বই পড়ার আনন্দ অনুচ্ছেদ

যৌতুক প্রথা অনুচ্ছেদ রচনা

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকের আর্টিকেলে যৌতুক প্রথা অনুচ্ছেদ রচনা শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। যৌতুক প্রথা অনুচ্ছেদ রচনা

অনুচ্ছেদ রচনা: যৌতুক প্রথা

ঐতিহ্যের নামে আমাদের সমাজে অনেক প্রথা রয়েছে। এগুলো মূলত ভয়ানক কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। যৌতুক মানে এমন একটি প্রথা যেখানে কনে বরকে টাকা দেয় এবং কন্যার বিবাহের ব্যবস্থা করে। এই প্রথাটি নারীর প্রতি সহিংসতার এক ভয়ানক রূপ। যুগ যুগ ধরে নারীরা এই প্রথার শিকার। যৌতুক প্রথার উদ্ভাবক হিন্দু সমাজ। হিন্দু আইন অনুসারে, বিবাহিত কন্যা উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তির অংশীদার হতে পারে না। তাই বিয়ের সময় বাবা তার মেয়েকে যতটা সম্ভব উপহার দেন। সেন রাজা বল্লাল সেন প্রবর্তিত কৌলিন্য ব্যবস্থাও এর জন্য দায়ী। বরের পক্ষের সীমাহীন লালসার কারণে এই প্রথা ধীরে ধীরে নির্যাতনের পর্যায়ে পৌঁছে যায়। মেয়ের মা-বাবা জামাইকে যৌতুক দেন এই আশায় যে, ভবিষ্যৎ জীবন যেখানে কাটবে সেখানে আনন্দদায়ক, আরামদায়ক ও আনন্দদায়ক হবে। বর্তমান সময়ে আমরা যতই নারী স্বাধীনতা ও নারী মুক্তির পক্ষে কথা বলি না কেন, যৌতুক প্রথার অসম্মানজনক নাগপাশ থেকে নারী সমাজ মুক্তি পায়নি। আজ শিক্ষাক্ষেত্রে নারী-পুরুষের অগ্রগতি প্রায় সমান হলেও নারী নির্যাতনের শিকার। যৌতুকের কারণে নারী হত্যার ঘটনাও কম নয়। অনেক নারী তাদের পিতামাতার অসহায়ত্ব বা আত্মহননের কথা ভেবে আত্মহত্যার পথ বেছে নেয়। যৌতুক নেওয়া একটি নিন্দিত প্রথা। কিন্তু যৌতুক প্রথার অভিশাপ ক্রমেই কমছে। এমনকি দুই দশক আগেও যৌতুক গ্রহণের বিষয়ে বধূদের মধ্যে যে দৃঢ় মনোভাব বিদ্যমান ছিল, তা এখন অনেকাংশে মিটে গেছে। কিন্তু এখন বিশেষ করে গ্রামাঞ্চলে যৌতুক বা যৌতুক প্রথার প্রভাব আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। যৌতুক প্রথা বন্ধ করতে 1980 সালে যৌতুক নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা হয়। 1995 সালে প্রণীত নারী ও শিশু নির্যাতন আইনে যৌতুক প্রথার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যৌতুকের এই অভিশপ্ত প্রথাকে সমাজ থেকে চিরতরে নির্মূল করার জন্য সকলের সচেতন প্রচেষ্টা।

যৌতুক প্রথা অনুচ্ছেদ রচনা পিডিএফ


🔳 You Can Also Read: বহুব্রীহি সমাসের শ্রেণিবিভাগ ও বহুব্রীহি সমাস নির্ণয়ের সহজ উপায়
🔳 You Can Also Read: তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ ও তৎপুরুষ সমাস নির্ণয়ের সহজ উপায়
🔳 You Can Also Read: দ্বন্দ্ব ও দ্বিগু সমাসের শ্রেণিবিভাগ ও নির্ণয়ের সহজ কৌশল
🔳 You Can Also Read: কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ ও নির্ণয়ের সহজ উপায়
🔳 You Can Also Read: ভাব-সম্প্রসারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
🔳 You Can Also Read: ভাব-সম্প্রসারণ কি? ভাবসম্প্রসারণ লেখার নিয়ম


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।