মংডুর পথে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: মংডুর পথে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

মংডুর পথে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: আমাদের পূর্ব দিকের একটি প্রতিবেশী দেশ মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। লেখকের এই ভ্রমণ শুরু হয়েছিল মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে। লেখক মংডুর মানুষের পোশাক- • পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসায়-বাণিজ্য সম্পর্কে ধারণা দিয়েছেন ‘মংডুর পথে’ রচনায়। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এখানে। সেখানকার নারীরা স্বাধীনভাবে ব্যবসায়-বাণিজ্য করে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাসের বিষয়টিও লেখক লক্ষ করেছেন। মংডুর প্রাচীন ইতিহাসও লেখককে আলোড়িত করেছে। লেখক এ রচনায় মংডুতে ভ্রমণের অভিজ্ঞতাগুলো আবেগময় ভাষায় তুলে ধরেছেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


মংডুর পথে গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। বার্মায় কাদের খুব সম্মানের চোখে দেখা হয়?
উত্তর: বার্মায় ভিক্ষুদের খুব সম্মানের চোখে দেখা হয়।

প্রশ্ন ২। আলাওলের শ্রেষ্ঠ রচনা কোনটি?
উত্তর: আলাওলের শ্রেষ্ঠ রচনা ‘পদ্মাবতী’।

প্রশ্ন ৩। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কী?
উত্তর: আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম ম্রাউক-উ।

প্রশ্ন ৪। ‘পাইক্যা’-এর একচেটিয়া চালক কারা?
উত্তর: পাইক্যার একচেটিয়া চালক মংডুর স্থানীয় মুসলমানরা।

প্রশ্ন ৫। আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম কী?
উত্তর: আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানীর নাম ম্রাউক-উ।

প্রশ্ন ৬। দৌলত কাজী কত শতকের কবি ছিলেন?
উত্তর: দৌলত কাজী সতেরো শতকের কবি ছিলেন।

প্রশ্ন ৭। নদীর ওপাড়ে মুসলিম গ্রামের নাম কী?
উত্তর: নদীর ওপাড়ে মুসলিম গ্রামের নাম সুধার পাড়া।

প্রশ্ন ৮। চট্টগ্রাম এখনও কোন রোডের স্মৃতি বহন করছে?
উত্তর: চট্টগ্রাম এখনও ব্যান্ডেল রোডের স্মৃতি বহন করছে।

প্রশ্ন ৯। ‘চ্যা’ কী?
উত্তর: ‘চ্যা’ হলো মিয়ানমারের টাকা।

প্রশ্ন ১০। কোন গাছের নিচের নুডলসের দোকান রয়েছে?
উত্তর: শিরীষ গাছের নিচে নুডলসের দোকান রয়েছে।

প্রশ্ন ১১। ‘মহাথেরো’ শব্দ দ্বারা কী বোঝানো হয়?
উত্তর: ‘মহাথেরো’ শব্দ দ্বারা বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরুকে বোঝানো হয়।

প্রশ্ন ১২। দৌলত কাজী কত শতকের কবি ছিলেন?
উত্তর: দৌলত কাজী সতেরো শতকের কবি ছিলেন।

প্রশ্ন ১৩। মংডু কোন দেশের সীমান্ত শহর?
উত্তর: মংডু মিয়ানমারের সীমান্ত শহর।

প্রশ্ন ১৪। কখন থেকে মংডুর সাথে চট্টগ্রামের যোগাযোগ?
উত্তর: ব্রিটিশ যুগের বহু আগ থেকে মংডুর সাথে চট্টগ্রামের যোগাযোগ।

প্রশ্ন ১৫। মিয়ানমারের কুমারী মেয়েরা কিসের পসরা নিয়ে বসেছে?
উত্তর: মিয়ানমারের কুমারী মেয়েরা পানীয়ের পসরা নিয়ে বসেছে।

প্রশ্ন ১৬। মিয়ানমারের সবাই কী পরে?
উত্তর: মিয়ানমারের সবাই লুঙ্গি পরে।

প্রশ্ন ১৭। মিয়ানমারে রিকশার বদলে কী আছে?
উত্তর: মিয়ানমারে রিকশার বদলে পাইক্যা আছে।

প্রশ্ন ১৮। লেখক কোন হোটেলে জায়গা পেলেন না?
উত্তর: লেখক ইউনাইটেড হোটেলে জায়গা পেলেন না।

প্রশ্ন ১৯। বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ কিসে?
উত্তর: বিচিত্র ও বিপরীতধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ মশারিতে।

প্রশ্ন ২০। রয়েল রেস্তোরাঁর টুল কোথা থেকে আমদানি করা?
উত্তর: চীন থেকে আমদানি করা।

প্রশ্ন ২১। রেস্তোরাঁর রাখাইন মালিকের ছেলে কোথায় পড়ে?
উত্তর: রেস্তোরাঁর রাখাইন মালিকের ছেলে কলেজে পড়ে।

প্রশ্ন ২২। লেখক প্রথম রাতে কোথায় খেয়েছেন?
উত্তর: লেখক প্রথম রাতে রয়েল রেস্তোরাঁয় খেয়েছেন।

প্রশ্ন ২৩। সুধার ডিয়ার কিসের নাম?
উত্তর: সুধার ডিয়ার নদীর নাম ।

প্রশ্ন ২৪। ভিক্ষা কাদের জীবিকা?
উত্তর: ভিক্ষা বৌদ্ধ ভিক্ষু বা ফুঙ্গিদের জীবিকা।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।