You are currently viewing ৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর: আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। “আমাদের পরিবেশ” ৫ম শ্রেণির বিজ্ঞান বইয়ের ১ম অধ্যায়। আজকের আর্টিকেলে ৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্ন উত্তর

০১। উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল?
উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। এছাড়াও উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে।

০২। মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ দাও।
উত্তর : মানুষ নির্ভর করে এমন তিনটি জড় বস্তুর উদাহরণ হলো- মাটি, পানি ও বায়ু।

০৩। পরাগায়ন কী?
উত্তর : ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে পরাগায়ন বলে।

০৪। জীব কীভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা কর।
উত্তর : বায়ু ছাড়া কোনো উদ্ভিদ ও প্রাণীই বাঁচতে পারে না। উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। প্রাণী শ্বাস-প্রশ্বাসের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং জীবনযাপন করে। পানির জীবও পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে। এভাবেই বায়ুর উপর জীব নির্ভরশীল।

০৫। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা কর।
উত্তর : মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ। কেননা, বীজের বিস্তরণ সঠিকভাবে না হলে উদ্ভিদের নতুন নতুন আবাস গড়ে তোলা সম্ভব হতো না। ফলে পৃথিবীর সব স্থানে সমজাতীয় উদ্ভিদ জন্মাত। এর ফলে অন্যান্য উদ্ভিদের পুষ্টি ব্যাহত হতো। এছাড়াও বীজের বিস্তরণ না ঘটলে মানুষসহ অন্যান্য প্রাণীর খাদ্যের অভাব দেখা দেবে এবং পশুপাখির আশ্রয়স্থল ধ্বংস হবে। ফলে জীব বৈচিত্র্যে ভারসাম্য নষ্ট হবে। তাই আমরা বলতে পারি যে, উদ্ভিদের জীবনচক্র সঠিকভাবে। চালনার জন্য বীজের বিস্তরণ অতি গুরুত্বপূর্ণ ।

০৬। বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের কী প্রয়োজন?
উত্তর : বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান ও খনিজ লবণ উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছার জন্য উদ্ভিদের পানি প্রয়োজন।

০৭। খাদ্যজালের প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু হয় কী থেকে?
উত্তর : খাদ্যজালের প্রতিটি খাদ্যশৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকে শুরু হয়।

০৮। ক্লোরোফিল কী?
উত্তর : উদ্ভিদের পাতার সবুজ কণিকা হচ্ছে ক্লোরোফিল যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে।

০৯। শ্বাসকার্য বন্ধ হলে প্রাণী মারা যায়। এই অত্যাবশ্যকীয় ক্রিয়ার ফলে প্রাণী পরিবেশে কোনটি ত্যাগ করে।
উত্তর : শ্বাস ক্রিয়ার ফলে প্রাণী পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে।

১০। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক এক ধরনের প্রক্রিয়া শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে। সেই প্রক্রিয়াটি কী?
উত্তর : শক্তিপ্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াটি হলো খাদ্যশৃঙ্খল।

১১। প্রতিটি সবুজ উদ্ভিদ থেকে ‘R’-এর শুরু। এরূপ একাধিক ‘R’ মিলে কী তৈরি হয়?
উত্তর : এখানে, ‘R’ হলো খাদ্যশৃঙ্খল। একাধিক ‘R’ মিলে খাদ্যজাল তৈরি হয়।

১২। একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে ‘y’ তৈরি হয়। এখানে ‘y’ কী?
উত্তর : একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়। সুতরাং ‘y’ হলো খাদ্যজাল।

১৩। পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কোনটি?
উত্তর : পৃথিবীতে জীবের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ- প্রক্রিয়া হলো খাদ্যগ্রহণ।

১৪। আমরা খাদ্য খাই। এই খাদ্য হতে আমরা কোন শক্তি পাই?
উত্তর : খাদ্য হতে আমরা রাসায়নিক শক্তি পাই।

১৫। উদ্ভিদ প্রধান একটি উৎস থেকে শক্তি পায়। এই প্রধান উৎস কোনটি?
উত্তর : প্রধান উৎস সূর্য থেকে উদ্ভিদ শক্তি পায়।

১৬। কীভাবে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে বর্ণনা কর।
উত্তর : উদ্ভিদ ও প্রাণী প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার সময় উদ্ভিদ থেকে প্রাণী অক্সিজেন পেয়ে থাকে। উক্ত অক্সিজেন প্রাণীরা গ্রহণ করে আর কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। প্রাণী হতে নির্গত কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করতো পৃথিবীর উষ্ণতা বেড়ে যেত এবং উদ্ভিদ যদি বায়ুতে অক্সিজেন না ছাড়ত তাহলে প্রাণীকুল ধ্বংস হয়ে যেত। যা পরিবেশের ভারসাম্য নষ্ট করতো। কিন্তু উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করায় ও উদ্ভিদের ত্যাগকৃত অক্সিজেন প্রাণী গ্রহণ করায় পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।

মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।