বাংলা ভাষার জন্মকথা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: বাংলা ভাষার জন্মকথা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

বাংলা ভাষার জন্মকথা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।

এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। শব্দেরও বদল ঘটে এবং সেই সঙ্গে শব্দের অর্থেরও। এক সময় ধারণা করা হতো, বাংলা এসেছে সংস্কৃত থেকে।

তখনকার দিনে সংস্কৃত ছিল উঁচুশ্রেণির মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলত প্রাকৃত ভাষায়। বিশ শতকের গোড়ার দিকে মানুষের ধারণা হয়, প্রাকৃত ভাষা থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয়েছে।

ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন, মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃতের থেকেই জন্ম নিয়েছে বাংলা ভাষা।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


বাংলা ভাষার জন্মকথা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কী?
উত্তর: পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠী।

প্রশ্ন ২। পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম কী?
উত্তর: পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ।

প্রশ্ন ৩। ‘ভাষাতাত্ত্বিক’ কাদের বলা হয়?
উত্তর: ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যাঁরা গবেষণা করেন তাদেরকে ‘ভাষাতাত্ত্বিক’ বলা হয়।

প্রশ্ন ৪। প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি- এই মত প্রথমে কে প্রকাশ করেন?
উত্তর: প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি— এই মত প্রথমে প্রকাশ করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্।

প্রশ্ন ৫। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কীভাবে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে গৌড়ী অপভ্রংশ থেকে।

প্রশ্ন ৬। ‘‘বিধিবন্ধ’ শব্দের অর্থ কী?
উত্তর: বিধিবন্ধ’ শব্দের অর্থ- নিয়ম দ্বারা শাসিত, নিয়মের অধীন।

প্রশ্ন ৭। ভাষা কিসের মতো জন্ম নেয় না?
উত্তর: ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না।

প্রশ্ন ৮। বাংলা ভাষার জন্ম হয়েছে কীভাবে?
উত্তর: ভাষার বদল ঘটে বাংলা ভাষার জন্ম হয়েছে।

প্রশ্ন ৯। বাংলা ভাষার জন্মকথা: প্রবন্ধে বাংলা ভাষাকে করে মেয়ে বলা হয়েছে?
উত্তর: বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধে বাংলা ভাষাকে সংস্কৃত ভাষার মেয়ে বলা হয়েছে।

প্রশ্ন ১০। উনিশ শতকের একদল লোকের মতে, বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার সম্পর্ক কেমন?
উত্তর: উনিশ শতকের একদল লোকের মতে, বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার সম্পর্ক বেশ দূরের।

প্রশ্ন ১১। সংস্কৃত কাদের লেখার ভাষা ছিল?
উত্তর: সংস্কৃত ছিল সমাজের উঁচুশ্রেণির মানুষের লেখার ভাষা।

প্রশ্ন ১২। প্রাকৃত ভাষা কী?
উত্তর: প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্যভাষা।

প্রশ্ন ১৩। মাগধী প্রাকৃতের কোন অঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা?
উত্তর: মাগধী প্রাকৃতের পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা।

প্রশ্ন ১৪। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন কী সম্পর্কে স্পষ্ট মত প্রকাশ করেন?
উত্তর: জর্জ আব্রাহাম গ্রিয়ারসন বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে স্পষ্ট মত প্রকাশ করেন।

প্রশ্ন ১৫। ভারতীয় আর্যভাষা কী?
উত্তর: ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের একটি শাখার নাম ।

প্রশ্ন ১৬। কখন সংস্কৃত ভাষা বিধিবন্ধ হয়েছিল?
উত্তর: সংস্কৃত ভাষা বিধিবদ্ধ হয়েছিল খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দের আগেই।

প্রশ্ন ১৭। ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের নাম কী?
উত্তর: ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের নাম বৈদিক ভাষা।

প্রশ্ন ১৮। প্রাকৃত ভাষাগুলোকে কী বলা হয়?
উত্তর: প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্যভারতীয় আর্যভাষা ।

প্রশ্ন ১৯। সংস্কৃত কার হাতে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
উত্তর: ব্যাকরণবিদ পাণিনির হাতে সংস্কৃত চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।