ই-কমার্স Your Future Business

[PDF] ই-কমার্স Your Future Business

ই-কমার্স Your Future Business: বর্তমান যুগ হচ্ছে তথ্য-প্রযুক্তির যুগ তথা ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের কল্যাণে আমাদের এ বিশ্ব অনেক এগিয়েছে এবং আরাে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ইন্টারনেটের সংস্পর্শ থেকে কোন কিছুই আর বিচ্ছিন্ন নেই।

আমাদের যােগাযােগ মাধ্যম থেকে শুরু করে ঘরের বাজারটাও হচ্ছে ইন্টারনেটে। তাই সবার সাথে পাল্লা দিয়ে আমাদের কর্মসংস্থানের ব্যাপারটাও অনেকটাই এখন ইন্টারনেটের হাতে। ইন্টারনেটের মাধ্যমে অনেকেই এখন সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছে।

ভবিষ্যতে আমাদের দেশের অর্থনীতি অনেকটাই নির্ভর করবে ইন্টারনেট ভিত্তিক লেনদের এর উপর। যেমনঃ ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান, ব্যবসা-বানিজ্য, পড়া-লেখা ইত্যাদি।

বিশ্বায়নের এ যুগে ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর সবকিছুতে যেমন অনলাইনের ছোঁয়া লেগেছে তেমনি আমাদের ব্যবসা-বাণিজ্যও পিছিয়ে নেই, আমাদের ব্যবসা বাণিজ্যতেও এখন ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে। আধুনিক সমাজ ব্যবস্থাকে বলা হয় তথ্যভিত্তিক সমাজ। একটি দেশের জন্য এই তথ্য (Information) খুব গুরুত্বপূর্ণ এবং ব্যয়বহুল একটি ব্যাপার।

এই তথ্যকে যে দেশ যতবেশি কাজে লাগাতে পারবে সে দেশই তত উন্নতি লাভ করবে। আর এই তথ্যভিত্তিক সমাজ ব্যবস্থায় ব্যবসা-বাণিজ্যের পদ্ধতির ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের নতুন সমাজ ক্রমশ একটি নতুন ব্যবসা পদ্ধতির দিকে ধাবিত হচ্ছে যার নাম ই-কমার্স (E-commerce)।

ব্যবসা-বাণিজ্য নানান সময়ের নানান পদ্ধতি অবলম্বন করেছে। প্রত্যেকবারই এর গতি বেড়েছে। ঠিক তেমনি ই-কমার্স হলাে ব্যবসা বাণিজ্যর আরেকটি পরিবর্তন। এই বইটিতে ই-কমার্স (E-commerce) সম্পকে বিস্তারিত ভাবে যেমন লেখা হয়েছে।

পাশাপাশি একটি ই-কমার্স সাইট ডেভেলােপ করার কৌশল এবং একটি ই-কমার্স সাইট কিভাবে ডেভেলােপ করা যায় সেটিও দেখানাে হয়েছে। বইটি সবার জন্য উপযুক্ত হয় সেভাবেই লেখা হয়েছে।

ডাউনলোড পিডিএফ


বর্তমানে প্রায় সবকিছুই অনলাইন ভিত্তিক, কারণ মানুষ এখন দিনের বেশির ভাগ সময় ই ইন্টারনেট ব্যবহার করে কাটিয়ে দেয়। আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।