সুখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

সুখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF সহ)

সুখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: আমরা সবাই জীবনে সুখী হতে চাই। কিন্তু কীভাবে জীবনে সুখ আসতে পারে, ‘সুখ’ কবিতায় কবি সে সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ-যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল।

জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য অনেক বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ-যন্ত্রণা সয়ে, সকল সংকট মোকাবিলা করে জীবনসংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে যায় আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন।

আর সমাজ-বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে, অন্যের সুখ-দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী।

বস্তুত মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানবসমাজ। এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা।


সুখ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘অবনী’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘অবনী’ শব্দের অর্থ পৃথিবী।

প্রশ্ন ২। কিসের মতো সুখ কোথাও নেই?
উত্তর : অন্যের জন্য জীবন ও মন উৎসর্গ করার মতো সুখ কোথাও নেই।

প্রশ্ন ৩। কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬৪ সালে।

প্রশ্ন ৪। কবি কামিনী রায় কোন ছদ্মনামে লিখতেন?
উত্তর : কবি কামিনী রায় ‘জনৈক বঙ্গমহিলা’ ছদ্মনামে লিখতেন।

প্রশ্ন ৫। ‘সুখ’ কবিতার কবির নাম কী?
উত্তর : কামিনী রায়।

প্রশ্ন ৬। ‘সুখ’ কবিতা পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়া।

প্রশ্ন ৭। কীভাবে মানবসমাজ গড়ে উঠেছে?
উত্তর : পারস্পরিক ত্যাগের মধ্য দিয়ে।

প্রশ্ন ৮। কামিনী রায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৩৩ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ৯। যে জিনিবে সে কী লভিবে?
উত্তর : যে জিনিবে সে-ই সুখ লভিবে।

প্রশ্ন ১০। ‘অঙ্গন’ শব্দের অর্থ কী?
উত্তর : অঙ্গন শব্দের অর্থ উঠান, আঙ্গিনা।

প্রশ্ন ১১। ‘বীণে’ কথাটির অর্থ কী?
উত্তর : বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে।

প্রশ্ন ১২। পৃথিবীতে কেমন কার্যক্ষেত্র পড়ে আছে?
উত্তর : প্রশস্ত কার্যক্ষেত্র পড়ে আছে।

প্রশ্ন ১৩। এই সংসার মূলত কী?
উত্তর : এই সংসার মূলত সমর-অঙ্গন (যুদ্ধক্ষেত্র)।

প্রশ্ন ১৪। কবি বীরবেশ ধারণ করতে বলেছেন কেন?
উত্তর : কবি বীরবেশ ধারণ করতে বলেছেন যুদ্ধ করার জন্য।

প্রশ্ন ১৫। কে সুখ লাভ করবে?
উত্তর : যে জিনিবে, সে-ই সুখ লাভ করবে।

প্রশ্ন ১৬। কার কারণে স্বার্থ বলি দিতে হবে?
উত্তর : পরের কারণে স্বার্থ বলি দিতে হবে।

প্রশ্ন ১৭। কবি কার কথা ভুলে যেতে বলেছেন?
উত্তর : কবি নিজের কথা ভুলে যেতে বলেছেন।

প্রশ্ন ১৮। কার কারণে মরণেও সুখ?
উত্তর : পরের কারণে মরণেও সুখ।

প্রশ্ন ১৯। সুখের জন্য কবি কী করতে মানা করেছেন?
উত্তর : সুখের জন্য কবি কাঁদতে মানা করেছেন।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।