আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: এ কবিতায় কবির দেশের প্রতি অসীম মমত্ব প্রকাশ পেয়েছে তাই প্রিয় জন্মভূমির অভ্যন্ত তুচ্ছ জিনিসগুলো তাঁর দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে।

কবি মনে করেন, যখন তাঁর মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তাঁর মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের খেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনওবা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন।

এমনও হতে পারে, তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


আবার আসিব ফিরে কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। লক্ষ্মীপেঁচা কোথায় ড়াকছে?
উত্তর: লক্ষ্মীপেঁচা ডাকছে শিমূলের ডালে।

প্রশ্ন ২। ‘সুদর্শন’ কী?
উত্তর: সুদর্শন হলো একধরনের গুবরে পোকা।

প্রশ্ন ৩। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবি জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন ৪। জলাঙ্গী কী?
উত্তর: জলাঙ্গী হচ্ছে– জল যার অঙ্গে (কবি এখানে নদীকে জলাঙ্গী নামে অভিহিত করেছেন)।

প্রশ্ন ৫। ‘ধবল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ধবল’ শব্দের অর্থ সাদা।

প্রশ্ন ৬। রাঙা মেঘ সাঁতরায়ে কী নীড়ে ফিরছে?
উত্তর: রাঙা মেঘ সাঁতরায়ে ধবল বক নীড়ে ফিরছে।

প্রশ্ন ৭। জীবনানন্দ দাশ কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর: জীবনানন্দ দাশ বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৮। জীবনানন্দ দাশ কীভাবে মারা যান?
উত্তর: জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মারা যান।

প্রশ্ন ৯। কবি জীবনানন্দ দাশ ভোরের কাক হয়ে বাংলার কোথায় আসতে চান?
উত্তর: কবি জীবনানন্দ দাশ ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে আসতে চান।

প্রশ্ন ১০। সাদা বকের দল কখন নীড়ে ফিরে আসে?
উত্তর: সাদা বকের দল অন্ধকারে নীড়ে ফিরে আসে।

প্রশ্ন ১১। কবি আবার কোথায় ফিরে আসতে চেয়েছেন?
উত্তর: কবি ধানসিঁড়িটির তীরে ফিরে আসতে চেয়েছেন।

প্রশ্ন ১২। কবি এদেশকে কিসের তীর বলেছেন?
উত্তর: কবি এদেশকে ধানসিঁড়ির তীর বলেছেন।

প্রশ্ন ১৩। কবি কিসের বেশে এদেশে ফিরে আসতে চেয়েছেন?
উত্তর: কবি এদেশে শঙ্খচিল বা শালিকের বেশে ফিরে আসতে চেয়েছেন।

প্রশ্ন ১৪। কবি নবান্নের দেশে কোন বেশে আসবেন?
উত্তর: কবি নবান্নের দেশে ভোরের কাক হয়ে আসবেন।

প্রশ্ন ১৫। কুয়াশার বুকে ভেসে কবি.একদিন কোথায় আসবেন?
উত্তর: কবি একদিন কাঁঠাল ছায়ায় কুয়াশার বুকে ভেসে আসবেন।

প্রশ্ন ১৬। কে হাঁস হতে চেয়েছেন?
উত্তর: কবি হাঁস হতে চেয়েছেন।

প্রশ্ন ১৭। কবি বাংলার কী ভালোবেসে ফিরে আসবেন?
উত্তর: বাংলার নদী-মাঠ-খেত ।

প্রশ্ন ১৮। কবি এদেশকে কিসে ভেজা বলেছেন?
উত্তর: জলাঙ্গীর ঢেউয়ে ভেজা।

প্রশ্ন ১৯। কবি এ দেশকে কেমন ডাঙা বলেছেন?
উত্তর: কবি এদেশের সবুজকে করুণডাঙা বলেছেন।

প্রশ্ন ২০। শিশু কোথায় খইয়ের ধান ছড়াবে?
উত্তর: শিশু উঠানের ঘাসে খইয়ের ধান ছড়াবে।

প্রশ্ন ২১। কিশোর কোথায় সাদা ছেঁড়া পালের ডিঙা বায়?
উত্তর: রূপসার ঘোলাজলে।

প্রশ্ন ২২। ধবল বক কীভাবে নীড়ে ফিরে আসে?
উত্তর: ধবল বক অন্ধকারে রাঙা মেঘ সাঁতরে নীড়ে ফিরে আসে।

প্রশ্ন ২৩। ‘আবার আসিব ফিরে’ কবিতার কবির নাম কী?
উত্তর: জীবনানন্দ দাশ।

প্রশ্ন ২৪। লক্ষ্মীপেঁচা কী?
উত্তর: সুলক্ষণযুক্ত পেঁচা।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।