(PDF) রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রদূত। বিশ শতকের শুরুতে যখন এদেশের নারীরা শিক্ষা-দীক্ষা ও সব অধিকার থেকে বঞ্চিত ছিলেন তখন তিনি প্রায় একক চেষ্টায় মেয়েদের শিক্ষার জন্য আন্দোলন গড়ে তোলেন। তাঁর এ আন্দোলনের হাতিয়ার ছিল কলম- লেখালেখি।

একটি শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারের সদস্য ছিলেন তিনি। কিন্তু তারপরও যে প্রতিকূলতার ভিতর দিয়ে তাঁকে শিক্ষাগ্রহণ করতে হয়েছে তার তুলনা চলে না। ফলে নারীশিক্ষার চ্যালেঞ্জ সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন।

এ পটভূমিতেই তিনি তাঁর লেখালেখির জগৎকে যৌক্তিক ও শানিত করে তোলেন। ফলে অনিবার্যভাবেই নারীমুক্তির আন্দোলনে তাঁর কর্মজগৎ অতীব গুরুত্বপূর্ণ প্রেরণা হয়ে আছে।


রোকেয়া সাখাওয়াত হোসেন গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘রোকেয়া সাখাওয়াত হোসেন’ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : নারীর কর্মজগতের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা।

প্রশ্ন ২। বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মহিলা সংগঠনটির নাম কী?
উত্তর : আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম।

প্রশ্ন ৩। রোকেয়া প্রতিষ্ঠিত ‘আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম’-এর লক্ষ্য কী ছিল?
উত্তর : সমাজের সাধারণ দুস্থ নারীদের স্বাবলম্বী করে তোলা।

প্রশ্ন ৪। বাংলা ভাষা শেখা শুরু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বইটির নাম কী?
উত্তর : বর্ণপরিচয়।

প্রশ্ন ৫। কে করিমুন্নেসা ও রোকেয়াকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলেন?
উত্তর : তাঁদের বড় ভাই ইব্রাহিম সাবের।

প্রশ্ন ৬। রোকেয়া কার অনুপ্রেরণায় বাংলা সাহিত্য রচনা ও চর্চায় আগ্রহী হয়ে ওঠেন?
উত্তর : বোন করিমুন্নেসা।

প্রশ্ন ৭। বেগম রোকেয়ার সময়ে বাঙালি মুসলমান সমাজে কোনটি কঠোরভাবে মানা হতো?
উত্তর : পর্দাপ্রথা।

প্রশ্ন ৮। রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠিত স্কুলের নাম কী?
উত্তর : সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল।

প্রশ্ন ৯। ‘অবরোধবাসিনী’ কার লেখা?
উত্তর : ‘অবরোধবাসিনী’ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা।

প্রশ্ন ১০। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘অবরোধবাসিনী’ কত সালে প্রকাশিত হয়।
উত্তর : ১৯৩১ সালে।

প্রশ্ন ১১। রোকেয়া সাখাওয়াত হোসেন কোন কোন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন?
উত্তর : বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায়।

প্রশ্ন ১২। ‘পোকামাকড়ের ঘরবসতি’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : সেলিনা হোসেনের।

প্রশ্ন ১৩। ‘হাঙর নদী গ্রেনেড’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : সেলিনা হোসেন।

প্রশ্ন ১৪। রোকেয়া সাখাওয়াত হোসেনের পিতার নাম কী?
উত্তর : জহীর মোহাম্মদ আবু আলী সাবের।

প্রশ্ন ১৫। রোকেয়ার সাখাওয়াত হোসেনের জন্মের সময় বাঙালি মুসলমান সমাজে কিসের ব্যাপক প্রচলন ছিল না?
উত্তর : শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না।

প্রশ্ন ১৬। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত ইংরেজি রচনাটির নাম কী?
উত্তর : ‘সুলতানাজ ড্রিম’।

প্রশ্ন ১৭। রোকেয়া প্রতিষ্ঠিত স্কুলের প্রথম ছাত্রীসংখ্যা কত ছিল?
উত্তর : পাঁচ জন।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →