অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন

৮ম শ্রেণি: অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন (PDF)

অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন: ‘অতিথির স্মৃতি’ গল্পে একটি কুকুরের সঙ্গে একজন মানুষের গভীর মমত্বের দিকটি তুলে ধরা হয়েছে। লেখক বা কথক অসুস্থ হয়ে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গেলে সেখানে একটি পথের কুকুরের প্রতি তার সহানুভূতি জাগে।

বেড়াতে বের হলেই কুকুরটি তাকে সঙ্গ দিত। এমনকি কথকের চাকর-বাকররা কুকুরটির প্রতি অমানবিক আচরণ করলেও প্রাণীটি কথকের সঙ্গ ছাড়েনি। কথক দেওঘর ছেড়ে চলে আসার , সময় সেই অতিথি কুকুরকে রেখে আসেন।

সেই কুকুরটির স্মৃতি কথককে পীড়া দেয়। এ গল্পে লেখক দেখিয়েছেন, মানুষে-মানুষে যেমন মেহপ্রীতির সম্পর্ক, অন্য জীবের সঙ্গেও তেমনি মানুষের সম্পর্ক গড়ে উঠতে পারে। সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে বাধাগ্রস্ত হয়।

মূলত মানবেতর একটি প্রাণীর সঙ্গে অসুস্থ একটি মানুষের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি মমত্বের সম্পর্কই এ গল্পের বিষয়।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


অতিথির স্মৃতি গল্পের সকল বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেখতে নিচের পিডিএফ টি ডাউনলোড করুন। 

অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন

১. পাখি চালান দেওয়া কাদের ব্যবসা?
(ক) মালির
(খ) মালিনীর
(গ) আসামির
(ঘ) ব্যাধের

২. অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো যাকে দেখে সে-
(ক) পা ফুলো অল্পবয়সী একদল মেয়ে
(খ) একটি দরিদ্র ঘরের মেয়ে
(গ) বাতব্যাধিগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি
(ঘ) একটি শক্তি-সামর্থ্যহীন কুকুর

৩. মালিবউ কেন কুকুরটিকে তাড়িয়ে দেয়?
(ক) খাবারে ভাগ বসাবে বলে
(খ) দেখতে কুৎসিত বলে
(গ) কামড়াবে বলে
(ঘ) ঘেউ ঘেউ করত বলে

৪. কাকে দেখে লেখকের সবচেয়ে দুঃখ হতো?
(ক) বেরিবেরির আসামিকে
(খ) দরিদ্র ঘরের মেয়েটিকে
(গ) গৃহস্থ ঘরের পীড়িতদের
(ঘ) বাতব্যাধিগ্রস্ত ব্যক্তিদের

৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে?
(ক) বুলবুলি
(খ) শ্যামা অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন 
(গ) শালিক অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন 
(ঘ) দোয়েল

৬. ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণির গৃহস্থ ঘরের?
(ক) উচ্চবিত্ত
(খ) নিম্নবিত্ত
(গ) মধ্যবিত্ত
(ঘ) উচ্চমধ্যবিত্ত

৭. ‘ভজন’ শব্দের অর্থ কী?
(ক) প্রার্থনা
(খ) আরাধনা
(গ) প্রার্থনামূলক গান
(ঘ) মুনাজাত

৮. “তবু দিন-দুই দেরি করলাম
নানা ছলে”- লেখক কেন দেরি করেছিলেন?
(ক) সুস্থতা লাভের আশায়
(খ) কুকুরটির মমতায়
(গ) ট্রেনের টিকিট না পাওয়ায়
(খ)(গ) আরো কিছুদিন থাকার ইচ্ছায়

৯. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবোধের কারণ-
(ক) বয়স অতিথির স্মৃতি বহুনির্বাচনী প্রশ্ন 
(খ) অসুস্থতা
(গ) নিঃসঙ্গতা
(ঘ) দুরবস্থা

১০. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘ক্ষুধাহরণের কর্তব্য’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
(ক) ক্ষুধা বাড়াতে পরিশ্রম
(খ) ক্ষুধা নিবারণ করা
(গ) খাদ্য জোগাতে পরিশ্রম
(ঘ) খাদ্য সংগ্রহ করা

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন।