৫ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর

৫ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর: সাইকেল চালানো থেকে শুরু করে বিদ্যুতের সাহায্যে বিশাল যন্ত্রপাতি চালানোর জন্য শক্তির প্রয়োজন। কাজ করার সামর্থ্য হলো শক্তি। এর প্রধান উৎস সূর্য। তাপ একপ্রকার শক্তি। তাপ পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তাপের কারণেই পদার্থ কঠিন, তরল ও বায়বীয় দশায় বিরাজ করে এবং দশা পরিবর্তন করে।

৫ম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় প্রশ্ন উত্তর

প্রশ্ন-১. সূর্য থেকে আমরা আলো পাই, এছাড়া এমন একটি উৎসের নাম লেখো যা থেকে আলোক শক্তি পেতে পারি।
উত্তর: মোমবাতি থেকে আলোক শক্তি পেতে পারি।

প্রশ্ন-২. সায়মা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে পড়াশুনা করে। বৈদ্যুতিক বাতি থেকে কোন শক্তি পাওয়া যায়?
উত্তর: বৈদ্যুতিক বাতি থেকে আলোক শক্তি পাওয়া যায়।

প্রশ্ন-৩. সৌর প্যানেলে সৌরশক্তিকে এক ধরনের শক্তিতে রূপান্তরিত করা হয়। শক্তির রূপটির নাম কী?
উত্তর: শক্তির রূপটির নাম হলো বিদ্যুৎ শক্তি।

প্রশ্ন-৪. হাসানের মা মাটির চুলার আগুনে রান্নাবান্না করে। এর থেকে পাওয়া যায় এমন একটি শক্তির নাম লেখো।
উত্তর: চুলার আগুনে তাপ শক্তি পাওয়া যায়।

প্রশ্ন-৫. খাদ্যের রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরের ফলে আমরা দৌড়াতে পারি?
উত্তর: রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরের ফলে আমরা দৌড়াতে পারি।

প্রশ্ন-৬. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এখানে কীভাবে শক্তির রূপান্তর ঘটছে? উত্তর: গতি শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে।

প্রশ্ন-৭. কাঠ পুড়িয়ে রান্নার সময় শক্তির কোন রূপান্তরটি ঘটে?
উত্তর: রাসায়নিক শক্তি → তাপ শক্তি।

প্রশ্ন-৮. উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এ কাজে সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
উত্তর: উদ্ভিদ তার খাদ্য তৈরির সময় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।

প্রশ্ন-৯. তুমি টেলিভিশন চালু করলে ছবি দেখতে ও শব্দ শুনতে পাও। এখানে বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: বিদ্যুৎ শক্তি আলোক ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন-১০. সকেটে ইস্ত্রির প্লাগ লাগিয়ে দিলে ইস্ত্রি আস্তে আস্তে গরম হয়। এতে শক্তির কোন ধরনের রূপান্তর ঘটে?
উত্তর: বিদ্যুৎ শক্তি → তাপ শক্তি।

প্রশ্ন-১১. গাছপালা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। এক্ষেত্রে আলোক শক্তি কীসে রূপান্তরিত হয়?
উত্তর: আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

প্রশ্ন-১২. কয়লা ও তেল এর মধ্যে রাসায়নিক শক্তি জমা আছে। এ থেকে আমরা কোন শক্তি উৎপন্ন করতে পারি?
উত্তর: আমরা তাপশক্তি উৎপন্ন করতে পারি।

প্রশ্ন-১৩. শীলা ভোরের আকাশে সূর্য দেখে। এই সূর্য থেকে সরাসরি পাওয়া যায় এ রকম একটি শক্তির উদাহরণ দাও।
উত্তর: সূর্য থেকে সরাসরি আলোক শক্তি পাওয়া যায়।

প্রশ্ন-১৪. বিজ্ঞানীরা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করছেন। এতে সূর্যের কোন শক্তিকে কাজে লাগানো হচ্ছে?
উত্তর: আলোক শক্তিকে কাজে লাগানো হচ্ছে।

প্রশ্ন-১৫, শক্তির এমন একটি রূপ রয়েছে যা কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে। শক্তির এই রূপকে আমরা কী বলি?
উত্তর: শক্তির এই রূপ হলো— আলো।

প্রশ্ন-১৬. তোমার স্কুল ড্রেসটি বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে আয়রন করলে শক্তির কোন ধরনের রূপান্তর ঘটবে?
উত্তর: বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে।

প্রশ্ন-১৭. দেহে শক্তি যোগাতে পুষ্টিকর খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এতে কোন শক্তি সঞ্চিত থাকে?
উত্তর: খাদ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে।

প্রশ্ন-১৮. বিদ্যুৎ চমকালে আকাশে আলো দেখা যায়। এক্ষেত্রে কোন শক্তি কাজ করে?
উত্তর: বিদ্যুৎ চমকালে তড়িৎ শক্তি কাজ করে।

প্রশ্ন-১৯. সঙ্গীত প্রিয় আসিফ মোবাইল ফোনে লাউড স্পিকারে গান বাজায়। এতে কোন শক্তি উৎপন্ন হয়?
উত্তর: লাউড স্পিকারে গান বাজালে শব্দ শক্তি উৎপন্ন হয়।

প্রশ্ন-২০. শীতকালে ঘরের মধ্যে অতিরিক্ত ঠান্ডা অনুভূত হয়। এমতাবস্থায় ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য তুমি কী করবে?
উত্তর: শীতকালে ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি রুমের এক প্রান্তে হিটার জ্বালাব।

প্রশ্ন-২১. গ্রীষ্মের গরমের দিনে একটি প্লেটের উপর এক টুকরা বরফ রাখলে। এতে কী ঘটবে?
উত্তর: বরফ গলে পানিতে পরিণত হবে।

প্রশ্ন-২২. একখণ্ড লোহার দণ্ডকে গরম করলে তাপ কোন উপায়ে তার মধ্য দিয়ে সঞ্চালিত হবে?
উত্তর: তাপ লোহার দণ্ডের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হবে।

প্রশ্ন-২৩. তুমি একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাল্বের একটু উপরে হাত রেখেছ। তোমার কাছে তাপ কী কী উপায়ে আসবে?
উত্তর: তাপ পরিচলন ও বিকিরণ উপায়ে আমার কাছে আসবে।

প্রশ্ন-২৪ রিমা চা বানাবে বলে ঠান্ডা পানি চুলায় দিলে কিছুক্ষণ পর পাত্রের নিচের অংশের পানি গরম হয়ে তাপ সর্বত্র ছড়িয়ে পড়ে। তাপের এই প্রবাহকে কী বলে?
উত্তর: তাপের এই প্রবাহকে পরিচলন বলে।

প্রশ্ন- ২৫. রুনু ও ঝুনু ছাদে গিয়ে সন্ধ্যায় আকাশে তারা দেখে। এই তারার আলো কোন প্রক্রিয়ায় আমাদের পৃথিবীতে আসে?
উত্তর: তারার আলো বিকিরণ প্রক্রিয়ায় আমাদের পৃথিবীতে আসে।

প্রশ্ন-২৬. সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। এগুলো কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?
উত্তর: বিকিরণ পদ্ধতিতে আলো ও তাপ পৃথিবীতে আসে।

প্রশ্ন-২৭. তুমি একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসালে। তুমি কী লক্ষ করবে?
উত্তর: পাত্রের নিচের অংশের পানি উপরে উঠে আসছে।

প্রশ্ন-২৮. শব্দ সঞ্চালনের জন্য কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমের প্রয়োজন। আলো সঞ্চালনের জন্য কোন মাধ্যমটি প্রয়োজন?
উত্তর: আলো সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না।

প্রশ্ন-২৯, উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন। এর দুইটি উপায় লেখো।
উত্তর: তাপ সঞ্চালনের দুইটি উপায় হলো পরিচলন ও বিকিরণ।

প্রশ্ন-৩০. এক ধরনের শক্তি আছে যা আমাদের দেখতে সাহায্য করে এবং এটি স্বচ্ছ বস্তুর ভেতর দিয়ে যেতে পারে। এখানে কোন শক্তির কথা বলা হয়েছে?
উত্তর: এখানে আলোক শক্তির কথা বলা হয়েছে।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →