এইচএসসি: অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: ‘অপরিচিতা’ গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি।

এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র বীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। ‘অপরিচিতা’ উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প।

গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত,পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজো মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত।

অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যাঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে।

কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচিশুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। ‘অপরিচিতা’ মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্খালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।


এইচএসসি বাংলা জ্ঞানমূলক প্রশ্ন

🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: ফেব্রুয়ারি ১৯৬৯
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: তাহারেই পড়ে মনে
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: মাসি-পিসি
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: রেইনকোট
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: আমার পথ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বিভীষণের প্রতি মেঘনাদ
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: অপরিচিতা
🔆🔆 জ্ঞানমূলক প্রশ্ন: বায়ান্নর দিনগুলো


অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম কী?
উত্তর : অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম-বিনু।

২. প্রশ্ন: কাকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে?
উত্তর :অনুপমকে মাকাল ফল বলে বিদ্রুপ করা হয়েছে।

৩. প্রশ্ন: ‘কন্সট’ শব্দের অর্থ কী?
উত্তর : কন্সট শব্দের অর্থ নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।

৪. প্রশ্ন: কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানাে হলাে?
উত্তর : কন্যাকে আশীর্বাদ করার জন্য অনুপমের পিসতুতাে ভাই বিনুদাদাকে পাঠানাে হয়েছিল।

৫. প্রশ্ন: বিবাহ ভাঙার পর হতে কল্যণী কোন ব্রত গ্রহণ করেছে?
উত্তর : বিবাহ ভাঙার পর থেকে কল্যাণীর মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে।

৬. প্রশ্ন: অপরিচিতা গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর : অপরিচিতা গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল।

৭. প্রশ্ন: “অপরিচিতা গল্পে কাকে গজাননের ছােট ভাই বলা হয়েছে?
উত্তর : অপরিচিতা” গল্পে ব্যাঙ্গার্থে অনুপমকে গজাননের ছােট ভাই বলা হয়েছে।

৮. প্রশ্ন: বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
উত্তর : বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর।

৯. প্রশ্ন: কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
উত্তর : কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

১০. প্রশ্ন: অপরিচিতা গল্প শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
উত্তর : অপরিচিতা গল্পে শ্যুণাথ সেনের পেশা ছিল ডাক্তারি।

১১. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে স্থানে বসবাসের সময়টি ছােট গল্প রচনা স্বৰ্ষযুগ হিসেবে বিবেচিত হয়?
উত্তর :রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ছােটগল্প রচনার স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়।

১২. প্রশ্ন: অনুপমের পিতা পেশা কী ছিল?
উত্তর : অনুপমের পিতা পেশা ছিল ওকালতি।

১৩. প্রশ্ন: অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে কী দেখলাে?
উত্তর : অনুপম তাড়াতাড়ি গাড়ির জানালা খুলে মুখ বাড়িয়ে প্রাকৃতিক শােভা দেখতে লাগল।

১৪. প্রশ্ন: অনুপমের পরিবার কল্যাণীকে কী দিয়ে আশীর্বাদ করেছিল?
উত্তর : অনুপমের পরিবার কল্যাণীকে একজোড়া এয়াররিং দিয়ে আশীর্বাদ করেছিল।

১৫. প্রশ্ন: রেলকর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন?
উত্তর : রেলকর্মচারী দুইটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন।

১৬. প্রশ্ন: কে আসর জমাইতে অদ্বিতীয়?
উত্তর : হরিশ আসর জমাইতে অদ্বিতীয়।

১৭. প্রশ্ন: অনুপমের আসল অভিভাবক কে?
উত্তর : অনুপমের আসল অভিভাবক তার মামা।

১৮. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছােটগল্প কত বছর বয়সে প্রকাশিত হয়?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছােটগল্প মাত্র ষােল বছর বয়সে প্রকাশিত হয়।

১৯. প্রশ্ন: মেয়েটি হিন্দিতে কী বলিল?
উত্তর : মেয়েটি হিন্দিতে বলিল,না আমরা গাড়ি ছাড়িব না।

২০. প্রশ্ন: শম্ভুনাথ বাবুর মেয়ের গয়নাগুলাে কোন আমলের ছিল?
উত্তর : শম্ভুনাথ বাবুর মেয়ের গয়নাগুলাে তার পিতামহীর আমলের ছিল।

২১. প্রশ্ন: কল্যাণী কোথায় থাকে?
উত্তর : কল্যাণী কানপুরে থাকে।

২২. প্রশ্ন: রসনচৌকি কী?
উত্তর : রসনচৌকি হলাে শানাই,ঢােল ও কাসি এই তিন বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতানবাদন।

২৩. প্রশ্ন: অপরিচিতা গল্পে কাকে গজাননের ছােট ভাই বলা হয়েছে?
উত্তর : অপরিচিতা গল্পে ব্যাঙ্গার্থে গজাননের ছােট ভাই বলা হয়েছে।

২৪. প্রশ্ন: উমেদারি শব্দের অর্থ কী?
উত্তর : উমেদারি শবেদর অর্থ হলাে প্রার্থনা।

২৫. প্রশ্ন: অপরিচিতা গল্পের কথকের নাম কী?
উত্তর : অপরিচিতা গল্পে কথকের নাম অনুপম।

২৬. প্রশ্ন: মনুসংহিত কী?
উত্তর : মনুসংহিত হলাে মনু-প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ।

২৭. প্রশ্ন: অভ্র কী?
উত্তর : অভ্র এক ধরনের খনিজ ধাতু।

২৮. প্রশ্ন: শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
উত্তর : শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি।

২৯. প্রশ্ন: অনুপমের ভাগ্যে প্রজাপিতির সঙ্গে কার বিরােধ নেই?
উত্তর : অনুপমের ভাগ্যে প্রজাপিতির সঙ্গে পঞ্চশরের বিরােধ নাই।

৩০. প্রশ্ন: অপরিচিতা গল্পটি প্রথম কবে কোথায় প্রকাশিত হয়?
উত্তর : প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার ১৩২১ বঙ্গাব্দের (১৯১৪) কাতৰ্কি সংখ্যার অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশিত হয়।

৩১. প্রশ্ন: প্রদোষ শব্দের অর্থ কী?
উত্তর : প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা।

ডাউনলোড পিডিএফ


অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

সৃজনশীল ০১: অফিস থেকে ফেরার পথে রাশেদ বাসে দীর্ঘদিন পর দেখতে পেল রাবেয়াকে। মনে পড়ল রাবেয়ার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। সমস্ত আয়ােজন সম্পন্ন হওয়ার পর হঠাৎ রাশেদের বাবা মােটা অংকের যৌতুক দাবি করে বসে মেয়ের বাবার কাছে। উচ্চশিক্ষিত সুদর্শন পুত্রের জন্যে এটা নাকি তার ন্যায্য দাবি। রাবেয়ার বাবার যথেষ্ট সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি রাজি হলেন না যৌতুক দিতে। ক্ষোভে অপমানে তৎক্ষণাৎ ভেঙে দেন বিয়ে। ক্ষুব্ধ রাবেয়াও সমর্থন করে বাবাকে। বিয়ে ভেঙে গেলেও রাবেয়া থেমে থাকেনি। এক ব্যাংকারকে বিয়ে করে সংসারী হয়েছে। চাকরি করছে একটা কলেজে।

ক. অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
খ. “ভালাে মানুষ হওয়ার কোনাে ঝঞ্ঝাট নাই”- ব্যাখ্যা করাে।
গ. উদ্দীপকের রাবেয়ার বাবার সাথে ‘অপরিচিতা’ গল্পের শম্ভুনাথ বাবুর সাদৃশ্য কোথায়?
ঘ. “উদ্দীপকের রাবেয়া অপরিচিতা’ গল্পের কল্যাণী চরিত্রকে সম্পূর্ণভাবে ধারণ করে না”– স্বীকার করাে কি? তােমার মতের পক্ষে যুক্তি দেখাও।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। 

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →