পতাকা ওড়ায়। এজন্য ধর্ম-বর্ণ-গোত্র-শ্রেণি সব মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যে পবিত্র পরিবেশ সৃষ্টি করতে হবে।


সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ‘সাম্য’ কবিতার কবি কে?
উত্তর : ‘সাম্য’ কবিতার কবি সুফিয়া কামাল।

প্রশ্ন ২। সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯১১ সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৩। কবি সুফিয়া কামাল কী হিসেবে সফল ছিলেন?
উত্তর : কবি সুফিয়া কামাল সংগঠক ও নারীনেত্রী হিসেবে সফল ছিলেন।

প্রশ্ন ৪। কবি সুফিয়া কামাল কোন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন?
উত্তর : কবি সুফিয়া কামাল ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রশ্ন ৫। ‘সাঁঝের মায়া’ কার কাব্যগ্রন্থ?
উত্তর : ‘সাঁঝের মায়া’ কবি সুফিয়া কামালের রচিত কাব্যগ্রন্থ।

প্রশ্ন ৬। যার অন্ত বা শেষ নেই তা কী?
উত্তর : যার অন্ত বা শেষ নেই তা অনন্ত।

প্রশ্ন ৭। ‘প্রজ্ঞা’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘প্রজ্ঞা’ শব্দের অর্থ গভীর জ্ঞান।

প্রশ্ন ৮। ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘মহীয়ান’ শব্দের অর্থ সুমহান।

প্রশ্ন ৯। ‘সাম্য’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘সাম্য’ কবিতাটি ‘নওল কিশোরের দরবারে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

প্রশ্ন ১০। সকল মানুষের মধ্যে কেমন সম্পর্ক সৃষ্টি করতে হবে?
উত্তর : সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক সৃষ্টি করতে হবে।

প্রশ্ন ১১। শতেকের সাথে কবি কত হস্ত একত্রে মিলাতে বলেছেন?
উত্তর : শতেকের সাথে কবি শতেক হস্ত একত্রে মিলাতে বলেছেন।

প্রশ্ন ১২। শতেকের সাথে শতেক হস্ত কী করতে হবে?
উত্তর : শতেকের সাথে শতেক হস্ত মিলিয়ে একত্রিত করতে হবে।

প্রশ্ন ১৩। শতেকের সাথে শতেক হস্ত একত্রে মিলিয়ে কী হয়েছে?
উত্তর : শতেকের সাথে শতেক হস্ত একত্রে মিলিয়ে সবাই সমুন্নত হয়েছে।

প্রশ্ন ১৪। কিসের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে?
উত্তর : কর্মের আহ্বানে যাত্রীরা অনন্তকাল থেকে চলে আসছে।

প্রশ্ন ১৫। কবি মানবজীবন কেমন বলেছেন?
উত্তর : কবি বলেছেন মানবজীবন শ্রেষ্ঠ ও কঠোর।

প্রশ্ন ১৬। কর্মের আহ্বান কবে হতে চলেছে?
উত্তর : কর্মের আহ্বান অনন্তকাল হতে চলেছে।

প্রশ্ন ১৭। কর্মে কে মহীয়ান?
উত্তর : মানবজীবন কর্মে মহীয়ান।

প্রশ্ন ১৮। মানবজীবন মহীয়ান কিসে?
উত্তর : মানবজীবন কর্মে মহীয়ান।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →