জাগো তবে অরণ্য কন্যারা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: জাগো তবে অরণ্য কন্যারা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

জাগো তবে অরণ্য কন্যারা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: প্রকৃতির রূপসচেতন কবি চারপাশের অরণ্য-নিধন লক্ষ করে ব্যথিত। মানুষের হস্তক্ষেপে বন উজাড় হচ্ছে। ফলে প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

তাই মৌসুমি ফুলের গান আর তাঁর কণ্ঠে জাগে না; বরং চারপাশের সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তাঁর মন হাহাকার করে ওঠে। তাঁর চারপাশে তিনি দেখেন বিলীন হওয়ার আশঙ্কায় ভীতসন্ত্রস্ত দৃষ্টি। কবি তাই অরণ্য- কন্যাদের তথা বৃক্ষের জাগরণ প্রত্যাশা করেন।

তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহ সৃষ্টি হোক; ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী; মানুষের অস্তিত্ব রক্ষা পাক বিপন্নতার হাত থেকে। এ উদ্দেশ্যেই তিনি অরণ্য-কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


জাগো তবে অরণ্য কন্যারা কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১। স্নান অর্থ কী?
উত্তর: ‘মান’ অর্থ মলিন।

প্রশ্ন ২। ‘পল্লব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘গল্পব’ শব্দের অর্থ গাছের নতুন পাতা।

গ্রন্থ ৩। মাটি কিসের পানে চায়?
উত্তর: মাটি অরণ্যের পানে চায়।

প্রশ্ন ৪। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়।

প্রশ্ন ৫। মর্মরে মর্মরে কী বেজে ওঠে?
উত্তর: মর্মরে মর্মরে বেজে ওঠে ‘বৃক্ষের বক্ষের বহ্নিজ্বালা।

প্রশ্ন ৬। ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি চারদিকে কী শোনেন?
উত্তর: কবি চারদিকে হাহাকার শোনেন।

প্রশ্ন ৭। ফুলের কী নেই?
উত্তর: ফুলের ফসল নেই।

প্রশ্ন ৮। প্রাণহীন দৃষ্টি কী রকম?
উত্তর: প্রাণহীন দৃষ্টি ক্ষুধার্ত ভয়ার্ত ।

প্রশ্ন ৯। কোথায় স্নেহ পল্লবের নিবিড় ছায়া ক্ষরিত হচ্ছে?
উত্তর: অরণ্যে স্নেহ পল্লবের নিবিড় ছায়া ক্ষরিত হচ্ছে।

প্রশ্ন ১০। কবি কাদেরকে জাগতে বলেছেন?
উত্তর: অরণ্য কন্যাদেরকে।

প্রশ্ন ১১। অরণ্য কন্যাদের কীভাবে জাগতে বলা হয়েছে?
উত্তর: লেলিহান শিখা মেলে।

প্রশ্ন ১২। মুমূর্ষু ধরা-প্রাণ·কীভাবে জাগাতে বলা হয়েছে?
উত্তর: কঙ্কণে ছন্দ তান তুলে মুমূর্ষু ধরা-প্রাণ জাগাতে বলা হয়েছে।

প্রশ্ন ১৩। ফুলের জন্য কী আনতে বলা হয়েছে?
উত্তর: ফুলের জন্য ফসল আনতে বলা হয়েছে।

প্রশ্ন ১৪। ক্ষুধার্তের জন্য কী আনা প্রয়োজন?
উত্তর: ক্ষুধার্তের জন্য খাদ্য আনা প্রয়োজন ।

প্রশ্ন ১৫। আত্মার জন্য কিসের প্রয়োজন?
উত্তর: আত্মার জন্য আনন্দের প্রয়োজন।

প্রশ্ন ১৬। কার জন্য প্রভাত আলো ছড়াতে বলা হয়েছে?
উত্তর: যারা জেগে রয়েছে।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।