আসল ভিটমেট চেনার উপায়

আসল ভিটমেট চেনার উপায়

আসল ভিটমেট চেনার উপায়:এ সময়ে অনলাইনে থেকে কোন কিছু নামানোর জন্য একটি মাধ্যমের প্রয়োজন হয়। এর জন্য বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় একটি হচ্ছে vidmate। vidmate এর মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন থেকে যেকোন গান বা ভিডিও ডাউনলোড করতে পারবেন। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে vidmate অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যায় না। যে কারণে এই অ্যাপস টি ডাউনলোড করতে অনেক ভোগান্তির শিকার হতে হয়। প্রায় সময়ই ভুল ওয়েবসাইট থেকে ভুল vidmate apps টি ডাউনলোড হয়ে যায়। একমাত্র গুগলের মাধ্যমে অরজিনাল vidmate ডাউনলোড করা সম্ভব। কিন্তু গুগল এ অনুসন্ধান করে যখন আপনি vidmate অ্যাপসটি ডাউনলোড করতে যাবেন তখন নানা রকম সমস্যায় পড়তে পারেন। তাই আজ আমরা জানবো আসল ভিটমেট চেনার উপায়, খুব সহজেই কিভাবে অরজিনাল vidmate অ্যাপটি ডাউনলোড করা সম্ভব:

ভিটমেট অ্যাপ কি

vidmate অ্যাপ হচ্ছে মূলত ভিডিও ডাউনলোডিং একটি অ্যাপ। যেখানে আপনি ইউটিউব ও ফেসবুকের মত সরাসরি ভিডিও দেখতে পারবেন ও সহজেই ডাউনলোড করতে পারবেন। ফেসবুক ও ইউটিউবে ডাউনলোড করার না গেলেও ভিটমেট অ্যাপ এর মাধ্যমে ভিডিও দেখা অবস্থায় এক ক্লিকে ই আপনার পছন্দের রেজুলেশন অনুযায়ী যে কোন ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। এই কারণেই এই সফটওয়্যারটি বর্তমান যুগে অনেক জনপ্রিয়। এছাড়াও এই অ্যাপসটির মাধ্যমে আপনি যেকোন ভিডিও কে অডিও আকারে ডাউনলোড করে ফোনে রাখতে পারবেন। এই অ্যাপটিকে প্লেয়ার হিসেবে ব্যবহার করা যায়।

 কিভাবে অরজিনাল vidmate অ্যাপ ডাউনলোড করবেন

vidmate অ্যাপটি গুগল প্লে স্টোর এ পাওয়া যায় না বলে এই অ্যাপটি ডাউনলোড করতে বেশ বেগ পেতে হয়। vidmate অ্যাপটি গুগল থেকে ডাউনলোড করতে হয় ‌। আর যারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন না তাদেরকে অন্য কারো মোবাইল থেকে শেয়ারের মাধ্যমে এই অ্যাপটি নিতে হয়। দেখা যায় যার কাছ থেকে আপনি শেয়ারের মাধ্যমে এই অ্যাপটি নিতে চাচ্ছেন তার ফোনে শেয়ারইট নেই যার কারণে আপনার এই অ্যাপটি নেওয়া হচ্ছে না। তাই চলুন আজ আমরা দেখি আসল ভিটমেট চেনার উপায়, কিভাবে খুব সহজেই vidmate অ্যাপ ডাউনলোড করতে পারবেন:

 

১) অরজিনাল vidmate অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোন থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর সেই ব্রাউজারে গিয়ে vidmate official লিখে সার্চ দিতে হবে।

২) vidmate অফিশিয়াল সাইটটি ওপেন হলে অফিসিয়াল ডাউনলোড এ ক্লিক করুন।

৩) এবার আপনার কাছে একটি অপশন চলে আসবে আপনি ভিটমেট সফটওয়্যারটি আপনার ফোনের কোন জায়গায় সংরক্ষণ করতে চাচ্ছেন সেই জায়গাটি সিলেক্ট করুন।

৪) এবার দেখবেন আপনার ফোনে ভিটমেট অ্যাপ টি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। অপেক্ষা করুন ডাউনলোড সম্পূর্ণ হওয়া পর্যন্ত।

৫) অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনার ফোনে অটোমেটিক ইন্সটল হয়ে যাবে। আর যদি ইনস্টল না হয় তাহলে ইন্সটল অপশনে ক্লিক করে ইন্সটল করে নিন।

৬) ইনস্টল হওয়ার পরে vidmate অ্যাপটি কিছু পারমিশন চাইবে সবগুলো allow করে দিন।

৭) এখন আপনার ভিটমেট অ্যাপটি ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। এবার আপনি ইচ্ছামত পছন্দের গান ডাউনলোড করতে পারবেন।

ভিটমেট এর অফিশিয়াল ওয়েবসাইট চেনার উপায়

অরজিনাল ভিটমেট ডাউনলোড করার জন্য আপনাকে ভিটমেট এর অফিশিয়াল সাইট অবশ্যই চিন্তে হবে। অফিসিয়াল সাইট না চিনলে অন্য সাইটে ঢুকলে ভুল ভিটমেট ডাউনলোড হতে পারে।

ভিটমেট এর অফিশিয়াল সাইট সাধারণত vidmateapp.com এইটা হয়ে থাকে এই সাইটে আপনার সাজেশনে সবার উপরে দেখাবে। এইরকম বাদে অন্য যে লিংকগুলো আছে সব লিংক ভুল।

ভিটমেট অ্যাপের সুবিধা

vidmate অ্যাপ এর অনেক সুবিধা আছে। vidmate অ্যাপ থেকে আপনি ইউটিউবের যেকোনো ধরনের অডিও ও ভিডিও গান খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও ফেসবুক ,হোয়াটসঅ্যাপ এর যেকোনো ভিডিও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। vidmate apps এর মাধ্যমে আপনি যে কোন একটি ভিডিও ডাউনলোড করার সময় লো থেকে হায়  রেজুলেশন থাকবে যে কোন একটি রেজুলেশন সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। যেকোনো ধরনের ভিডিওকে আপনি অডিও আকারে ডাউনলোড করে আপনার ফোনে রাখতে পারবেন। এ ধরনের নানা সুবিধার কারণে vidmate অ্যাপস অত্যন্ত জনপ্রিয়। চলুন জেনে নেবে vidmate apps এর আরো কিছু সুবিধা:

 

১) ইউটিউব থেকে যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

২) পছন্দের যে কোন গান ডাউনলোড করতে পারবেন।

৩) ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

৪)mp3 গান ও ডাউনলোড করতে পারবেন।

৫) ইচ্ছেমতো রেজুলেশন সিলেক্ট করে গান ডাউনলোড করা যায়।

৬) অতি দ্রুত যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

৭) খুবই অল্প এমবি দিয়ে গান ডাউনলোড করা সম্ভব।

৮) এছাড়াও রয়েছে এই অ্যাপে আরও অসংখ্য সুবিধা।

আসল ভিটমেট চেনার উপায়

ভিটমেট অ্যাপ আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় অ্যাপস গুলোর মধ্যে একটি এই অ্যাপসের মাধ্যমে আপনি যেকোন গান খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আমরা জানি যে ইউটিউব থেকে খুব সহজেই গান শোনা যায় কিন্তু ইউটিউব এ ডাউনলোড করা যায় না। অপরদিকে ভিটমেট অ্যাপে যেকোনো গান খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। ইউটিউব ছাড়াও ফেসবুকে যেকোনো ধরনের ডাউনলোড করা যায় ভিটমেট অ্যাপে। কিন্তু এই অ্যাপ ডাউনলোড করতে যেয়ে অনেকেই প্রতারিত হয়ে থাকে অনেক প্রতারক চক্রই ডুপ্লিকেট ভিটমেট অ্যাপ দিয়ে রেখেছে যার দ্বারা গান ডাউনলোড করা যায় না। এই ঝামেলা থেকে চিরতরে মুক্তি পেতে আমাদেরকে অরজিনাল vidmate অ্যাপ চিনতে হবে। চলুন তাহলে অরজিনাল vidmate অ্যাপ সম্পর্কে ধারণা নেওয়া যাক:

আসল ভিটমেট চেনার উপায়

আসল ভিটমেট চেনার উপায়

১) অরজিনাল ভিটমেট অ্যাপ আপনি কখনোই প্লে স্টোরে পাবেন না। তাই প্লে স্টোরে  সার্চ দিয়ে এই অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকুন।

২) ভিটম্যাট অ্যাপস এর সাইজ বেশি বড় নয়। তাই যে কোন সাইটে অতিরিক্ত বড় সাইজের vidmate অ্যাপ ডাউনলোড করবেন না।

৩) অরজিনাল vidmate ইনস্টল করার পর অন্যান্য অ্যাপ ব্যবহারের পারমিশন চায় না। তাই, যদি দেখেন আপনার ইনস্টল কৃত ভিটম্যাট অ্যাপটি ব্যবহারের সময় অন্যান্য অ্যাপসের ঢোকার পারমিশন চাচ্ছে তাহলে এমন ভিটম্যাট অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৪) আসল vidmate অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই ভিটমেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তাহলেই অরজিনালটা পাবেন।

৫) ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া আর যেকোনো ওয়েবসাইটে যত vidmate অ্যাপ আছে সবই নকল।

নকল ভিটমেট চেনার উপায়

সাধারণত নকল ভিটমেট অ্যাপ গুলো আসল vidmate অ্যাপ এর মতনই বানানো হয় এইজন্য তেমন একটা বোঝা যায় না আসল কোনটা নকল কোনটা। নকল ভিটমেট চেনার একটি সহজ উপায় হচ্ছে অ্যাপ এর ইন্টারফেস দেখা। অ্যাপের ইন্টারফেস দেখেই আপনি সহজেই চিনতে পারবেন এটা নকল ভিটমেট নাকি আসল ভিটমেট। ভিটমেট অ্যাপস টি ওপেন করার সাথে সাথেই এর ইন্টারফেস দেখেই বোঝা যায় কিন্তু আপনি যদি এর আগে আসল ভিটমেট অ্যাপস টি ব্যবহার না করে থাকেন তাহলে বুঝবেন না।

নকল vidmate চেনার আরো একটি উপায় আছে সেটি হল কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সেটা জানা। আপনি যদি প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপসটি ডাউনলোড করে থাকেন তাহলে বুঝবেন সেটা অবশ্যই নকল। কারণ গুগল প্লে স্টোরে vidmate এর আসল অ্যাপটি নেই প্লে স্টোর থেকে ভিটমেট এর আসল একটি ব্যান করা হয়েছে। এইজন্য প্লে স্টোরে যত vidmate অ্যাপ পাবেন সবই নকল। এভাবেই খুব সহজে আসল ও নকল ভিটমেট অ্যাপস চিনতে পারবেন।

নকল vidmate অ্যাপ থেকে বাঁচার উপায়

ভিটমেট অ্যাপ অনেক জনপ্রিয় এইজন্য এই অ্যাপের অসংখ্য নকল অ্যাপ আছে। আপনি যদি আসল vidmate অ্যাপ ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। নকল vidmate অ্যাপ থেকে বাঁচার জন্য আমরা কয়েকটি উপায় অবলম্বন করতে পারি:

আপনি যখন ভিটমেট অ্যাপ ডাউনলোড ডাউনলোড করবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন। কারন আমরা সাধারনতাই যে কোন অ্যাপস ডাউনলোড করতে গুগল প্লে স্টোরে গিয়ে থাকি। কারন আমরা সবাই জানি গুগল প্লে স্টোরে আসল অ্যাপ পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে ভুল গুগল প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপস টি ব্যান করার কারণে প্লে স্টোরে vidmate এর কোন অরিজিনাল অ্যাপ  নেই। যদি প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপস ডাউনলোড করেন তাহলে ওটা নকল ভিটমেট অ্যাপস। তাই নকল vidmate অ্যাপস থেকে বাঁচার জন্য প্লে স্টোর থেকে ভিটমেট অ্যাপস ডাউনলোড করা যাবে না। আপনাকে অবশ্যই ভিটম্যাট অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিটমেট অ্যাপ ডাউনলোড করতে হবে তাহলে আপনি অরজিনাল ভিটমেট অ্যাপস টি পেয়ে যাবেন। এভাবেই নকল ভিটমেট অ্যাপ থেকে বাঁচা যায়।

ভিটমেট ডাউনলোড হচ্ছে না কেন

আসল ভিটমেট চেনার উপায়

সঠিক ওয়েব সাইটে ঢুকলে অবশ্যই ভিটমেট ডাউনলোড হবে। যদি ভুল ওয়েবসাইটে ভিটমেট ডাউনলোড করার চেষ্টা করেন তাহলে ডাউনলোড নাও হতে পারে। কারণ ওই সকল ওয়েবসাইটে কপি ভিটমেট এর লিংক দেওয়া আছে যা ফোনে ডাউনলোড হবে না।

তাই vidmate অ্যাপটি ডাউনলোড করতে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকুন এবং উপরে দেওয়া উপায় গুলো ফলো করুন।

সবশেষে, অরজিনাল ভিটমেট APK ভার্সন হয়। আসল ভিটমেট কখনোই প্লে স্টোর ভার্সন হয় না। তাই সব সময় vidmate এর অরজিনাল ওয়েবসাইটে ঢুকে ভিটমেট অ্যাপস টি ডাউনলোড করবেন। অন্যথায় আর যত সব ওয়েবসাইট আছে কোথাও ভিডমেট এর অরজিনাল অ্যাপটি পাবেন না।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →