২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস (সকল বিষয় পিডিএফ)

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস: আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা? আশাকরি সবাই ভালো আছো। তোমরা হয়তো জানো শিক্ষাবোর্ড ইতিমধ্যে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। তোমরা যদি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস খুজতে থাকো তাহলে আজকের আর্টিকেল টি তোমাদের জন্য।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

আজকের আর্টিকেলে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস (সকল বিষয়) পিডিএএফ সহ শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন  শুরু করি।


২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস

১২ জুন ২০২২, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রানালয় এর এক বিবৃতিতে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটি লিখিত অনুমোদন প্রকাশ করা হয়। উক্ত অনুমোদনে বলা হয়, “শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী’র সভাপতিত্বে অনুষ্ঠিত গত ১১ এপ্রিল, ২০২২ তারিখের সভার সিদ্ধান্ত অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতৎসঙ্গে প্রেরণ করা হলো এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস পিডিএফ

করোনা মহামারী এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, ফলশ্রুতিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত পাঠদান সম্ভব হয় নি এবং পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয় নি বা হবে না। তাই ২০২৩ সালের আগত এসএসসি পরিক্ষা ও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। নিচে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস (সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ)


২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বাংলা

বাংলাতে এবার ১০ টি গদ্য, ১০ টি পদ্য এবং একটি করে নাটক ও উপন্যাস রয়েছে। গদ্য গুলো হচ্ছে সুভা, বইপড়া, আম আঁটির ভেঁপু, মানুষ মুহাম্মদ সা:, নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি। পদ্য গুলো হচ্ছে বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, জীবন-সঙ্গীত, মানুষ, সেই দিন এই সময়, পল্লীজননী, রানার, তোমাকে পাওয়র জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এছাড়া নাটক ও উপন্যাস টি যথাক্রমে কাকতাড়ুয়া, বহিপীর।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বাংলা

মান বন্টন পূর্বের মতই অপ্রিবর্তিত থাকবে এবং মোট ৭৫ টি ক্লাসের মাধ্যমে সিলেবাস সম্পন্ন করা হবে।

SSC 2023 BANGLA SHORT SYLLABUS PDF: DOWNLOAD


২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বাংলা ২য় পত্র

২০২২ সালের ন্যায় ২০২৩ সালের সিলেবাস অপরিবর্তিত হয়েছে। তবে আপনাদের সুবিধার জন্য আমরা ব্যাকরণ অংশ, লিখিত অংশের পাশাপাশি পিডিএফ ও শেয়ার করেছি।

ব্যাকরণ অংশ: 

১.১ বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে।
১.২ বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে।
১.৫ বাংলা শব্দ গঠনের উপায়গুলো বর্ণনা করতে পারবে।
১.৮ বিষয় ও ভাববস্তু অনুযায়ী উপযুক্ত শব্দ প্রয়োগ করতে পারবে।
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
১.১১ বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কে ধারণা ব্যক্ত করতে ও তা প্রয়োগ করতে পারবে।
১.১০ বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণি (পদ) সম্পর্কিত ধারণা ব্যক্ত করতে পারবে।
১.১১ বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কে ধারণা ব্যক্ত করতে ও তা প্রয়োগ করতে পারবে।
১.৬ বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারবে।
১.৯ বিষয় ও ভাববস্তু অনুযায়ী শুদ্ধ বাক্য প্রয়োগ করতে পারবে।
১.৬ বাংলা বাক্যের বৈশিষ্ট্য ও প্রকারভেদ সম্পর্কে ধারণা ব্যক্ত করতে পারবে।
১.১১ বাংলা বিভক্তির ব্যবহার সম্পর্কে ধারণা ব্যক্ত করতে ও তা প্রয়োগ করতে পারবে।
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।
২.৪ বাক্যে বাগ্ধারা, প্রবাদ প্রবচন ব্যবহার করতে পারবে।
১.১৪ অর্থগত ভিন্নতা অনুযায়ী শব্দ প্রয়োগ করতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস বাংলা ২য় পত্র

লিখিত অংশ: 

১. অনুচ্ছেদ
২. সারাংশ ও সারমর্ম
৩. ভাব-সম্প্রসারণ
৪. চিঠিপত্র
৫. সংবাদ প্রতিবেদন
৬. প্রবন্ধ

SSC 2023 BANGLA 2ND SHORT SYLLABUS PDF: DOWNLOAD


২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ইংরেজি ১য় পত্র

SEEN PASSAGE: 

Unit 3: Events and Festivals
Unit 4: Are We Aware?
Unit 5: Nature And Environment
Unit 7: People Who Stand Out
Unit 10: Dreams
Unit 11: Renewable Energy
Unit 12: Roots

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ইংরেজি ১য় পত্র

এছাড়াও UNSEEN PASSAGE, PARAGRAPH, COMPLEATING STORY, EMAIL, এবং DIALOGUE রয়েছে। সবগুলো দেখতে নিচের পিডিএফ ডাউনলোড করুন।

SSC 2023 ENGLISH 1ST SHORT SYLLABUS PDF: DOWNLOAD


২০২৩ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সকল বিষয় পিডিএফ

🔰🔰 এসএসসি ২০২৩ বাংলা ১ম পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ বাংলা ২য় পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ইংরেজী ১ম পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ইংরেজী ২য় পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ গণিত সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ উচ্চতর গণিত সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ রসায়ন সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ জীববিজ্ঞান সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ পদার্থবিজ্ঞান সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ বাংলাদেশ ও বিশ্বপরিচয় সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ পৌরনীতি ও নাগরিকতা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ভূগোল ও পরিবেশ সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ কৃষি শিক্ষা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ গার্হস্থ্য বিজ্ঞান সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ হিসাব বিজ্ঞান সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ব্যবসায় উদ্যোগ সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ অর্থনীতি সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ইতিহাস ও বিশ্বসভ্যতা পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ফিন্যান্স ও ব্যাংকিং ২য় পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ চারু ও কারুকলা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ক্যারিয়ার শিক্ষা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ শারীরিক শিক্ষা, সাস্থবিজ্ঞান ও খেলাধুলা পত্র সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ আরবি সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ সংস্কৃত সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ পালি সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ সংগীত সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস: ডাউনলোড পিডিএফ
🔰🔰 এসএসসি ২০২৩ বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা সিলেবাস: ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন।