মানবধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: মানবধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

মানবধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘মানবধর্ম’ কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন-শাহ্ কোন ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন, জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্যধর্মই মূলকথা।

কারও গলায় মালা, কারও হাতে তসবি থাকে। এগুলো ভিন্ন ভিন্ন জাতের পরিচয় বহন করে। কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতের কোনো চিহ্ন থাক না। জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করেন না।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


মানবধর্ম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। লালন শাহ্ কী ধরনের কবি?
উত্তর: লালন শাহ্ মরমি কবি।

প্রশ্ন ২। জগৎজুড়ে লোকে কী নিয়ে গৌরব করে?
উত্তর: জগৎজুড়ে লোকে জাত নিয়ে গৌরব করে।

প্রশ্ন ৩। লালনশাহ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
উত্তর: লালন শাহ সিরাজ সাঁই বা সিরাজ শাহ্র শিষ্যত্ব গ্রহণ করেন।

প্রশ্ন ৪। কবি লালন শাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: কবি লালন শাহ ১৮৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন ।

প্রশ্ন ৫। ‘জেতের ফাতা’ অর্থ কী?
উত্তর: ‘জেতের ফাতা’ অর্থ জাত বা ধর্মের বৈশিষ্ট্য।

প্রশ্ন ৬। লালন শাহের গুরু কে ছিলেন?
উত্তর: লালন শাহের গুরু ছিলেন সাধক সিরাজ সাঁই ।

প্রশ্ন ৭। কূপজল ও গঙ্গাজলকে কখন ভিন্ন বলা যায়?
উত্তর: ভিন্ন ভিন্ন পাত্রে রাখলে কূপজল ও গঙ্গাজলকে ভিন্ন বলা যায় ।

প্রশ্ন ৮। লালন শাহের জন্ম কত সালে?
উত্তর: লালন শাহের জন্ম ১৭৭২ সালে।

প্রশ্ন ৯। লালন শাহ কী ধরনের মরমি কবি?
উত্তর: লালন শাহ মানবতাবাদী মরমি কবি।

প্রশ্ন ১০। লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
উত্তর: অধ্যাত্মবাদ ও মরমি রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য।

প্রশ্ন ১১। লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
উত্তর: লালন শাহ্ সাধক সিরাজ সাঁই বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করেন।
প্রশ্ন ১২। লালন শাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: লালন শাহ্ ঝিনাইদহ, মতান্তরে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন ১৩। লালন কার শিষ্যত্ব গ্রহণ করেন?
উত্তর: লালন সাধক সিরাজ সাঁই বা শাহর শিষ্যত্ব গ্রহণ করেন।

প্রশ্ন ১৪। লালন শাহ্ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
উত্তর: লালন শাহ্ গানে নিজেকে ‘ফকির লালন’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রশ্ন ১৫। কে বলেন জাতের কী রূপ দেখলাম না এ নজরে?
উত্তর: লালন শাহ্ বলেন, জাতের কী রূপ দেখলাম না এ নজরে।

প্রশ্ন ১৬। লালন শাহ কোনটি দেখতে পাননি?
উত্তর: জাতের রূপ।

প্রশ্ন ১৭। কেউ মালা, কেউ কী গলায়?
উত্তর: কেউ মালা, কেউ তবি গলায় ।

প্রশ্ন ১৮। জল গর্তে গেলে কী কয়?
উত্তর: জল গর্তে গেলে কূপজল কয় ।

প্রশ্ন ১৯। জল গঙ্গায় গেলে কী হয়?
উত্তর: জল গঙ্গায় গেলে গঙ্গাজল হয়।

প্রশ্ন ২০। জগৎ বেড়ে কিসের কথা?
উত্তর: জগৎ বেড়ে জেতের কথা।

প্রশ্ন ২১। লোকে যথা-তথা কী করে?
উত্তর: লোকে যথা-তথা জাতের গৌরব করে।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।