৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর: আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। “পরিবেশ দূষণ” ৫ম শ্রেণির বিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়। আজকের আর্টিকেলে ৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

৫ম শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় প্রশ্ন উত্তর

প্রশ্ন-১. পরিবেশ দূষণের ফলে পৃথিবীতে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এই দূষণ কীভাবে ঘটে?
উত্তর: বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষণ ঘটে।

প্রশ্ন-২. বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হয়ে থাকে। এসব কারণের অন্যতম প্রধান দুইটি কী কী?
উত্তর: পরিবেশ দূষণের অন্যতম প্রধান দুইটি কারণ হলো শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধি।

প্রশ্ন-৩. রিফাত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে তার কারখানা চালায়। এমন আরও দুইটি জ্বালানির নাম লেখো।
উত্তর : কারখানা চালাতে প্রয়োজনীয় দুইটি জ্বালানি হলো- তেল ও কয়লা।

প্রশ্ন-৪. পরিবেশের বেশির ভাগ দূষণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলেই হয়ে থাকে। এক্ষেত্রে মানুষের প্রধান দুইটি কর্মকাণ্ড কী কী?
উত্তর: পরিবেশ দূষণে মানুষের প্রধান দুইটি কর্মকাণ্ড হলো- জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা।

প্রশ্ন-৫. পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর কারণ কী?
উত্তর : পরিবেশ থেকে জীবের বিলুপ্তির কারণ হলো— জীবজন্তুর আবাসস্থল নষ্ট হওয়া ও খাদ্য শৃঙ্খল ধ্বংস হওয়া।

প্রশ্ন-৬. রাফিন খবরের কাগজ পড়ে জানতে পারল, হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। এতে কী ঘটবে?
উত্তর : সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে।

প্রশ্ন-৭. সুমনদের বাড়ির ময়লা-আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ায় বায়ু দূষিত হয়। এ ধরনের দূষণের প্রধান কারণ কী?
উত্তর: বায়ু দূষণের প্রধান কারণ যানবাহন ও কলকারখানার ধোঁয়া।

প্রশ্ন-৮. তোমার এলাকার ইটের ভাটায় প্রতিনিয়ত ইট পোড়ানো হচ্ছে। এক্ষেত্রে পরিবেশের কোন দূষণটি ঘটবে এবং এর ফলে পৃথিবীতে কী বৃদ্ধি পায়?
উত্তর: এক্ষেত্রে বায়ু দূষণ ঘটবে। বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় ।

প্রশ্ন-৯. রিফাত ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। এ রোগ বিস্তারে কোন দুইটি দূষণ দায়ী?
উত্তর: ক্যান্সার বিস্তারে বায়ু ও মাটি দূষণ দায়ী।

প্রশ্ন-১০. টিয়াদের গ্রামে ইটের ভাঁটা তৈরি হলে সেই এলাকার মানুষের কোন দুইটি রোগ হতে পারে?
উত্তর: ফুসফুসের ক্যান্সার ও শ্বাসজনিত রোগ।

প্রশ্ন-১১. পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর উপর নানা ধরনের প্রভাব পড়ে। সেগুলো কী কী?
উত্তর: পরিবেশ দূষণের ফলে জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়। খাদ্য, শৃঙ্খল ধ্বংস হয়। ফলে অনেক জীব পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায়।

প্রশ্ন-১২. তুষারদের বাড়ির পাশে স্তূপ করা আবর্জনা পোড়ানোর ফলে বায়ু দূষিত হলো। এই দূষণের ফলে কী ধরনের বৃষ্টি হতে পারে?
উত্তর: এই দূষণের ফলে এসিড বৃষ্টি হতে পারে।

প্রশ্ন-১৩. আবির বেড়াতে যাবে বলে বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষার সময় দেখল, বাস থেকে নির্গত কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। এটি পরিবেশে কোন দূষণের সৃষ্টি করবে?
উত্তর: বাস থেকে নির্গত কালো ধোঁয়া পরিবেশে বায়ু দূষণ সৃষ্টি করবে।

প্রশ্ন-১৪. রতন সাহেব শিল্প এলাকায় বাস করেন। এই এলাকায় কোন দুইটি দূষণ ঘটে?
উত্তর: শিল্প এলাকায় বায়ু ও পানি দূষণ ঘটে।

প্রশ্ন-১৫. বর্তমানে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার দুইটি কারণ লেখো।
উত্তর: i. বায়ু দূষণ ও ii. পানি দূষণ।

প্রশ্ন-১৬ অপরাজিতা সুন্দরবনে বেড়াতে গিয়ে দেখল এক দুর্ঘটনায় তেলবাহী জাহাজের সমস্ত তেল বনে ছড়িয়ে পড়ছে। এই তেল পরিবেশের কোন উপাদানটির দূষণ ঘটাবে?
উত্তর : ছড়িয়ে পড়া তেল পানি দূষণ ঘটাবে।

প্রশ্ন-১৭. মাটির উর্বরতা যত বেশি হবে, ফসল উৎপাদনও তত বেশি হবে। মাটির এ ক্ষমতা কী কারণে নষ্ট হয়?
উত্তর: কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকের কারণে মাটির উর্বরতা নষ্ট হয়।

প্রশ্ন-১৮ সিয়ামদের বাসায় লোডশেডিং-এর সময় জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। সেখানে কোন ধরনের দূষণ হয়ে থাকে?
উত্তর: জেনারেটরের মাধ্যমে শব্দ দূষণ হয়ে থাকে।

প্রশ্ন-১৯. বিদ্যালয়ের পাশের ভবনে মাইক বাজানোর কারণে তোমার মাথাব্যথা শুরু হলো। এখানে কোন ধরনের দূষণ ঘটেছে?
উত্তর: মাইক বাজানোর কারণে শব্দ দূষণ ঘটেছে।

প্রশ্ন-২০ কোলাহলপূর্ণ এলাকায় বসবাস করার কারণে রাশেদের ঘুমে ব্যাঘাত হচ্ছে। এর ফলে সৃষ্টি হয় এমন আরও দুইটি সমস্যার নাম লেখো।
উত্তর: i. শ্রবণশক্তি হ্রাস ও ii. কর্মক্ষমতা হ্রাস।

প্রশ্ন-২১: আরিফ একজন বাসচালক। তিনি শব্দ দূষণ রোধে কোন দুইটি কাজ করতে পারেন?
উত্তর: আরিফ বিনা প্রয়োজনে গাড়ির হর্ন না বাজিয়ে এবং উচ্চস্বরে গান না বাজিয়ে শব্দ দূষণ রোধ করতে পারেন।

প্রশ্ন-২২. তোমার এলাকার পরিবেশ দূষণমুক্ত রাখতে এলাকাবাসীকে নিয়ে করবে এমন দুইটি কাজের নাম লেখো।
উত্তর: i. প্রত্যেকের বাড়ির ফাঁকা স্থানে বৃক্ষরোপণ করা, ii. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা।

প্রশ্ন-২৩. খেলার মাঠে তোমার সহপাঠী ময়লা আবর্জনা ফেলছে। এ অবস্থায় তুমি কী করবে?
উত্তর: তাকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে বলব।

প্রশ্ন-২৪. স্বর্ণার মা কাজ শেষে সবসময় পানির কল, বাতির সুইচ বন্ধ করে রাখেন। এই কাজটি তিনি কেন করেন?
উত্তর: অপচয় রোধ করতে তিনি এই কাজটি করেন।

প্রশ্ন-২৫. পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
উত্তর: আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভর করি। এতে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ দূষণ বলা হয়।

প্রশ্ন-২৬. বায়ু দূষণের ফলে কী হয়?
উত্তর: বায়ু দূষণের ফলে- (i) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, (ii) এসিড বৃষ্টি হয়, (iii) মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত অসুখসহ বিভিন্ন রোগ হয়।

প্রশ্ন-২৭. পরিবেশের দূষণগুলো কী কী?
উত্তর: পরিবেশের দূষণগুলো হলো- (i) বায়ু দূষণ, (ii) পানি দূষণ, (iii) মাটি দূষণ ও (iv) শব্দ দূষণ।

প্রশ্ন-২৮. পরিবেশ দূষণের উৎসসমূহ কী?
উত্তর: পরিবেশ দূষণের প্রধান উৎস হলো- জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার। এছাড়া ময়লা আবর্জনা, পয়ঃবর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক, উচ্চ শব্দ ইত্যাদিও পরিবেশ দূষণের উৎস।

প্রশ্ন-২৯. অমল বাবু মাঝে মাঝে গাড়িতে না চড়ে পায়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে পারবেন?
উত্তর: পরিবেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারবেন।

প্রশ্ন-৩০. তোমার একজন প্রতিবেশী ধূমপান করছেন। এ অবস্থায় তুমি তাকে কী পরামর্শ দেবে?
উত্তর: আমি আমার প্রতিবেশীকে ধূমপানের কুফল সম্পর্কে জানাবো।

প্রশ্ন-৩১. তোমাদের পুকুরের কিছু মাছ মরে ভেসে ওঠায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এ অবস্থায় তোমার করণীয় কী?
উত্তর: মরা মাছগুলো মাটি চাপা দেওয়া।

প্রশ্ন-৩২. মাটির উর্বরতা সংরক্ষণ করে ফসল উৎপাদন করতে তুমি বিভিন্ন বছরে ভিন্ন ভিন্ন ফসল বুনবে। এছাড়া তুমি আর কোন কাজটি করবে?
উত্তর : জৈবসার ব্যবহার করব।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।