নদীর স্বপ্ন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: নদীর স্বপ্ন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

নদীর স্বপ্ন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন:  বুদ্ধদেব বসুর ‘নদীর স্বপ্ন’ কবিতায় নদী এবং নৌভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে। দুরন্ত এক কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায়।

জেলের রূপালি ইলিশ মাছ ধরা, নৌকায় রান্না করা, সন্ধ্যায় গান গাওয়া গল্প করা- এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে। পাশাপাশি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব ও আদর প্রকাশের চমৎকার নিদর্শন আছে।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


নদীর স্বপ্ন কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ছোকানুর কাছে কত আনি আছে?
উত্তর: ছোকানুর কাছে দুই আনি আছে।

প্রশ্ন ২। ‘নদীর স্বপ্ন’ কবিতায় আকাশের রানি কে?
উত্তর: ‘নদীর স্বপ্ন’ কবিতায় আকাশের রানি ছোকানু।

প্রশ্ন ৩। কানাই মাঝিকে কখন গল্প বলতে বলেছিল?
উত্তর: গান গাওয়া শেষ হলে কানাই মাঝিকে গল্প বলতে বলেছিল।

প্রশ্ন ৪। ছোকানুর কাছে কয়টি আনি ছিল?
উত্তর: ছোকানুর কাছে ‘দুটো’ আনি ছিল।

প্রশ্ন ৫। কানাইয়ের বোনের নাম কী?
উত্তর: কানাইয়ের বোনের নাম ছোকানু।

প্রশ্ন ৬। রান্নার কারসাজি কে দেখাবে?
উত্তর: ছোকানু রান্নার কারসাজি দেখাবে।

প্রশ্ন ৭। ‘নদীর স্বপ্ন’ কবিতায় কার কাছে দুটো আনি আছে?
উত্তর: ‘নদীর স্বপ্ন’ কবিতায় ছোকানুর কাছে দুটো আনি আছে।

প্রশ্ন ৮। বুদ্ধদেব বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: বুদ্ধদেব বসু কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৯। বুদ্ধদেব বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: বুদ্ধদেব বসু ১৯০৮ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১০। বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস বিক্রমপুর অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জ ।

প্রশ্ন ১১। মাঝি কী কেনে?
উত্তর: মাঝি ইলিশ মাছ কেনে।

প্রশ্ন ১২। বুদ্ধদেব বসু কার সঙ্গে যৌথ সম্পাদনায় ‘প্রগতি’ নামক মাসিক পত্রিকা প্রকাশ করেন?
উত্তর: বুদ্ধদেব বসু অজিত দত্তের সঙ্গে যৌথ সম্পাদনায় ‘প্রগতি’ মাসিক পত্রিকা প্রকাশ করেন।

প্রশ্ন ১৩। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম ‘কবিতা পত্রিকা’ ।

প্রশ্ন ১৪। বুদ্ধদেব বসু কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর: বুদ্ধদেব বসু কলকাতায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ১৫। ‘নদীর স্বপ্ন’ কবিতায় উল্লিখিত কার কাছে দুটো আনি আছে?
উত্তর: ছোকানুর কাছে দুটো আনি আছে ।

প্রশ্ন ১৬। মাঝিকে কে জিজ্ঞেস করেছে— আমারে চেনো না?
উত্তর: মাঝিকে কানাই জিজ্ঞেস করেছে, আমারে চেনো না?

প্রশ্ন ১৭। কে ঘুমিয়ে আছেন?
উত্তর: মা ঘুমিয়ে আছেন।

প্রশ্ন ১৮। ‘নদীর স্বপ্ন’ কবিতায় উল্লিখিত স্কুলে কে গেছে?
উত্তর: দিদি।

প্রশ্ন ১৯। কোথায় বসে ধোঁয়া ওঠা ভাত খাওয়ার কথা বলা হয়েছে?
উত্তর: পৈঠায় বসে ধোঁয়া ওঠা ভাত খাওয়ার কথা বলা হয়েছে।

প্রশ্ন ২০। কী টেনে তোলা দায়?
উত্তর: জাল টেনে তোলা দায়।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।