৮ম শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৮ম শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন: যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদের মৌলিক কণিকা বলা হয়। পরমাণুর মৌলিক কণিকা তিনটি। যথা- ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটন ধনাত্মক চার্জযুক্ত।


৮ম শ্রেণীর বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন ১। A মৌলটির পারমাণবিক সংখ্যা ৬। তবে এর বিভিন্ন পরমাণুতে ভরসংখ্যা ভিন্ন। আবার অপর একটি মৌল B এর পারমাণবিক সংখ্যা ৩ যা স্থিতিশীল নয়।

ক. প্রতীক কাকে বলে?
খ. NaOH একটি ক্ষার ব্যাখ্যা কর।
গ. A মৌলের ভরসংখ্যা ভিন্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের B মৌলটি কিভাবে স্থিতিশীলতা অর্জন করবে? বিশ্লেষণ কর।

প্রশ্ন ২। A ও B দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৭। ভর সংখ্যা যথাক্রমে ২৩ ও ৩৫।

ক. আইসোটোপ কাকে বলে?
খ. অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে কী বোঝায়?
গ. A মৌলটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় কর।
ঘ. উল্লিখিত মৌল দুটির পরমাণুদ্বয়ের স্থিতিশীলতা অর্জনের প্রক্রিয়াটি বর্ণনা কর।

প্রশ্ন ৩। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে এমন অনেক মৌল বা যৌগ আছে যাদের পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকলেও ভর সংখ্যায় ভিন্ন। অপরদিকে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ১১ ও ভরসংখ্যা ২৩।

ক. প্ৰজনন কাকে বলে?
খ. পেনিসিলিয়ামে স্পোর বা অণুবীজ উৎপাদনে বংশ রক্ষা হয় ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে শেষের মৌলটির নিউট্রন সংখ্যা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে প্রথম অংশে বর্ণিত ভিন্ন ভর সংখ্যাবিশিষ্ট মৌলের ব্যবহার অন্যান্য মৌল থেকে আলাদা বিশ্লেষণ কর।

প্রশ্ন ৪। ‘M’ নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১১ ও ভরসংখ্যা ২৩। অন্যদিকে ‘N’ নামক মৌলের ইলেকট্রন সংখ্যা ১৭ এবং ভরসংখ্যা ৩৫।

ক. তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
খ. 2n^2 বলতে কী বোঝায়?
গ. ‘M’ মৌলটির নিউট্রন সংখ্যা নির্ণয় কর।
ঘ. ‘M’ ও ‘N’ দ্বারা গঠিত যৌগের আয়নিক গঠন ব্যাখ্যা কর।

প্রশ্ন ৫। X, Y ও Z তিনটি মৌল। যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১০, ১১ ও ১৭।

ক. পরমাণু কাকে বলে?
খ. চিকিৎসাক্ষেত্রে কেন আইসোটোপ ব্যবহার করা হয়?
গ. ‘x’ মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রসহ ব্যাখ্যা কর।
ঘ. Yও Z মৌল কী যৌগ গঠনে সক্ষম? যুক্তিসহ মতামত দাও।

প্রশ্ন ৬। ‘Y’ একটি মৌল যার পারমাণবিক সংখ্যা ৬ এবং ভর সংখ্যা যথাক্রমে ১২, ১৩ ও ১৪। Z অন্য আর একটি মৌল যার পারমাণবিক সংখ্যা ১ এবং ভর সংখ্যা ২ ও ৩।

ক. সংকেত কাকে বলে?
খ. পরমাণুর নিউক্লিয়াস বলতে কী বুঝায়?
গ. Y মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয় কর।
ঘ. Y ও Z মৌলদ্বয় একই ধর্ম প্রদর্শন করে বলে তাদের ব্যবহারের ক্ষেত্রও এক। – বিশ্লেষণ কর।

উত্তর পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও অষ্টম শ্রেণির সকল আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।