প্ৰাৰ্থী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: প্ৰাৰ্থী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্ৰাৰ্থী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘প্রার্থী’ কবিতায় কবি পৃথিবীর শক্তির প্রধান উৎস সূর্যের কাছে উত্তাপ প্রার্থী। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবনধারণ করে থাকে।

প্রচণ্ড শীতে সূর্যের এ উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ। কবি সুকান্ত ভট্টাচার্যও এ কবিতায় সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে।

অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তাঁর অসীম মমতা। তাই কবি এ শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি বস্ত্রহীন শীতার্ত মানুষের সকল দুঃখ ঘুচানোর জন্য নতুন সমাজ গড়তে চান। যেখানে থাকবে না বঞ্চনা-দুঃখ-কষ্ট, থাকবে না বিভেদ।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


প্ৰাৰ্থী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। সুকান্ত ভট্টাচার্য কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ খ্রিষ্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ২। ‘প্রার্থী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘প্রার্থী’ কবিতাটি কবির ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

প্রশ্ন ৩। ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: ‘প্রার্থী’ কবিতাটি ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

প্রশ্ন ৪। সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু সন কত?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু সন হলো ১৯৪৭।

প্রশ্ন ৫। কৃষকের চঞ্চল চোখ কিসের জন্য প্রতীক্ষা করে?
উত্তর: কৃষকের চঞ্চল চোখ ধানকাটার রোমাঞ্চকর দিনগুলোর জন্য প্রতীক্ষা করে।

প্রশ্ন ৬। সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ সালে জন্মগ্রণ করেন।

প্রশ্ন ৭। ‘প্রার্থী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘প্রার্থী’ কবিতাটি ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

প্রশ্ন ৮। সকালের এক টুকরো রোদ্দুর কিসের চেয়ে দামি?
উত্তর: সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও দামি।

প্রশ্ন ৯। সুদীর্ঘ রাত কেমন?
উত্তর: সুদীর্ঘ রাত হিমশীতল।

প্রশ্ন ১০। আমাদের কিসের অভাব যা সূর্য জানে?
উত্তর: আমাদের গরম কাপড়ের অভাব যা সূর্য জানে।

প্রশ্ন ১১। আমরা হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষায় থাকি?
উত্তর: আমরা হিমশীতল সুদীর্ঘ রাত সূর্যের প্রতীক্ষায় থাকি ।

প্রশ্ন ১২। কৃষকের চঞ্চল চোখ কিসের প্রতীক্ষায় থাকে?
উত্তর: ধান কাটার রোমাঞ্চকর দিনের অপেক্ষায় থাকে।

প্রশ্ন ১৩। আমরা খড়কুটো জ্বালাই কখন?
উত্তর: আমরা খড়কুটো জ্বালাই শীতের রাতে।

প্রশ্ন ১৪৷ ‘প্রার্থী’ কবিতায় ঘর কেমন?
উত্তর: ‘প্রার্থী’ কবিতায় ঘর স্যাঁতসেঁতে।

প্রশ্ন ১৫। কবি সূর্য সম্পর্কে কী শুনেছেন?
উত্তর: কবি সূর্য সম্পর্কে শুনেছেন এটি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড।

প্রশ্ন ১৬ । আজ আমরা কিসের অকৃপণ প্রার্থী?
উত্তর: আজ আমরা সূর্যের উত্তাপের অকৃপণ প্রার্থী।

প্রশ্ন ১৭। কখন রৌদ্রকে সোনার চেয়ে দামি মনে হয়?
উত্তর: শীতের সকালে রৌদ্রকে সোনার চেয়ে দামি মনে হয়।

প্রশ্ন ১৮। কবি কাকে উত্তাপ দিতে বলেছেন?
উত্তর: কবি রাস্তার ধারের উলঙ্গ শিশুকে উত্তাপ দিতে বলেছেন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।