সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর 

সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর: আপনি কি একাদশ শ্রেণিতে পড়েন? সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর খুজতেছেন? তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: রুবেল কলেজের কিছু বন্ধু-বান্ধবের সাহচর্যে নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে সে বাবা-মার ওপর চাপ প্রয়োগ করে। একসময় সে অপরাধ জগতে পা বাড়ায়, হয়ে ওঠে পুলিশের তালিকাভুক্ত অপরাধী।

ক. বিচ্যুতি কী?
খ. বই সংস্কৃতির কোন ধরনের উপাদান? বুঝিয়ে লেখো।
গ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়াও রুবেলের মতো ছেলেরা অপরাধে জড়িয়ে পড়ে, এমন অন্য একটি উল্লেখযোগ্য কারণ আলোচনা করো।
ঘ. রুবেলের মতো ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।

১নং প্রশ্নের উত্তর

ক। স্বাভাবিক ও কাঙ্ক্ষিত আচরণের পরিপন্থি আচরণই বিচ্যুতি।

খ। বই সংস্কৃতির বস্তুগত উপাদান। মানুষ জীবনযাপনের জন্য দৃশ্যমান যা কিছু তৈরি ও ব্যবহার করে তা-ই বস্তুগত সংস্কৃতি। যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, চেয়ার-টেবিল, পোশাক-পরিচ্ছদ, খাতা, কলম, বই ইত্যাদি। বই হচ্ছে দৃশ্যমান আর মানুষ তার প্রয়োজনে বই তৈরি করে এবং ব্যবহার করে। তাই বইকে সংস্কৃতির বস্তুগত উপাদান হিসেবে চিহ্নিত করা যায়।

গ। উদ্দীপকের রুবেল মাদকাসক্তির কারণে অপরাধে জড়িত। এ কারণটি ছাড়াও আরো অনেক কারণে রুবেলের মতো ছেলেরা অপরাধে জড়িয়ে পড়ে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক কারণ। অপরাধের অন্যতম প্রধান কারণ অর্থনৈতিক অসচ্ছলতা। আবার অর্থের প্রাচুর্যও মানুষের মধ্যে অপরাধপ্রবণতা সৃষ্টি করে।

অর্থনৈতিক অসচ্ছলতার কারণে সম্পদের অসম বণ্টন, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দরিদ্রতা প্রভৃতি সৃষ্টি হয়। ফলে সমাজে বিচিত্র ধরনের অপরাধমূলক কাজ বা অপকর্ম সংঘটিত হয়। বাংলাদেশে চরম দারিদ্র্যের কারণে অপরাধ সংঘটিত হয়। চরম দারিদ্র্যের কারণে সাধারণ ছোটখাটো চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধ সংঘটিত হয়। বাংলাদেশে ক্রমবর্ধমান হারে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

বেকার জীবনে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। ফলে এদের একটা অংশের মধ্যে আশঙ্কাজনকহারে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। এদের অনেকেই ছিনতাই, খুন, রাহাজানি, মদ্যপান, মাদকাসক্তি, পতিতালয়ে গমন ইত্যাদি অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিবৃত কারণ ছাড়াও অর্থনৈতিক কারণে রুবেলের মতো ছেলেরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

ঘ। রুবেলের মতো ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। অপরাধপ্রবণতা দূর করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সমাজের সদস্যদের মনে সামাজিক ও নৈতিক চেতনা এবং মূল্যবোধের সঞ্চার করা, সামাজিক আদর্শের সাথে তাদের পরিচিত করা, উপযুক্ত শিক্ষার সাহায্যে জনকল্যাণের চেতনা জাগ্রত করা।

পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড দূর করার জন্য প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। এতে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি পাবে, যা অপরাধের মাত্রা হ্রাস করবে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আইন প্রয়োগকারী সংস্থার আধুনিকায়ন করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন।

দারিদ্র্য অপরাধপ্রবণতা সৃষ্টি করে। যদি সমাজের প্রতিটি ব্যক্তি জীবিকা অর্জনের সুযোগ পায় এবং বেকারত্ব, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি প্রভৃতির বিলোপ করা হয়, তাহলে অপরাধ অনেকাংশেই দূর করা সম্ভব হবে। অতএব বলা যায়, উপরের পদক্ষেপগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে রুবেলের মতো ছেলেদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

প্রশ্ন ২: রেজা বন্ধুদের সাথে পার্কে বেড়াতে যায়। পার্কের ভেতরে সাইনবোর্ডে লেখা রয়েছে ‘ধূমপান নিষেধ’, ‘ফুল ও ফল ছিঁড়বেন না’, ‘যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না’ ইত্যাদি। এসব আদেশ লঙ্ঘনের জন্যে আর্থিক জরিমানাসহ শাস্তির ব্যবস্থাও সাইনবোর্ডে লেখা আছে। রেজার বন্ধু সবুজ এ আদেশ উপেক্ষা করে কিছু আম ছিঁড়ে ব্যাগে ঢুকাতে গেলে পার্ক কর্তৃপক্ষ শাস্তির ব্যবস্থা করে । তখন রেজা বলল, সকলের আইন মান্য করা উচিৎ।

ক. কীরূপ আচরণ সামাজিক সংহতির পরিপন্থি?
খ. অপরাধ দমনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কী? বর্ণনা করো।
গ. সবুজের আচরণকে কী বলা যায়? ব্যাখ্যা করো।
ঘ. সবুজের আচরণ সমাজের ওপর কোন ধরনের প্রভাব ফেলে বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত উপস্থাপন করো।

২নং প্রশ্নের উত্তর

ক। বিচ্যুত আচরণ সামাজিক সংহতির পরিপন্থি।

খ। কার্যকর ও সচেতনতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো ছাত্র-ছাত্রীদের চরিত্রবান করে গড়ে তোলা। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে, তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করতে, আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

গ। সবুজ কর্তৃক পার্কের উক্ত নীতিমালা লঙ্ঘনকে অপরাধ বলা যেতে পারে। অপরাধ হচ্ছে একটি সামাজিক ঘটনা। অপরাধ সামাজিক কারণে ঘটে থাকে। ব্যক্তি সামাজিক পরিমণ্ডলের কারণে অপরাধী হয় এবং সেজন্য অপরাধের কারণও সামাজিক। তাই অপরাধ হলো সামাজিক আইন বা নীতিমালার লঙ্ঘন। সুনির্দিষ্ট অর্থে, দেশের আইনসভা কর্তৃক অনুমোদিত শাস্তিযোগ্য কাজকেই অপরাধ বলা হয়।

কোনো দেশের প্রচলিত আইন ভঙ্গ করা অপরাধ । সবুজ পার্কের ফুল, ফল ছেঁড়া শাস্তিযোগ্য অপরাধ জেনেও সে ফল চুরি করে। এক্ষেত্রে সে আইন লঙ্ঘন করে এবং আইন লঙ্ঘন করার জন্য তাকে শাস্তিভোগ করতে হয়। সুতরাং বলা যায়, সবুজের আচরণ অপরাধমূলক আচরণ।

ঘ। সবুজের আচরণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমি করি মনে। আইন লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। আইনসভা কর্তৃক গৃহীত বিধি- বিধানই হচ্ছে আইন যা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়। এর মাধ্যমে সমাজে শৃঙ্খলা, ন্যায় ইত্যাদি বিষয়গুলো রক্ষিত হয়। অন্যদিকে আইনভঙ্গের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি মানুষের মৌলিক অধিকার ভোগে বাধার সৃষ্টি হয়।

তাছাড়া মানুষ বিশেষত শিশুরা খুব অনুকরণ প্রিয়, যার কারণে ব্যক্তি কাউকে অপরাধ করতে দেখলে অনেক সময় ঐ কর্মকাণ্ড দ্বারা প্রলুব্ধ হয়। মোটকথা অপরাধের মাধ্যমে দেশের আইনসভাকে অবমূল্যায়ন করা হয় বা দেশের শৃঙ্খলার জন্য প্রযোজ্য আইনকে ভঙ্গ করা হয়। উদ্দীপকে দেখতে পাই, পার্কের মধ্যে বিভিন্ন আইন বিরোধী কাজের উল্লেখসহ এর শাস্তি ও জরিমানার বিষয়টি উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও সবুজ সেই আইনের তোয়াক্কা না করে পার্কের কিছু আম তার ব্যাগে ভরার চেষ্টা করে।

এ কাজের মাধ্যমে সে আইন লঙ্ঘন করেছে যা শাস্তিযোগ্য অপরাধ এবং একই সাথে সে একজন অপরাধী। তার এই কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে যেমন অপরাধী বাড়বে তেমনি মানুষ অপরাধ করার সাহসও পাবে অর্থাৎ আইন লঙ্ঘনে প্রলুব্ধ হবে। সুতরাং বলা যায়, সবুজের কর্মকাণ্ড সমাজে নেতিবাচিক প্রভাব ফেলবে, যা সমাজের তথা দেশের জন্য ক্ষতিকর।

নিজে করো,

প্রশ্ন ৩: রাজধানীর খিলক্ষেত এলাকার একটি টিনশেড বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাসা থেকে নগদ ৯০ হাজার টাকাসহ ১০ ভরি স্বর্ণ লুট করে। মারফত আলী জানান, রাত ১টার দিকে খিলক্ষেতের ঐ বাড়িতে মুখোশধারী ৮-১০ জনের একটি ডাকাত দল কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।

ক. কিশোর অপরাধ কাকে বলে?
খ. সামাজিক কারণে অপরাধ বেশি সংঘটিত হয় কেন?
গ. উদ্দীপকের ডাকাত দলের কর্মকাণ্ড কোন ধরনের অপরাধ বলে গণ্য? ব্যাখ্যা কর
ঘ. উদ্দীপকের ডাকাতদের অপরাধ সংঘটনে উচ্চাভিলাষী জীবনের স্বপ্ন অনেকাংশে দায়ী— উক্তিটি বিশ্লেষণ কর।

🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ১য় অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ৭ম অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায়
🔰🔰 সৃজনশীল প্রশ্ন ও উত্তর: সমাজবিজ্ঞান ১ম পত্র ১১ অধ্যায়

 

 


প্রশ্ন ৪: রফিক তিন বছর আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। এরপর চাকরির জন্যে অনেক চেষ্টা করেছে। কিন্তু কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয়নি। ফলে দিন দিন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। হতাশা থেকে মুক্তি পেতে সে হেরোইন সেবন শুরু করে । বর্তমানে হেরোইনের টাকা জোগাড় করতে মাঝে মধ্যে সে ছিনতাইও করে থাকে।

ক. কোনটি আচরণবিধি ও মূল্যবোধ পরিপন্থি আচরণ?
খ. বিচ্যুতিমূলক আচরণ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত রফিকের কর্মকাণ্ডকে তুমি কী হিসেবে আখ্যায়িত করবে? ব্যাখ্যা করো।
ঘ. রফিকের মতো লোকদের কর্মকাণ্ড নিরসনে কোন ধরনের ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে? বিশ্লেষণ করো।

প্রশ্ন ৫: রিপনের বয়স ১৪ বছর। সে তার বাবা-মার সাথে ঢাকার একটি বস্তিতে বসবাস করে। সেখানে খেলাধুলা করার মতো কোনো সুযোগ নেই। বস্তির অনেকেই হেরোইন ব্যবসার সাথে জড়িত। তাদের দেখাদেখি রিপনও একসময় হেরোইন ব্যবসায় জড়িয়ে পড়ে।

ক. ভদ্রবেশী অপরাধ কাকে বলে?
খ. ডুর্খেইমের কঠোর ও সংক্রামিত নৈরাজ্যের ধারণা দাও।
গ. উদ্দীপকে অপরাধের কোন কারণের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত কারণটিকে কি তুমি অপরাধের একমাত্র কারণ বলে মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

প্রশ্ন ৬: সম্প্রতি নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে কয়েকজন তরুণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে রওয়ানা হয়। পুরাতন বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে স্বাগত জানাতে লাখো মানুষের ঢল নামে রাস্তায়। কিন্তু ভিড়ের মধ্যে কিছু অসভ্য, বর্বর, নরপশুরূপ বখাটে তরুণীদের শ্লীলতাহানীর চেষ্টা করে।

ক. অপরাধ কী?
খ. অপরাধের শ্রেণিবিভাগ করো।
গ. বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে অপরাধের সাধারণ কয়েকটি কারণ চিহ্নিত করো।
ঘ. শুধুমাত্র বাংলাদেশের প্রচলিত আইন দিয়েই কি নারী নির্যাতনের মত অপরাধ রোধ করা সম্ভব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

প্রশ্ন ৭: ছগির সরকারি চাকরি করে। সামান্য বেতনে সংসার চালাতে হিমশিম খেতে হয়। একপর্যায়ে সে ঘুষ খাওয়া শুরু করে। তার ছেলেরাও এলাকার বখাটেদের সাথে চলাফেরা করে এবং রাস্তার মোড়ে মেয়েদের উত্যক্ত করে। এ ঘটনার প্রসঙ্গে রতন মন্তব্য করে, জৈবিক তাড়না থেকেই ছগিরের সন্তানদের এমন আচরণ লক্ষণীয়।

ক. মার্টন কোনটিকে নৈরাজ্যের মুখ্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন?
খ. বাংলাদেশে অপরাধ প্রতিরোধে গণমাধ্যমগুলো কীরূপ ভূমিকা পালন করতে পারে?
গ. রতনের মন্তব্যের বিষয়টি ব্যাখ্যা করো।
ঘ. ‘জৈবিক তাড়নাই উদ্দীপকের উক্ত বিষয়টির একমাত্র কারণ’ এ বক্তব্যের সাথে তুমি কি একমত? বিশ্লেষণ করো।

প্রশ্ন ৮: আসিফ সাহেব একটি বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা। প্রতিষ্ঠানের জন্য প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে দ্রব্য সামগ্রী ক্রয় করেন। অথচ অফিসের কাগজপত্র এমনভাবে তৈরি করা হয় যা থেকে আসিফ সাহেবের প্রতারণা প্রমাণ করার কোনো উপায় নেই । অপরদিকে বস্তিতে বসবাসরত তাজুল নিজের সন্তানের জন্য খাদ্যের যোগান না করতে পেরে হোটেল থেকে খাবার চুরির অপরাধে পুলিশ কর্তৃক ধৃত হয়।

ক. ‘শিক্ষা’ শব্দের অর্থ কী?
খ. শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আসিফের অপরাধটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকে আসিফ ও তাজুলের অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন’— উক্তিটি মূল্যায়ন করো।

প্রশ্ন ৯: রফিক তিন বছর আগে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে। এরপর চাকরির জন্যে অনেক চেষ্টা করার পরও কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারে নি। ফলে দিন দিন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। হতাশা থেকে মুক্তি পেতে সে হেরোইন সেবন শুরু করে। বর্তমানে হেরোইনের টাকা জোগাড় করতে মাঝে মধ্যে সে ছিনতাইও করে।

ক. কোনটি আচরণবিধি ও মূল্যবোধ পরিপন্থি আচরণ?
খ. অপরাধ একটি সামাজিক ঘটনা-ব্যাখ্যা করো।
গ. রফিকের কর্মকাণ্ডকে তুমি কী হিসেবে আখ্যায়িত করবে? ব্যাখ্যা করো।
ঘ. রফিকের মতো লোকদের অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে কোন ধরনের ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে? মতামত দাও।

প্রশ্ন ১০: রাজু বাবা-মার একমাত্র সন্তান। রাজুর পরিবার অভাব- অনটনের মধ্যে দিন কাটায়। অভাব-অনটনের মধ্যে দিয়েও রাজু পরিবারের আদরের সন্তান। অতিরিক্ত আদর পেয়ে সে ক্লাস ফাঁকি দিয়ে যেখানে-সেখানে ঘোরাফেরা করে, স্কুলের মেয়েদের সাথে অশালীন আচরণ এবং বয়োজ্যেষ্ঠদের সাথে মাঝে মধ্যে খারাপ আচরণ করে। এছাড়াও তার সহপাঠীদের সাথে ঘোরাফেরা করে সমাজের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে।

ক. বিচ্যুতিমূলক আচরণ কী?
খ. অপরাধের সংজ্ঞা দাও।
গ. রাজু কোন ধরনের অপরাধের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. উপরের উদ্দীপক মূল্যায়ন করে অপরাধের কারণগুলো বিশ্লেষণ কর।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।