শোন একটি মুজিবের থেকে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

(PDF) শোন একটি মুজিবের থেকে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

শোন একটি মুজিবের থেকে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আলোড়ন সৃষ্টিকারী এই গানটি অন্যান্য গানের সঙ্গে বারবার বাজানো হতো ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ থেকে।

গানটির সুরকার ও শিল্পী ছিলেন বিখ্যাত লোকসংগীত শিল্পী অংশুমান রায়। অসামান্য জনপ্রিয় হওয়ার পর গৌরীপ্রসন্ন মজুমদার নিজেই এই গানটিকে The voice of not one, but million mujibors singing’ শিরোনামে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। অনুবাদ করা গানটি গেয়েছিলেন শিল্পী কবরী নাথ।

১৯৭১ সালের ২৫ শে মার্চের কালরাতে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে বাঙালি জনগণের ওপর হত্যাযজ্ঞের সূচনা করলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই তাঁকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

এর আগে ৭ই মার্চ তিনি এক ঐতিহাসিক ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেছিলেন ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তাঁর বজ্রকণ্ঠের সেই আহ্বান বাঙালিকে শক্তি ও সাহস জুগিয়েছিল। তাঁর সেই কণ্ঠ সারা বাংলার মানুষের কণ্ঠে ধ্বনি-প্রতিধ্বনি তুলতে থাকে। মুক্তিযুদ্ধের সময় তিনি কারাগারে বন্দি থাকলেও তাঁর সেই বজ্রকণ্ঠ মানুষকে অনুপ্রাণিত করেছে সবসময়।

মুক্তিযোদ্ধাদের ভুগিয়েছে প্রেরণা। কবি গৌরীপ্রসন্ন মজুমদার বাংলাদেশের এই মহান নেতার কথাই কবিতায় বলেছেন। বলেছেন কীভাবে তাঁর কণ্ঠস্বর লক্ষ লক্ষ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা জাগিয়ে রাখত। এ ছাড়াও কবিতায় কৰি বাংলার রূপসৌন্দর্য ও বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা বলেছেন।


শোন একটি মুজিবের থেকে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় দিনমণি কোন আকাশে উঠবে?
উত্তর : ‘শোন একটি মুজিবরের থেকে কবিতায় দিনমণি পুব আকাশে উঠবে।

প্রশ্ন ২। গৌরপ্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেন কত সালে?
উত্তর : গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৩ গৌরীপ্রসন্ন মজুমদারের পৈতৃক বাড়ি কোথায়?
উত্তর : গৌরীপ্রসন্ন মজুমদারের পৈতৃক বাড়ি পাবনা জেলায় ।

প্রশ্ন ৪। নজরুলের ‘বাংলাদেশ’—এখানে ‘বাংলাদেশ’ কী?
উত্তর : ‘বাংলাদেশ’ এখানে কাজী নজরুল ইসলামের লেখা কবিতা

প্রশ্ন ৫। আকাশে বাতাসে কোনটি ধ্বনিত হয়?
উত্তর : আকাশে বাতাসে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি ধ্বনিত হয়।

প্রশ্ন ৬। ‘বাংলাদেশ’ শিরোনামের প্রথম কবিতাটি কার লেখা?
উত্তর : ‘বাংলাদেশ’ শিরোনামের প্রথম কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা।

প্রশ্ন ৭। গৌরীপ্রসন্ন মজুমদার কত খ্রিষ্টাব্দে বাংলাদেশে আসেন?
উত্তর : ১৯৭২ সালে গৌরীপ্রসন্ন মজুমদার বাংলাদেশে আসেন।

প্রশ্ন ৮। কত সালে গৌরীপ্রসন্ন মজুমদারকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ জানানো হয়?
উত্তর : ২০১২ সালে গৌরীপ্রসন্ন মজুমদারকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ জানানো হয়।

প্রশ্ন ৯। কার আমন্ত্রণে গৌরীপ্রসন্ন মজুমদার বাংলাদেশে আসেন?
উত্তর : বঙ্গবন্ধুর আমন্ত্রণে গৌরীপ্রসন্ন মজুমদার বাংলাদেশে আসেন।

প্রশ্ন ১০। কবি কোথায় ফিরে যেতে চান?
উত্তর : কবি সবুজের বুক চেরা মেঠোপথে ফিরে যেতে চান।

প্রশ্ন ১১। কবি বাংলাদেশকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর : কবি বাংলাদেশকে সোনার খনির সঙ্গে তুলনা করেছেন।

প্রশ্ন ১২ কার রূপের শেষ নেই?
উত্তর : বাংলাদেশের রূপের শেষ নেই।

প্রশ্ন ১৩। ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘বাংলাদেশ’ কার?
উত্তর : ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘বাংলাদেশ’ নজরুলের।

প্রশ্ন ১৪। ‘জয় বাংলা’ বলতে কার মনে এখনও ভাবে?
উত্তর : ‘জয় বাংলা’ বলতে কবির মনে এখনও ভাবে।

প্রশ্ন ১৫। ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘বাংলাদেশ’ শব্দটি কতবার আছে?
উত্তর : ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘বাংলাদেশ’ শব্দটি চারবার আছে।

প্রশ্ন ১৬। ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘একটি মুজিবর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর : ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘একটি মুজিবর’ বলতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বোঝানো হয়েছে।

প্রশ্ন ১৭। আমাদের দেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর : আমাদের দেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ১৮। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় বাংলাদেশকে ‘সোনার বাংলা’ বলে উল্লেখ করেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর দেশাত্মবোধক গানে বাংলাদেশকে ‘সোনার বাংলা’ বলে উল্লেখ করেছেন।

প্রশ্ন ১৯। ‘শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘রূপসী বাংলা’ কার?
উত্তর : শোন একটি মুজিবরের থেকে’ কবিতায় ‘রূপসী বাংলা’ জীবনানন্দ দাশের।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।