কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের অন্তর্গত। ‘কুলি-মজুর’ কবিতায় কবি মানবসভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন।

যুগ যুগ ধরে কুলি-মজুরের মতো লক্ষ-কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে মানবসভ্যতা। এদেরই অক্লান্ত শ্রমে ও ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে। গড়ে উঠেছে দালানকোঠা, কলকারখানা।

এই শ্রমজীবীদের শোষণ করেই ধনিকশ্রেণি বিত্ত-সম্পদের মালিক হয়ে উঠেছে। যুগ যুগ ধরে এই সমাজব্যবস্থায় কুলি-মজুররাই সবচেয়ে বঞ্চিত ও উপেক্ষিত। এক শ্রেণির হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত-সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ এদের তারা মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ।


কুলি মজুর কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।

প্রশ্ন ২। ‘অগ্নিবীণা’ কী ধরনের গ্রন্থ?
উত্তর : ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ।

প্রশ্ন ৩। ‘কুলি-মজুর’ কবিতার রচয়িতার নাম কী?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন ৪। ‘ঠুলি’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ঠুলি’ শব্দের অর্থ চোখের উপর চাকনি।

প্রশ্ন ৫। বাষ্প শকটে কারা চড়ে?
উত্তর : বাষ্প শকটে বাবু সাহেবেরা চড়ে।

প্রশ্ন ৬। কাজী নজরুল ইসলাম বাংলার কত তারিখে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ।

প্রশ্ন ৭। ‘কুলি-মজুর’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
উত্তর : বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা।

প্রশ্ন ৮। ‘কুলি-মজুর’ কবিতায় কাদের মিথ্যাবাদীর দল বলা হয়েছে?
উত্তর : একশ্রেণির হৃদয়হীন স্বার্থান্ধ ব্যক্তিকে ।

প্রশ্ন ৯। বর্তমান সভ্যতা কাদের দান?
অথবা, মানবসভ্যতা কাদের হাতে গড়ে উঠেছে?
উত্তর : শ্রমজীবী মানুষদের।

প্রশ্ন ১০। ‘কুলি-মজুর’ কবিতায় কবি কাদের মানুষ বলেছেন?
উত্তর : মজুর, মুটে ও কুলিদের।

প্রশ্ন ১১। ‘কুলিরা পড়িল তলে’ কথাটির অর্থ কী?
উত্তর : শ্রমজীবীদের নিচে ফেলে দেওয়া হয়েছে।

প্রশ্ন ১২। ‘কুলি-মজুর’ কবিতায় কী প্রাধান্য পেয়েছে?
উত্তর : শ্রমজীবী মানুষের অধিকারের কথা।

প্রশ্ন ১৩। শ্রমজীবী মানুষদের শোষণ করে কারা?
উত্তর : ধনিকশ্রেণি।

প্রশ্ন ১৪। বিত্ত-সম্পদের মালিক কারা হয়েছে?
উত্তর : ধনিকশ্রেণি

প্রশ্ন ১৫। কারা শ্রমজীবী মানুষদের ঘৃণা করে?
উত্তর : স্বার্থপর মানুষ।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।