৮ম শ্রেণি: অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

বেড়াতে বের হলেই কুকুরটি তাকে সঙ্গ দিত। এমনকি কথকের চাকর-বাকররা কুকুরটির প্রতি অমানবিক আচরণ করলেও প্রাণীটি কথকের সঙ্গ ছাড়েনি। কথক দেওঘর ছেড়ে চলে আসার , সময় সেই অতিথি কুকুরকে রেখে আসেন।

সেই কুকুরটির স্মৃতি কথককে পীড়া দেয়। এ গল্পে লেখক দেখিয়েছেন, মানুষে-মানুষে যেমন মেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও তেমনি মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে। সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে বাধাগ্রস্ত হয়।

মূলত মানবেতর একটি প্রাণীর সঙ্গে অসুস্থ একটি মানুষের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


অতিথির স্মৃতি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। কী দেখে লেখকের সত্যিকার ভাবনা ঘুচে গেল?
উত্তর: হলদে রঙের একজোড়া বেনে-বৌ পাখিকে আবার ফিরে আসতে দেখে লেখকের সত্যিকারের ভাবনা ঘুচে গেল ।

প্রশ্ন ২। অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
উত্তর: একটু দেরি করে আসত হলদে একজোড়া বেনে-বৌ পাখি ।

প্রশ্ন ৩। অতিথির স্মৃতি’ গল্পে লেখকের কিসের ভাবনা ছিল?
উত্তর: ‘অতিথির স্মৃতি’ গল্পে এক জোড়া বেনে-বৌ পাখিকে দুদিন না দেখে লেখকের ভাবনা হলাে ব্যাধেরা বুঝি পাখি দুটিকে ধরে চালান করে দিয়েছে।

প্রশ্ন ৪। দেওঘরে লােকটি একঘেয়ে সুরে কী গান গাইত?
উত্তর: দেওঘরে লােকটি একঘেয়ে সুরে ভজন গাইত।

প্রশ্ন ৫। বেরিবেরির আসামি কারা?
উত্তর: পা ফুলাে ফুলাে অল্পবয়সী একদল মেয়ে বেরিবেরির আসামি।

প্রশ্ন ৬। অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
উত্তর: ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত হলদে রঙের একজোড়া বেনে-বৌ পাখি।

প্রশ্ন ৭। ‘অতিথির স্মৃতি’ গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর কয় মিনিট দেরি?
উত্তর: ‘অতিথির স্মৃতি’ গল্পে ট্রেন স্টেশন ছাড়তে আর এক মিনিট দেরি।

প্রশ্ন ৮। বেনে-বৌ পাখি কোন গাছে বসে হাজিরা হেঁকে যেত?
উত্তর: বেনে-বৌ পাখি ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় mবসে প্রত্যহ হাজিরা হেঁকে যেত।

প্রশ্ন ৯। বামুন ঠাকুরকে ডেকে লেখক কী বলেছিলেন?
উত্তর: লেখক বামুন ঠাকুরকে ডেকে বলেছিলেন, “ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।”

প্রশ্ন ১০। ভজন’ অর্থ কী?
উত্তর: ভজন’ অর্থ ঈশ্বর বা দেবদেবীর স্তুতি বা মহিমাকীর্তন।

প্রশ্ন ১১। বড়দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তর: বড়দিদি’ উপন্যাস ‘ভারতী’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।

প্রশ্ন ১২। পাডুর শব্দের অর্থ কী?
উত্তর: পাণ্ডুর অর্থ হলাে ফ্যাকাশে।

প্রশ্ন ১৩। কত সালে বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয়?
উত্তর: ১৯০৭ সালে বড় দিদি’ উপন্যাস প্রকাশিত হয় ।

প্রশ্ন ১৪। সবচেয়ে ভােরে ওঠে কোন পাখি?
উত্তর: সবচেয়ে ভােরে ওঠে দোয়েল পাখি ।

প্রশ্ন ১৫। ভজন শুৱ হয় কখন?
উত্তর: ভজন শুরু হয় রাত্রি তিনটে থেকে ।

প্রশ্ন ১৬। প্রাচীরের ধারে গাছটির নাম কী?
উত্তর: প্রাচীরের ধারের গাছটির নাম ইউক্যালিপটাস।

প্রশ্ন ১৭। কার আদেশে লেখক দেওঘরে এসেছিলেন?
উত্তর: চিকিৎসকের আদেশে লেখক দেওঘরে এসেছিলেন।

প্রশ্ন ১৮। সবচেয়ে ভােরে ওঠে কোন পাখি
উত্তর: সবচেয়ে ভােরে ওঠে দোয়েল পাখি।

প্রশ্ন ১৯। ট্রেন ছাড়তে আর কয় মিনিট দেরি?
উত্তর: ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি।

প্রশ্ন ২০। লেখক দেওঘর গিয়েছিলেন কেন?
উত্তর: লেখক দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য।

প্রশ্ন ২১। ‘অতিথির স্মৃতি’ গল্পটির পূর্ণ নাম কী ছিল?
উত্তর: ‘অতিথির স্মৃতি’ গল্পটির পূর্ণ নাম ‘দেওঘরের স্মৃতি ছিল।

প্রশ্ন ২২। অন্ধকার শেষ না হতেই কোন পাখির গান আরড হয়?
উত্তর: অন্ধকার শেষ না হতেই দোয়েল পাখির গান আরম্ভ হয়।

প্রশ্ন ২৩। পাখি চালান দেওয়া কাদের ব্যবসায়?
উত্তর: পাখি চালান দেওয়া ব্যাধের ব্যবসায়।

প্রশ্ন ২৪। কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতাে?
উত্তর: দরিদ্র ঘরের মেয়েটিকে।

প্রশ্ন ২৫। সন্ধ্যার পূর্বে কাদের ঘরে প্রবেশ করা প্রয়ােজন?
উত্তর: বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বে ঘরে প্রবেশ করা প্রয়ােজন।

প্রশ্ন ২৬। “কী রে, যাবি আমার সঙ্গে?”- এ প্রশ্ন কার?
উত্তর: এ প্রশ্ন লেখকের।

প্রশ্ন ২৭। কার যৌবনে শক্তিসামর্থ্য ছিল?
উত্তর: কুকুরটার যৌবনে শক্তিসামর্থ্য ছিল।

প্রশ্ন ২৮। লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান?
উত্তর: একটি কুকুরকে।

প্রশ্ন ২৯। আলাে নিয়ে কে এসে উপস্থিত হলাে?
উত্তর: আলাে নিয়ে চাকর এসে উপস্থিত হলাে।

প্রশ্ন ৩০। দেওঘরে প্রত্যহ অনেক কী ফেলনা যায়?
উত্তর: দেওঘরে প্রত্যহ অনেক খাবার ফেলনা যায় ।

প্রশ্ন ৩১। কে খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত?
উত্তর: মালিনী খাওয়া সম্পর্কে নির্বিকারচিত্ত।

প্রশ্ন ৩২। বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে?
উত্তর: বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি।

প্রশ্ন ৩৩। মালিনী কাকে মেরে ধরে বের করে দিয়েছে?
উত্তর: মালিনী কুকুরটাকে মেরে ধরে বের করে দিয়েছে।

প্রশ্ন ৩৪। কাদের দোর ভােলার শব্দে অতিথি পালাল?
উত্তর: চাকরদের দোর খােলার শব্দে ‘অতিথি পালাল।

প্রশ্ন ৩৫। লেখককে কোথা থেকে বিদায় নিতে হলাে?
উত্তর: লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হলাে।

প্রশ্ন ৩৬। নানা ছলে লেখক দেওঘরে আরও কয়দিন দেরি করলেন?
উত্তর: নানা ছলে লেখক দেওঘরে আরও দুই দিন দেরি করলেন।

প্রশ্ন ৩৭। সবাই বখশিশ পেলেও কে বখশিশ পেল না?
উত্তর: সবাই বখশিশ পেলেও অতিথি কুকুরটি বখশিশ পেল না।

প্রশ্ন ৩৮। কে কুলিদের সাথে ছােটাছুটি করে খবরদারি করতে লাগল?
উত্তর: লেখকের অতিথি কুকুরটি।

ডাউনলোড পিডিএফ

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →