ভাব-সম্প্রসারণ স্বদেশের উপকারে নাই যার মন

ভাব-সম্প্রসারণ: স্বদেশের উপকারে নাই যার মন

“ভাব-সম্প্রসারণ স্বদেশের উপকারে নাই যার মন” ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব-সম্প্রসারণ। আজকের আর্টিকেলে এসএসসি পরিক্ষার উপযোগী ভাব-সম্প্রসারণ টি শেয়ার করা হয়েছে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে? পশু সেইজন।

ভাব-সম্প্রসারণ: দেশপ্রেম মানবজীবনের মহান বৈশিষ্ট্য। স্বদেশ ও স্বজাতির উপকার সাধন মানুষের অন্যতম কর্তব্য। স্বদেশ ও স্বজাতির উপকার সাধনে যে দ্বিধাগ্রস্ত, স্বদেশ ও স্বজাতির বিপদে যার প্রাণ কাঁদে না তাকে কখনােই মানুষ হিসেবে গণ্য করা যায় না, সে মানুষ হয়েও পশুর সমান।

বৃহত্তর অর্থে মানুষ ধরিত্রীর সন্তান। এই বিশাল বিশ্বের যে ভূখণ্ডে মানুষ জন্ম নেয়, যে দেশের আলাে বাতাস ধূলিকণায় তার নিশ্বাস-প্রশ্বাস, যে দেশের ধর্ম, ভাষা, পালাপার্বণে তার একাত্ম হওয়ার আকুতি ও মুক্তি সেই দেশই হল তার স্বদেশ। সেই দেশের মানুষই হলাে তার স্বজন। আর সেই দেশের প্রীতিই হলাে তার স্বদেশপ্রেম। দেশপ্রেম মানুষের স্বভাবজাত গুণ।

সামাজিক মানুষের গভীর মমত্ববােধই হলাে দেশপ্রেমের উৎস, স্বজাতি-প্রীতির বন্ধন। দেশপ্রীতি তাই মানুষের এক মহৎ উত্তরাধিকার। জননী জন্মভূমি তখন স্বর্গের চেয়েও গরীয়সী মহিমায় দীপ্ত। মানুষের তখন একটাই প্রার্থনা, আমার এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি। গর্ভধারিণী জননীকে সন্তান যেমন ভালবাসে, তেমনি দেশ-মাতৃকাকেও মানুষ জন্মলগ্ন থেকেই শ্রদ্ধা করতে এবং ভালবাসতে শেখে।

দেশ যত ক্ষুদ্র বা যত দরিদ্রই হােক না কেন, প্রতিটি দেশপ্রেমিক মানুষের কাছে তার জন্মভূমি, তার দেশ সবার সেরা। যে কোনাে ব্যক্তির সকল প্রাপ্তি তার স্বদেশের অবদান বলে স্বদেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে সে তার ধন, জন, মান, এমনকী জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করে না। মানুষের স্বদেশপ্রেমের এই বৈশিষ্ট্য যার মনের মধ্যে বর্তমান থাকে না তাকে প্রকৃত মানুষ বলে অভিহিত করা চলে না। মানুষ হয়েও কেউ যদি জন্মভূমির কল্যাণে কাজ না করে, উল্টো স্বদেশের ক্ষতি করে, মা-মাটির বিরুদ্ধে কাজ করে, তবে স্বদেশও একসময় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। স্বদেশপ্রেমহীন ব্যক্তি পশুর মতাে বিবেচনাহীন হয়ে থাকে।

সেজন্য পশুর সঙ্গে এমন লােকের তুলনা চলে। বস্তুত একজন মানুষ যতই ধনবান, গুণবান কিংবা জ্ঞানী হােক না কেন তার মনে যদি দেশপ্রেম না থাকে, জন্মভূমির কল্যাণে যদি তার মন-প্রাণ সাড়া না দেয়, তাহলে সে নরাধম বর্বর ও পশুর সমতুল্য। সত্যিকার দেশপ্রেমিক মানুষ দেশের মাটি ও মানুষকে নিয়ে সবসময় ভাবে এবং তাদের উপকার সাধনে সে দৃঢ়সংকল্প।

দেশপ্রেম মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুণ ও অমূল্য সম্পদ। একটি মহৎ গুণ হিসেবে প্রত্যেক মানুষের মধ্যেই দেশপ্রেম থাকা উচিত। দেশ সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের সার্থকতা নিহিত।


1️⃣ You Can Also Read: বহুব্রীহি সমাসের শ্রেণিবিভাগ ও বহুব্রীহি সমাস নির্ণয়ের সহজ উপায়
2️⃣ You Can Also Read: তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ ও তৎপুরুষ সমাস নির্ণয়ের সহজ উপায়
3️⃣ You Can Also Read: দ্বন্দ্ব ও দ্বিগু সমাসের শ্রেণিবিভাগ ও নির্ণয়ের সহজ কৌশল
4️⃣ You Can Also Read: কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ ও নির্ণয়ের সহজ উপায়


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।