ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

(PDF) ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন: আমরা ইতোমধ্যে জেনেছি ব্যবসায় হলো প্রধানত মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পণ্য-দ্রব্য ও সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এদের সহায়ক যাবতীয় বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি।

ভোক্তাদের বিভিন্নমুখী চাহিদা, মালিকানা, ব্যবসায়ীদের নিজস্ব মনোভাব ও আকার ও বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন প্রকার ব্যবসায় সংগঠনের সৃষ্টি হয়। আমরা এ অধ্যায়ে মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসায় সংগঠন এবং এগুলোর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।


ব্যবসায় উদ্যোগ চতুর্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন ১। কামরুল তার পরিবারের বড় সন্তান। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। সংসারের অভাব দূর করতে সে অল্প পুঁজি নিয়ে একটি মুদি ব্যবসায় শুরু করে। তার ব্যবসায় ছিল কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায়সম্পন্ন।

ক. রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
খ. অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তুগুলো কী?
গ. কামরুলের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. ‘কম ঝুঁকিপূর্ণ ও অসীম দায়সম্পন্ন’ কথাটি উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

১ নং প্রশ্নের উত্তর

ক। রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ করা।

খ। কোনো বিষয়ে দুই বা ততোধিক ব্যক্তির শর্তসমূহ দলিলে লিপিবদ্ধ করাকে চুক্তিপত্র বলে। চুক্তিপত্রে অংশীদারি ব্যবসায়ের নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন ও পরিচালনার নিয়মাবলি উল্লেখ থাকে। ব্যবসায়ে লাভ-লোকসান বণ্টন পদ্ধতি, অংশীদারদের দায়িত্ব, ক্ষমতা ও অধিকার ও বিরোধ মীমাংসা পদ্ধতি এতে অন্তর্ভুক্ত করা হয়।

গ। কামরুলের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়। এ ধরনের ব্যবসায় একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মালিক একজন হওয়ায় ইচ্ছা করলেই ‘সীমিত মূলধন নিয়ে এ ব্যবসায় গঠন করা যায়। ব্যবসায়ের যাবতীয় লাভ-লোকসান মালিক একাই বহন করে। আবার ব্যবসায়ের সমস্ত দায়-দেনাও মালিককেই বহন করতে হয়। উদ্দীপকের কামরুল পরিবারের বড় সন্তান।

তার বাবার মৃত্যুর পর সংসারের সমস্ত দায়-দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এই অবস্থায় সে সংসারের অভাব দূর করতে অল্প পুঁজি নিয়ে একটি মুদি ব্যবসায় শুরু করে।

এই ব্যবসায়ের সমস্ত মুনাফা সে একাই ভোগ করতে পারবে। তবে ব্যবসায়ের সমস্ত দায়-দায়িত্ব তাকে একাই বহন করতে হবে। সে এই ব্যবসায়টি ইচ্ছা করলেই চালু বা বন্ধ করতে পারে। এ বৈশিষ্ট্যগুলোর সাথে একমালিকানা ব্যবসায়ের মিল পাওয়া যায়। সুতরাং, কামরুলের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়।

ঘ। কামরুলের ব্যবসায়টি হলো একমালিকানা ব্যবসায়, যা কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায়সম্পন্ন। জীবিকা অর্জনের উপায় হিসেবে একজন ব্যক্তি কোনো ব্যবসায় পরিচালনা করলে তা একমালিকানা ব্যবসায়ে পরিণত হয়। যে কেউ স্বল্প পুঁজি নিয়ে এ ব্যবসায় গঠন করতে পারে। এই ব্যবসায়ের মালিকই সবকিছুর নিয়ন্ত্রক। উদ্দীপকে কামরুল তার পরিবারের বড় সন্তান।

সে তার বাবার মৃত্যুর পর সংসারের অভাব দূর করার জন্য অল্প পুঁজি নিয়ে একটি মুদি ব্যবসায় শুরু করে। এ ব্যবসায়ের মালিক একজন হওয়ায় খুব বেশি মূলধন বিনিয়োগ করতে পারে না। লোকসান হলে শুধু তাকেই তা বহন করতে হয়। ফলে ব্যবসায়ের ঝুঁকি কমে হলেও দায় বেড়ে যায়। একমালিকানা ব্যবসায় প্রতিষ্ঠিত হয় স্বল্প পুঁজি নিয়ে এবং মালিকের একক তত্ত্বাবধানে। স্বল্প পুঁজির এ ব্যবসায়ে মালিকের আন্তরিকতা অন্যান্য ব্যবসায় থেকে বেশি থাকে। তাছাড়া ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণও খুব বেশি হয় না। ফলে ও ব্যবসায়ের ঝুঁকি কম হয়।

কিন্তু লোকসানের যাবতীয় দায়ভার মালিককেই নিতে হয় বলে এ ব্যবসায়ে মালিকের দায় অসীম। সুতরাং উদ্দীপকের কামরুলের ব্যবসায়টি যেহেতু একমালিকনা ব্যবসায়, তাই এ ব্যবসায়টিও কম ঝুঁকিপূর্ণ অথচ অসীম দায়সম্পন্ন ।

প্রশ্ন ২। আসিফ ও তার সাত বন্ধু একত্র হয়ে ৮০ কোটি টাকা মূলধন নিয়ে রাফসান ট্রেডার্স নামে একটি ব্যবসায় গঠন করেন। আসিফ ও তার বন্ধু রিপন পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বাড়ানোসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তারা জনগণের মাঝে উচ্চহার সুদের ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।

ক. পরিমেল নিয়মাবলি কী?
খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত পর্যায়ের ১ম ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

২ নং প্রশ্নের উত্তর

ক। যে দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-নীতি লেখা থাকে, তাকে পরিমেল নিয়মাবলি বলে।

খ। কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে বিলোপ হয় না এমন অস্তিত্বকে বোঝায়। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ারহোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব প্রভৃতি কোম্পানি সংগঠনের অস্তিত্বকে বিপন্ন করে না। শুধু আইনের মাধ্যমেই এ ব্যবসায়ের বিলোপসাধন সম্ভব। এটিই কোম্পানির চিরন্তন অস্তিত্ব।

গ। উদ্দীপকে উল্লিখিত ১ম পর্যায়ের ব্যবসায়টি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন। এর পরিচালক থাকেন দু’জন। এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করতে পারে না। আবার, এ কোম্পানির শেয়ারও হস্তান্তরযোগ্য নয়। উদ্দীপকের আসিফ তার সাতজন বন্ধু নিয়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন।

এ প্রতিষ্ঠানটি আইনগত সত্তাবিশিষ্ট ও সীমিত দায়সম্পন্ন হবে। এতে পরিচালক হিসেবে আছেন আসিফ ও তার বন্ধু রিপন। এটি নিবন্ধনপত্র পাওয়ার পরপরই ব্যবসায় শুরু করে। এ প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরযোগ্য নয়। এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে না। এই বৈশিষ্ট্যগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সম্পর্কিত। তাই বলা যায়, রাফসান ট্রেডার্স একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।

ঘ। উদ্দীপকের ২য় পর্যায়ের পাবলিক লিমিটেড কোম্পানি দেশের অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমি মনে করি। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যায় সীমাবদ্ধ থাকে। এ ধরনের কোম্পানি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। এজন্য ব্যবসায় সম্প্রসারণ করা সহজ হয়।

উদ্দীপকের আসিফ ও তার সাত বন্ধু প্রথমে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি অল্প সময়েই প্রচুর মুনাফা অর্জন করে। তাই তারা এটি সম্প্রসারণের লক্ষ্যে এর কাঠামো পরিবর্তন করেন। ফলে তারা জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নেন। তারা পরিচালক সংখ্যাও বাড়ান । বেশি পরিমাণে মূলধন সংগ্রহ করে তারা ব্যবসায়টি সম্প্রসারণ করলে এ প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হবে। এতে দেশের বেকার সমস্যা কমবে।

এটি জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বাড়াতে সহায়ক হবে। তারা আগের চেয়ে বেশি পণ্যদ্রব্য উৎপাদন করে বিদেশেও রপ্তানি করতে পারবেন। এতে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এসব কারণে আমি মনে করি, পাবলিক লিমিটেড প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নিজে করো, 

প্রশ্ন ৩। রংপুর এলাকার কয়েকজন পেঁয়াজচাষি সমঅধিকারের ভিত্তিতে সম্মিলিতভাবে নিজেদের কল্যাণ ও পণ্যের ন্যায্যমূল্য পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গড়ে তোলে।

ক. সমবায়ের মূলমন্ত্র কী?
খ. প্রশিক্ষণ দেওয়া হয় কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বর্ণিত সংগঠন থেকে পেঁয়াজচাষিরা কী ধরনের সুবিধা পেতে পারে? ব্যাখ্যা করো।
ঘ. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ও পণ্যের ন্যায্যমূল্য পেতে এ ধরনের সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো।

প্রশ্ন ৪ ‘নগদ’ হলো বাংলাদেশ সরকারের অধীন ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা। এর মাধ্যমে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মোবাইল ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। এতে গ্রাহক মোবাইল ব্যবহার করে অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর ও বিল পরিশোধসহ বিভিন্ন আর্থিক লেনদেন করতে পারে। আর অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার তুলনায় ‘নগদ’-এ কয়েকগুণ বেশি লেনদেন করার সুবিধা পাওয়া যায়।

ক. আপাতদৃষ্টিতে অংশীদার কাকে বলে?
খ. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব অনিশ্চিত কেন? ব্যাখ্যা করো।
গ. ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা মালিকানার ভিত্তিতে কোন ব্যবসায় সংগঠনের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. সাশ্রয়ী মূল্যে ‘নগদ’ সেবা চালু করার মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ— উক্তিটি মূল্যায়ন করো।

প্রশ্ন ৫। সালাম কলেজের কাছে একটি স্টেশনারি দোকান পরিচালনা করে। সততা ও দক্ষতার কারণে তার ব্যবসায়টি খুব লাভজনক হয়ে ওঠে। তাই সে এর পাশাপাশি একটি ফটোকপি মেশিন ও কম্পিউটার কিনে অফিসের বিভিন্ন কাজ করে থাকে। এজন্য সে মাসিক টাকার বিনিময়ে তার ভাইকে এ কাজে নিয়োগ করে। বছরান্তে সালামের ভাই মুনাফা দাবি করে।

ক. একমালিকানা ব্যবসায় কাকে বলে?
খ. প্রত্যক্ষ সম্পর্ক একমালিকানা ব্যবসায়ে জরুরি কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সালামের ব্যবসায়টি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো। ঘ. সালামের ভাইয়ের মুনাফা দাবির যৌক্তিকতা বিশ্লেষণ করো।

প্রশ্ন ৬। জনাব জামান আহমেদ প্রমিনেন্ট ও এলিগেন্ট নামক দুটি প্রতিষ্ঠানের মালিকানার সাথে সম্পৃক্ত। প্রমিনেন্ট প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স এবং এলিগেন্ট প্রতিষ্ঠানটি কার্যারম্ভের অনুমতিপত্র নিয়ে কাজ শুরু করে। দুটি প্রতিষ্ঠানই ব্যবসায় সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নেয়। মেয়াদপূর্তিতে টাকা পরিশোধের জন্য প্রমিনেন্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যাংক জনাব জামান আহমেদকে নোটিশ দেয়। কিন্তু এলিগেন্ট -এর ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে নোটিশ দেয়। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে সচ্ছল।

ক. একমালিকানা ব্যবসায়ের স্থায়িত্ব কার ওপর নির্ভরশীল?
খ. যৌথ মূলধনী ব্যবসায়ের গঠনতন্ত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত এলিগেন্ট প্রতিষ্ঠানটি মালিকানাভিত্তিক কোন ধরনের ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা করো।
ঘ. জনাব জামান আহমেদকে প্রমিনেন্ট প্রতিষ্ঠানের মালিক হিসেবে ঋণদায় পরিশোধের নোটিশ দেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।

প্রশ্ন ৭। সেলিম, সিদ্দিক এবং সৈকত তিন জন চুক্তিবদ্ধ হয়ে সমহারে মূলধন নিয়ে ব্যবসায় গঠন করেন। দশ বছর পরে সৈকত অবসর নিলেন। কিন্তু ব্যবসায় থেকে মূলধন উঠিয়ে নিলেন না। তার কিছুদিন পর সৈকত মারা গেলে সেলিম এবং সিদ্দিক ব্যবসায়ের কাজ চালু রাখবেন কি না এই বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন।

ক. সীমিত অংশীদারের দায় কীরূপ?
খ. এদেশে রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠার প্রেক্ষাপট ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সৈকত মারা যাওয়ার আগে কোন ধরনের অংশীদার ছিলেন? ব্যাখ্যা করো।
ঘ. সেলিম ও সিদ্দিকের ব্যবসায় চালু রাখার ব্যাপারে চিন্তিত হওয়া কি যৌক্তিক? ব্যাখ্যা করো।

প্রশ্ন ৮। সাগুফতা ও শাহীদা দুই বান্ধবী বোঝাপড়া করে চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য একটি বুটিক হাউজ গড়ে তুলেছেন। বুটিক হাউজের ব্যবসায় সফল হওয়ায় তাদের মূলধন কয়েকগুণ বেড়েছে। কিন্তু তাদের একজন ক্রেতা শারমিনের কাছে পাওনা ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বার বার তাগাদা দিয়েও আদায় করা সম্ভব হচ্ছে না। এমনকি আদালতের আশ্রয় নিতেও তারা ব্যর্থ হচ্ছেন।

ক. অংশীদারি ব্যবসায়ের লাভ-লোকসান কীভাবে বণ্টিত হয়?
খ. অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক অনুযায়ী ব্যবসায়টি কোন ধরনের অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা করো।
ঘ. কেন দুই বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হচ্ছেন? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।


🔆🔆 ব্যবসায় উদ্যোগ ১ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন উত্তর
🔆🔆 ব্যবসায় উদ্যোগ ২য় অধ্যায়: সৃজনশীল প্রশ্ন উত্তর


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও নবম শ্রেণির সকল আর্টিকেল পেতে এখানে ক্লিক করুন।