ঘুমের দেশে রাজকুমারী pdf

ঘুমের দেশে রাজকুমারী pdf ডাউনলোড

ঘুমের দেশে রাজকুমারী ফজলে নূর ভূঁইয়া অর্ণব এর লেখা কমিকস ও ছবির গল্পের বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আপনাদের সাথে ঘুমের দেশে রাজকুমারী pdf শেয়ার করবো। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

ঘুমের দেশে রাজকুমারী pdf এর কিছু অংশ

অনেক অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা ও এক রাণী। তাদের কোনাে ছেলেমেয়ে ছিলাে না। একদিন তাদের এক ফুটফুটে কন্যা সন্তান হলো। সেই খুশিতে মজা বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করলেন। সেই দেশের সাতটি পরী সেই অনুষ্ঠানে অস্থিথি হিসাবে এলাে। রাজা তাদের নিমন্ত্রণ করেছিলেন। ফলে রাজা বয়স্ক এক পরীর কথা তুলে গিয়েছিলেন, তিনি তাকে নিমন্ত্রণ করেননি।

সে ছিলাে খুব দুষ্ট প্রকৃতির পী। সে খুব রেলে সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হলো। সে রেগে বলল, ‘জােই রাজকন্যার কি আমার আশির্বাদের কোনাে দরকার নাই?’ রাজ তার ভুল বুঝতে পারলেন। দয়া করে আপনি শান্ত যেন। আমার ক্ষয় পেছে। আপনি বসুন এবং অনুষ্ঠান উপভোগ করুণ। বললেন রাঙ্গা। অনুষ্ঠানের শেষ প্রান্তে ল্প পত্নী রাজকন্যাকে অনেক আশির্বাদ। কালো। কেষ্ট কলো, সে অনেক সুন্দরী হয়ে উঠুক, কেউ বললাে, সে পবতী হয়ে উঠুক, কেউ বললাে, সে অনেক বুদ্ধিমতী হয় উক। একেবারে জােট পরী তখনও আশির্বাদ করেনি। সে ভাবলাে দুই কর্মী নিশ্চয়ই রাজকন্যাকে কোনাে অভিশাপ দিবে, তাই সে অপেক্ষা করতে লাগলাে।

ঠিক তখন দুই স্ত্রী এলিয়ে গেলাে এবং বলতে লাগলাে, “রাজকন্যার বয়স যখন পনের হবে, তখন একটি সুস্থ কাঁটা চড়কায় দার যুক্তি কেটে যাবে এবং সে মারা যাবে?’ এই কথা বলেই দু পয়ী সেখান থেকে চলে গেলাে। গ্রীর কথা শুনে , মণিী এবং অরিবারের সবার মন খারাপ হয়ে গেলাে। সেই রাজ্যে চক্ষার অভাব ছিলাে না এবং প্রায় ঘরে ঘরে মেয়েৱা সুতা কাটছে জানতাে।

সেই সময় অল্প বয়স্কা পরী এগিয়ে এলো। সে বললাে, “দুই পরীর মতাে আমার এতাে ক্ষমতা নাই। আমি আর অভিশাপ বদলাতে পারবাে না। তবে আমি সেটার কিছু রদবদল করে দিতে পরিবাে। রাজকন্যার যখন পনের বয়স হবে তখন তার হাত কেটে যাবে চায় কিন্তু সে মারা যাবে। সে পীর ঘুমে ঢলে পড়বে। সে এবং তাদের পুরো সাম্রাজ্য এক লত বর পর্যন্ত ঘুমাব। এক শ র পর এখানে এক রাজপুত্র আসবে, ভার
ভালোবাসার স্পর্শে রাজকন্যার ঘুম ভাবে।



🔸🔸 You can also Download: সহজ উপায়ে নার্সারী শিক্ষা pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: ধানচাষের প্রতিবেদন pdf ডাউনলোড
🔸🔸 You can also Download: বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালন pdf ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *