আকীদা বিষয়ক দুইশতাধিক প্রশ্নোত্তর pdf Download

আকীদা বিষয়ক দুইশতাধিক প্রশ্নোত্তর ইমাম হাফেজ বিন আহমাস আল হাকনী এর লেখা একটি ইসলামিক বই। পিডিএফ মেলার আজকের আর্টিকেলে আকীদা বিষয়ক দুইশতাধিক প্রশ্নোত্তর pdf  শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

আকীদা বিষয়ক দুইশতাধিক প্রশ্নোত্তর pdf এর কিছু অংশ

দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্যে সর্বপ্রথম সঠিক আকীদাহ গ্রহণ অপরিহার্য। এ জন্যে নবী সালালাহু আলাইহি ওয়া সালাম তাঁর মক্কী জীবনের সম্পূর্ণ সময় মুশরিকদের বাতিল আকীদাহ বর্জন করে নির্ভেজাল তাওহীদের প্রতি আহবান জানিয়েছেন এবং এ পথে অক্লান্ত পরিশ্রম করেছেন। কারণ ইসলামে আকীদাহীন আমলের কোন মূল্য নেই।

বর্তমান মুসলিম বিশ্বের অধিকাংশ সমাজের মুসলমানগণ সঠিক আকীদা থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা বহু সমস্যার সম্মুখীন। মুসলমানদের অধঃপতনের মূল কারণ হল দ্বীনের সঠিক আকীদা ও শিক্ষা বর্জন করে শির্ক, সূফীবাদ ও বিদআতে জড়িয়ে পড়া। বাংলাভাষী মুসলিম অঞ্চলগুলােতেও বয়ে যাচ্ছে শির্ক-বিদআতের সয়লাব।

আমাদের সমাজে যারা আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভূক্ত হওয়ার দাবী করে তাদের অধিকাংশই সঠিক আকীদাহ হতে অনেক দূরে। শুধু তাই নয়, কবর পূজার মদমত্তে পাগল হয়ে যারা পরনের কাপড়টুকুও ধরে রাখতে পারেনা তাদেরকেও সুন্নী বলে আখ্যায়িত করা হয়!!! আর এ কারণেই বিভ্রান্ত হচ্ছে আমাদের সমাজের অসংখ্য সরল প্রাণ মুসলমান।

এমন পরিস্থিতে কুরআন ও সহীহ হাদীছের আলােকে এমন বই-পুস্তক জরুরী, যা মানুষের আকীদাহ সংশােধনের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখবে। ইমাম হাফেয বিন আহমাদ আল-হাকামী (রঃ) (মৃত ১৯৫৮ খৃষ্টাব্দ) আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদাহ বর্ণনায় দুই শতাধিক প্রশ্নোত্তর সম্বলিত “আ’লামুস্ সুন্নাহ আল-মানসূরা” আরবী ভাষায় নামে একটি চমৎকার কিতাব রচনা করেছেন।

বইটিকে নাজাতপ্রাপ্ত দলের আকীদা বর্ণনার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ গ্রন্থ বলা যেতে পারে। কারণ তাতে আকীদার মূল বিষয়গুলাে অতি সহজ ও সংক্ষিপ্তভাবে প্রশ্নোত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি মাসআলার সাথে দলীলও উল্লেখ করা হয়েছে। যাতে পাঠকদের কাছে আকীদার বিষয়গুলাে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়।

লেখক এখানে শুধু আহলুস্ সুন্নাত ওয়াল জামাআতের মাযহাব বর্ণনা করেছেন। আকীদার বিভিন্ন মাসআলায় তিনি বিদআতীদের কথার প্রতিবাদ করেছেন। তাদের বাতিল কথাগুলাে বিস্ত রিতভাবে উল্লেখ করেন নি। কারণ এ ব্যাপারে আলেমগণ ইতিপূর্বে বিশাল বিশাল পুস্তক রচনা করেছেন।

আকীদা বিষয়ক দুইশতাধিক প্রশ্নোত্তর pdf


🔳 You Can Also Read: Quran Sharif pdf Download (আরবি উচ্চারন ও বাংলা অর্থ সহ)
🔳 You Can Also Read: স্টোরি অব বিগিনিং pdf ডাউনলোড
🔳 You Can Also Read: বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ) pdf ডাউনলোড
🔳 You Can Also Read: নবি জীবনের গল্প pdf ডাউনলোড
🔳 You Can Also Read: রাহে বেলায়াত pdf ডাউনলোড


কিছু কথা, আমাদের সকল পিডিএফ ফ্রি। প্রকাশক না অন্য কারো ক্ষতির উদ্দেশ্যে আমরা কোন পিডিএফ শেয়ার করি না। সর্বত্র জ্ঞান ছড়িয়ে দেয়াই আমাদের একমাত্র উদ্দেশ্যে। এরপরও আমাদের শেয়ার করা কোন পিডিএফ বিষয়ে অভিযোগ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমারা ২৪ ঘন্টার মধ্যে পিডিএফ টি আমাদের ওয়েবসাইট থেকে রিমুভ করে ফেলবো।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। যে কোন ধরণের পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *