(উদাহরণসহ) অ-ধ্বনি উচ্চারণের নিয়ম

অ-ধ্বনি উচ্চারণের নিয়ম 

অ-ধ্বনি উচ্চারণের নিয়ম: উচ্চারণের নিয়ম ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছরই এইচএসসি পরিক্ষায় উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন থাকে। আজকের আর্টিকেলে অ-ধ্বনি উচ্চারণের নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

শব্দে অবস্থানভেদে অ দু রকমে লিখিত হয়: (১) স্বাধীনভাবে ব্যবহৃত অ। যেমন- অমর, অনেক। (২) শব্দের মধ্যে অন্য বর্ণের সঙ্গে বিদীনভাবে ব্যবহৃত অ। যেমন- কর, বল। এখানে ক এবং র আর ব এবং ল বর্ণের সঙ্গে অ বিলীন হয়ে আছে। (ক্ + অ +র + অ; ব + অ +ল + অ)

অ-ধ্বনি উচ্চারণের নিয়ম 

শব্দের অ ধ্বনির দু রকম উচ্চারণ পাওয়া যায়

(১) বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। যেমন- অমল, অনেক, কত।
(২) সংবৃত বা ও-ধ্বনির মতো উচ্চারণ। যথা- অভ্যাস, অমনি, মন। এ উচ্চারণগুলোতে অ-এর উচ্চারণ অনেকটা ও-এর মত (ওভ্যাস্, ওম্‌নি, মোন্)।

১. অ-ধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ

ক. শব্দের আদিতে: (১) শব্দের আদিতে না-বোধক অ যেমন- অটল, অচল।
(২) অ কিংবা আ-যুক্ত ধ্বনির পূর্ববর্তী অ-ধ্বনি বিবৃত হয়। যেমন- অমানিশা, অনাচার, সদা, কথা।

খ. শব্দের মধ্যে ও অন্তে: (১) পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত অ। যেমন- কলম, বৈধতা, যত, শ্রেয়।
(২) ঋ-ধ্বনি, এ-ধ্বনি, ঐ-ধ্বনি এবং ঔ ধ্বনির পরবর্তী অ প্রায়ই বিবৃত হয়। যেমন- তৃণ, দেব, ধৈর্য, নোলক, মৌন ইত্যাদি।
(৩) অনেকসময় ই-ধ্বনির পরের অ বিবৃত হয়। যেমন- গঠিত, মিত, জনিত ইত্যাদি।

২. অ-ধ্বনির সংবৃত উচ্চারণ

অ-ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁক হয়, ঠোঁট তত বাঁকা বা গোল হয় না। কিন্তু সংবৃত উচ্চারণে চোয়ালের ফাঁক কম ও ঠোঁট গোলাকৃতি হয়ে ও-এর মত উচ্চারিত হয়। সংবৃত উচ্চারণকে বিকৃত বা অস্বাভাবিক উচ্চারণ বলা ঠিক নয়। সংবৃত উচ্চারণও স্বাভাবিক, অবিকৃত ও প্রকৃত উচ্চারণ।

ক. শব্দের আদিতে: (১) পরবর্তী ষর সংবৃত হলে শব্দের আদি অ সংবৃত হয়। যেমন- অতি (ওতি), করুণ (কোরুণ), করে (অসমাপিকা কোরে)। কিন্তু সমাপিকা ‘করে’ শব্দের ‘অ’ বিবৃত হয়; যেমন- ক্রয়, কলম, তমসা ইত্যাদি।
(২) পরবর্তী ই, উ– ইত্যাদির প্রভাবে পূর্ববর্তী র-ফলাযুক্ত ‘অ’ সংবৃত হয়। যেমন- প্রতিভা (প্রোতিতা), প্রচুর (প্রোচুর্) ইত্যাদি। কিন্তু অ, আ ইত্যাদির প্রভাবে পূর্ব ‘অ’ বিবৃত হয়। যেমন- প্রভাত, প্রত্যয়, প্রণাম ইত্যাদি।

খ. শব্দের মধ্যে ও অন্তে: (১) তর, তম, তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত্য ষর ‘অ’ সংবৃত হয়; যেমন- প্রিয়তম (প্রিয়তমো), গুরুতর (গুরুতরো), পূর্বতন ইত্যাদি।
(২) ই উ-এর পরবর্তী মধ্য ও অন্ত্য ‘অ’ সংবৃত। যেমন- প্রিয় (প্রিয়ো), যাবতীয় (যাবতীয়ো) ইত্যাদি।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। ওয়েবসাইটের পাশাপাশি আমরা আমাদের সোসাল মিডিয়া ও ইউটিউবেও নিয়মিত সাজেশনের আপডেট করে থাকি। ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে এখানে ক্লিক করুন এবং আমাদের ইউটিউবে সাবক্রাইব করতে এখানে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, ধনবাদ।

এইচএসসি ২০২২ সাজেশন

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →