মনোবিজ্ঞান বই pdf

মনোবিজ্ঞান বই pdf ডাউনলোড – মনোবিজ্ঞানের বই pdf Download

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে স্বাগতম। আজকের আর্টিকেল মনোবিজ্ঞান বই pdf বা মনোবিজ্ঞানের বই pdf শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

যৌন মনোবিজ্ঞান বইয়ের কিছু অংশ,

আজকাল যৌন মনােবিজ্ঞানের প্রতি, তা সে সুস্থ বুদ্ধিসম্পন্ন লােকেদের মনােবিজ্ঞান হােক, কিংবা বিকৃত মস্তিষ্ক লােকদের, সেই সাথে যৌন আরােগ্যশাস্ত্রের প্রতি সাধারণ মানুষের একটি আকর্ষণ ও মনােযােগিতা লক্ষ করা যাচ্ছে, তা বর্তমান শতাব্দীর আগে অকল্পনীয় ছিল। আজকের যুবকের মধ্যে যৌন-বিষয় সম্পর্কিত সাহিত্যের প্রতি যথেষ্ট মনােযােগিতা লক্ষ করা যায়।

আজকের যুবতীরাও কোনাে প্রকারের লজ্জা ও দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই এ বিষয়ের প্রতি জিজ্ঞাসু হয়ে প্রয়ােজনীয় জ্ঞানলাভে মনােযােগী হয়ে উঠছে। এই তাে বছর কয়েক আগেও যৌনবিজ্ঞান বিষয়ক গবেষণাকর্মকে শুধু কুরুচিকর নয়; বরং অহিতকর প্রবৃত্তির দ্যোতক বলে বিবেচনা করা হত।

কিন্তু বর্তমানে হাওয়া সম্পূর্ণ বদলে গেছে এবং বর্তমান যুগে যৌনবিজ্ঞানের গবেষক ও যৌন-রােগ-শাস্ত্রের প্রচারকদের বৈক্তিক ও সামাজিক নৈতিকতাবাদের দৃষ্টিতেও ব্যাপক সমর্থন জানানাে হচ্ছে।

কিছুকাল আগে পর্যন্তও ডাক্তার ও চিকিৎসাবিজ্ঞানীরা এই আন্দোলনের প্রচার- প্রসারে সক্রিয় অংশ নিতেন না। যদিও এ কথা সত্য যে, প্রায় এক শতাব্দী পূর্বে জার্মানি ও অস্ট্রিয়া এবং তাদের পরবর্তীকালে অন্যান্য দেশের ডাক্তাররাই এই ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন।

তবে এদেরও তাঁদের সহ-ব্যবসায়ীরা সন্দেহের দৃষ্টিতে দেখতেন। প্রথম দিকে তাে যৌন মনােবিজ্ঞান তথা যৌন আরােগ্যশাস্ত্রকে ডাক্তারি প্রশিক্ষণের কোনাে অঙ্গ বলেই স্বীকৃতি দেওয়া হয় নি। সত্যি কথা বলতে কি, যৌন শারীরবিজ্ঞান (Physiology) শাস্ত্র বিষয়েও সেই একই কথা।

কুড়ি বছরের কিছুকাল আগে এফ. এইচ. এ. মার্শাল কর্তৃক লিখিত শারীরবিজ্ঞান বিষয়ক প্রথম প্রকাশিত পুস্তকখানিকে বাস্তবিকই বিস্তৃততর বৈজ্ঞানিক গ্রন্থ বলে অভিহিত করা যেতে পারে।

যৌন মনোবিজ্ঞান pdf ডাউনলোড

শিক্ষায় মনোবিজ্ঞান বই এর কিছু অংশ,

বাংলা ভাষায় শিক্ষামনােবিজ্ঞানের অনেক বই রয়েছে তারপরও কেন এমন আরাে একটি গ্রন্থ রচনার উদ্যোগ নিয়েছি তার একটা ব্যাখ্যা প্রয়ােজন। আমরা তিন জনই কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই বিষয়ে প্রশিক্ষণ দিতে গিয়ে বাংলায় শিক্ষামনােবিজ্ঞানের আধুনিক ও পূর্ণাঙ্গ একটি গ্রন্থের অভাব অনুভব করেছি। তাছাড়া যেসব গ্রন্থ হাতে পেয়েছি তার সবগুলােই অনেকটা অসম্পূর্ণ অথবা আধুনিক ধারণা ও তথ্য বর্জিত।

বিগত কয়েক দশকে শিক্ষা ও শিক্ষামনােবিজ্ঞানে প্রভুত অগ্রগতি সাধিত হয়েছে যেগুলাের প্রতিফলন প্রচলিত শিক্ষা মনােবিজ্ঞানের বইগুলােতে আমরা দেখতে পাইনি। ইংরেজিতে শিক্ষামনােবিজ্ঞানের যে সুবিশাল ভাণ্ডার রয়েছে তার সাথে আমাদের শিক্ষার্থীদের পরিচিত করিয়ে দেওয়া এবং আমাদের শিক্ষক প্রশিক্ষণের গুণগত মানকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষামননাবিজ্ঞানের একটি আধুনিক ও উন্নত সংস্করণের অবতারণা এখান থেকেই।

বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে মুখস্থ বিদ্যা ও নম্বর প্রীতির যে অসুস্থ প্রবণতা লক্ষ করা যায় তা আমাদের শিক্ষার মানে ধ্বস নামিয়েছে। এই প্রবণতা থেকে বের করে আনার নৈতিক দায়িত্ব আমাদের, শিক্ষকদের। কিন্তু আমরা সেই ব্যাপারে কতটা সচেতন ? বিষয়টি কেবল ভাবার নয়, সমাধানের পথে ঝাঁপিয়ে পড়া প্রয়ােজন। শিক্ষামনােবিজ্ঞানের সঠিক ও পরিপূর্ণ জ্ঞান এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে।

শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতা শিক্ষার্থীদের এই অযৌক্তিক অনুশীলন থেকে ফিরিয়ে আনতে পারে। সে কারণেই শিক্ষক প্রস্তুতির কাজে এই বিষয়ের উপর গুরুত্বারােপ করা হয়েছে।

শিক্ষামননাবিজ্ঞানের জ্ঞান শিক্ষার ভিত রচনার সহায়ক। এ বিষয়ের পারদর্শিতা ছাড়া শিক্ষা বিজ্ঞানে মৌলিক কোন অবদান রাখা সম্ভব নয় তাই আমাদের প্রচেষ্টা হলাে সহজ ভাষায় আকর্ষণীয়ভাবে বিষয়টিকে উপস্থাপন করা যা শিক্ষক ও অভিভাবকদের জ্ঞান ও দক্ষতাকে সুদৃঢ় করে আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজের গুনগত পরিবর্তন আনতে সক্ষম হবে।

শিক্ষায় মনোবিজ্ঞান pdf ডাউনলোড

সাইকোলজি : ইসলামি দৃষ্টিকোণ বই এর কিছু অংশ, 

সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বান্দাকে কাজে লাগান, অযােগ্য লােককে দিয়েও বড় বড় কাজ নেন। কোনাে উপায়-উপকরণ-পদ্ধতি- যােগ্যতার মুখাপেক্ষী নন তিনি। আর দরুদ ও সালাম প্রাণের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফে।

বিভিন্ন জায়গায় কথা বলার সুযােগ পেলে একটা কথা পাড়ার চেষ্টা করি। সব নবিকে নিজের দাবির সত্যতা প্রমাণের জন্য ‘মু’জিযা’ দিয়েছিলেন আল্লাহ। কোনাে ফটোকপি গ্রহণযােগ্য হয়, যদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সত্যায়িত করে দেন, যে এটা অরিজিনালটারই ফটোকপি, আমি স্বাক্ষরকারী অরিজিনালটা দেখেছি।

তেমনি নবিদের গ্রহণযােগ্যতার জন্য, সন্দেহ-সংশয় নিরসনের জন্য দেয়া হতাে মু’জ্যি, যে ইনিই আল্লাহর সত্যায়িত বার্তাবাহক। সত্যসন্ধানীরা আল্লাহর তাওফিকে বুঝে যেত যে ইনিই নবি। আর হতভাগারা তা বুঝেও হঠকারিতা করত। বলত কবি-জাদুকর-পাগল-জিনে পাওয়া। 

আমাদের নবিজি (সা.) মু’জিযা বা সত্যায়ন ছিল “কুরআন, হাদিসে এসেছে। মু’জিযা শব্দের অর্থ হলাে, যা হয়রান করে দেয়, হতভম্ব করে দেয়—এতটাই যেন অবশ হয়ে যায় দেহ-মন। তাহলে কুরআন হতভম্ব করে দেবে সংশয়ীকে বা অবিশ্বাসীকে, যে সত্যকে খোঁজে এমন কাউকে। এখন আসেন, হতবাক মানুষ কখন হয়? আকস্মিকতায় আর বিস্ময়ে। এখানে মূল কারণ হবে বিস্ময়। বিস্ময় তখনই আসে যখন কোনােকিছু।

সাইকোলজি: ইসলামি দৃষ্টিকোণ pdf ডাউনলোড

ইসলামী মনোবিজ্ঞান বই এর কিছু অংশ,

যে কোন বিজ্ঞানের উদ্দেশ্য হল বিভিন্ন বস্তু বা ঘটনা বিশ্লেষণ করে সাধারণ নিয়ম আবিষ্কার করা। তদ্রুপ মনােবিজ্ঞানের উদ্দেশ্য হল প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিচার বিশ্লেষণ করে কতগুলি সাধারণ সর্ববাদী সম্মত নিয়ম আবিষ্কার করা এবং ঐসব নিয়মাবলী দ্বারা মানুষের আচরণকে ব্যাখ্যা করা এবং এ জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনকে সমৃদ্ধিশালী করা।

মনােবিজ্ঞানের জ্ঞান থেকে মানুষ নিজের আবেগ অনুভূতি ও আচরণ সম্বন্ধে জানতে পারে এবং নিজের কোন্ আচরণ অন্যের মধ্যে কি মানসিক প্রক্রিয়া সৃষ্টি করবে সে সম্বন্ধে অবহিত হতে পারে। এর ফলে নিজের আবেগ অনুভূতিকে সঠিক ভাবে পরিচালিত করে মানসিক স্বাস্থ্য অক্ষুন্ন রাখতে পারে এবং অন্যের সঙ্গেও উপযুক্ত আচরণ করতে পারে।

এভাবে মনােবিজ্ঞান ব্যক্তিগত ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে প্রজ্ঞার সাথে চলতে সাহায্য করে। মনােবিজ্ঞান দ্বারা আচরণকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য পাওয়া যায়।

ইসলামী মনোবিজ্ঞান pdf ডাউনলোড

মনোবিজ্ঞান বই এর কিছু অংশ,

মস্তিষ্ক ইংরেজিতে যাকে বলে ব্রেইন তাকে সােজা বাংলায় বলা যায় মগজ। মগজের জোরেই মানুষ জীবজগতে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এই মগজ বা মস্তিষ্কের শক্তিতেই মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার সাধনায় অগ্রসর হয়েছে।

মস্তিষ্ক একটি অদ্ভুত জটিল জিনিস। ইন্দ্রিয় থেকে পাওয়া বিভিন্ন সংকেতের বিচার-বিশ্লেষণ থেকে প্রতিনিয়ত নানারকমের অনুভূতি এখানেই সৃষ্টি হয়ে থাকে। পেশি চালনা এবং বিভিন্ন পেশির সঙ্গে সংযােগ স্থাপনের দ্বারা দেহের সবরকম সক্রিয়তার মূলও মস্তিষ্ক।

মস্তিষ্ক আমাদের স্মৃতিশক্তির কেন্দ্র। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার বিচার-বিশ্লেষণের শক্তি মস্তিষ্কের আছে বলে আমরা চিন্তাশক্তির অধিকারী হয়েছি। বস্তুত মন ও চিন্তাশক্তির অধিকারী হয়েছে বলে মানুষ জীবজগতে শ্রেষ্ঠত্ব লাভ করেছে।

ক্ষুদ্র জীব পিপীলিকার অদ্ভুত সাংগঠনিক শক্তি সম্পর্কে আমাদের অনেক তথ্য জানা আছে। এদের দলসংগঠন, গৃহনির্মাণ, খাদ্যসংগ্রহ ও সংরক্ষণ প্রভৃতি কাজে শৃঙ্খলা দেখে মুগ্ধ হতে হয়।

মনোবিজ্ঞান pdf ডাউনলোড


🔳 You Can Also Read: Quran Sharif pdf Download (আরবি উচ্চারন ও বাংলা অর্থ সহ)
🔳 You Can Also Read: স্টোরি অব বিগিনিং pdf ডাউনলোড
🔳 You Can Also Read: বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) pdf ডাউনলোড
🔳 You Can Also Read: নবি জীবনের গল্প pdf ডাউনলোড
🔳 You Can Also Read: রাহে বেলায়াত pdf ডাউনলোড


কিছু কথা, আমাদের সকল পিডিএফ ফ্রি। প্রকাশক না অন্য কারো ক্ষতির উদ্দেশ্যে আমরা কোন পিডিএফ শেয়ার করি না। সর্বত্র জ্ঞান ছড়িয়ে দেয়াই আমাদের একমাত্র উদ্দেশ্যে। এরপরও আমাদের শেয়ার করা কোন পিডিএফ বিষয়ে অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমারা ২৪ ঘন্টার মধ্যে পিডিএফ টি আমাদের ওয়েবসাইট থেকে রিমুভ করে ফেলবো।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। যে কোন ধরণের পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *