(PDF সহ) চাষার দুক্ষু প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

চাষার দুক্ষু প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

চাষার দুক্ষু প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন: রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘চাষার দুক্ষু’ শীর্ষক রচনাটি বাংলা একাডেমি প্রকাশিত “রোকেয়া রচনাবলি” থেকে চয়ন করা হয়েছে। তাঁর শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে লেখালেখির জগৎ উৎসর্গীকৃত হয়েছে পশ্চাৎপদ নারীসমাজের মুক্তি ও সমৃদ্ধির জন্য।

কিন্তু ‘চাষার দুক্ষু’ শীর্ষক প্রবন্ধটি তৎকালীন দারিদ্র্যপীড়িত কৃষকদের বঞ্চনার মর্মন্তুদ দলিল হয়ে রয়েছে। ভারতবর্ষের সভ্যতা ও অগ্রগতির ফিরিস্তি তুলে ধরে তিনি দেখিয়েছেন, সেখানে কৃষকদের অবস্থা কত শোচনীয়।

পাকা বাড়ি, রেলওয়ে, ট্রামওয়ে, স্টিমার, এরোপ্লেন, মোটর গাড়ি, টেলিফোন, টেলিগ্রাফসহ আরও যে কত আবিষ্কার ভারতবর্ষের শহুরে মানুষের জীবন সমৃদ্ধ ও সচ্ছল করে তুলেছে তার ইয়ত্তা নেই। কিন্তু সেই ভারতবর্ষেই কৃষকদের পেটে খাদ্য জোটে না, শীতে বস্ত্র নেই, অসুখে চিকিৎসা নেই। এমনকি তাদের পান্তাভাতে লবণও জোটে না।

সমুদ্র তীরবর্তী লোকেরা সমুদ্রজলে চাল ধুইয়ে লবণের অভাব মেটানোর চেষ্টা করেন। টাকায় পঁচিশ সের চাল মিললেও রংপুরের কৃষকগণ চাল কিনতে না পেরে লাউ, কুমড়া, পাট শাক, লাউ শাক সিদ্ধ করে খেয়ে জঠর- যন্ত্রণা নিবারণ করে। কৃষকদের এই চরম দারিদ্র্যের জন্য তিনি সভ্যতার নামে এক শ্রেণির মানুষের বিলাসিতাকে দায়ী করেছেন।

আবার কোনো কোনো কৃষককেও এই বিলাসিতার বিষে আক্রান্ত করেছে। এ ছাড়া গ্রামীণ কুটির শিল্পের বিপর্যয়ও কৃষকদের দারিদ্র্যের অন্যতম কারণ। কুটির শিল্পকে ধ্বংস করে দিয়ে আত্মনির্ভরশীল গ্রাম-সমাজকে চরম সংকটের মধ্যে ফেলেছে ব্রিটিশ শাসকগোষ্ঠী। কৃষকদের এই মুমূর্ষু অবস্থা থেকে মুক্তির জন্য রোকেয়া সাখাওয়াত হোসেন গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

আর গ্রামীণ কুটির শিল্পকে বাঁচিয়ে রাখারও পরামর্শ দিয়েছেন। এই প্রবন্ধে রোকেয়ার অসাধারণ পাণ্ডিত্য, যুক্তিশীলতা ও চিন্তার বিস্ময়কর অগ্রসরতার প্রতিফলন ঘটেছে।


চাষার দুক্ষু প্রবন্ধের জ্ঞানমূলক প্রশ্ন

১. পূর্বে পল্লিবাসিনীগণ কী দিয়ে কাপড় কাচতেন?
উত্তর: পূর্বে পল্লিবাসিনীগণ ক্ষার দিয়ে কাঁপড় কাচতেন।

২. কৃষক পত্নী কিসের বিনিময়ে কন্যা বিক্রয় করত?
উত্তর: কৃষক পত্নী দুই সের খেসারির বিনিময়ে কন্যা বিক্রয় করত।

৩. “ধান্য তার বসুন্ধরা যার।” — উক্তিটি কে করেছিলেন?
উত্তর: “ধান্য তার বসুন্ধরা যার” —উক্তিটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

৪. ‘পখাল’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘পখাল’ শব্দটির অর্থ ‘পান্তা’।

৫. ‘টেকো’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘টেকো’ শব্দের অর্থ সুতা পাকাবার যন্ত্র।

৬. একখানা ‘এন্ডি’ কাপড় অবাধে কত বছর টেকে?
উত্তর: একখানা ‘এন্ডি’ কাপড় অবাধে চল্লিশ বছর টেকে।

৭. রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা একটি গদ্য গ্রন্থের নাম লেখ।
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা একটি গদ্য গ্রন্থের নাম হলো মতিচুর।

৮. রোকেয়া সাখাওয়াত হোসেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন?
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন জেলার লোকেরা বেশি দরিদ্র বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের রংপুর জেলার লোকেরা বেশি দরিদ্র বলে উল্লেখ করা হয়েছে।

১০. ভারতবাসী কত বছর আগেও অসভ্য ছিল?
উত্তর: ভারতবাসী দেড়শত বছর আগেও অসভ্য ছিল।

১১. ‘অভ্রভেদী’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘অভ্রভেদী’ শব্দের অর্থ আকাশ ভেদকারী বা আকাশচুম্বী।

১২. ‘ছেইলা’ মানে কী?
উত্তর: ‘ছেইলা’ শব্দের অর্থ- ছেলে।

১৩. লর্ড কারমাইকেল কিসের অবস্থান খুঁজে বের করেন?
উত্তর: লর্ড কারমাইকেল রেশমি রুমালের অবস্থান খুঁজে বের করেন।

১৪. রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম কী?
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রকৃত নাম রোকেয়া খাতুন।

১৫.’ ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘অবরোধবাসিনী’ গ্রন্থটি রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা।

১৬. রংপুর অঞ্চলে রেশমকে স্থানীয় ভাষায় কী বলে?
উত্তর: রংপুর অঞ্চলে রেশমকে স্থানীয় ভাষায় ‘এন্ডি’ বলে।

১৭. ভারতবর্ষের কোথায় দুই সের খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করত?
উত্তর: ভারতবর্ষের বিহারে দুই সের খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করত।

১৮. রোকেয়া সাখাওয়াত হোসেন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেন রংপুর জেলায় জন্মগ্রহণ করেন।

১৯. রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাবসান ঘটে কত সালে?
উত্তর: রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনাবসান ঘটে ১৯৩২ সালে।

২০. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে সমাজের মেরুদণ্ড কারা?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে সমাজের মেরুদণ্ড হলো চাষারা। ২১. বেলোয়ারের চুড়ি কী? উত্তর: বেলোয়ারের চুড়ি হলো এক ধরনের উৎকৃষ্ট স্বচ্ছ কাচে প্রস্তুত চুড়ি।

২২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে কোথায় রেশমি রুমাল প্রস্তুত হতো?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে মুর্শিদাবাদে রেশমি রুমাল প্রস্তুত হতো।

২৩. লর্ড কারমাইকেল কোথাকার গভর্নর ছিলেন?
উত্তর: লর্ড কারমাইকেল বঙ্গের গভর্নর ছিলেন। ‘শিবিকা বাহক’ শব্দের অর্থ কী?

২৪. ‘শিবিকা বাহক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘শিবিকা বাহক’ শব্দের অর্থ পালকি বাহক।

২৫. জঠর’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘জঠর’ শব্দের অর্থ পেট বা পাকস্থলী।

২৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধটি ‘রোকেয়া রচনাবলি’ থেকে সংকলিত।

২৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখক কাদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেছেন?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে লেখক কৃষকদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেছেন।

২৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘ছেইলা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘ছেইলা’ শব্দটি সন্তান-সন্ততি অর্থে ব্যবহৃত হয়েছে। ২৯. ‘পৈছা’ কী? উত্তর: ‘পৈছা’ হলো নারীদের মণিবন্ধনের প্রাচীন অলঙ্কার।

৩০. ট্রামওয়ে কী?
উত্তর: ট্রামওয়ে হলো ট্রাম চলাচলের রাস্তা।

৩১. এন্ডি কী?
উত্তর: এন্ডি হলো মোটা রেশমি কাপড়।

৩২. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘মহী’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে, ‘মহী’ শব্দটি পৃথিবী অর্থে ব্যবহৃত হয়েছে।

৩৩. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কারা নবাবি হালে থাকে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে জুট মিলের কর্মচারীগণ নবাবি হালে থাকে।

৩৪. কৃষক কন্যা জমিরনের মাথায় কী পরিমাণ তেল লাগত?
উত্তর: কৃষক কন্যা জমিরনের মাথায় প্রায় আধ পোয়াটাক তেল লাগত।

৩৫. এন্ডি কাপড়ের অন্য নাম কী?
উত্তর: এন্ডি কাপড়ের অন্য নাম হলো আসাম সিল্ক।

৩৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে টাকায় কম সের সরিষার তেল পাওয়া যেত।
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে টাকায় আট সের সরিষার তেল পাওয়া যেত।

৩৭. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে টাকায় কয় সের ঘি পাওয়া যেত?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে টাকায় চার সের ঘি পাওয়া যেত।

৩৮. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে ‘কৌপিন’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে কৌপিন ল্যাঙ্গট বা চীরবসন অর্থে ব্যবহৃত হয়েছে।

৩৯. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে মানুষ কত বছর ধরে সভ্য থেকে সভ্যতর হচ্ছে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধ অনুসারে মানুষ দেড় শত বছর ধরে সভ্য থেকে সভ্যতর হচ্ছে।

৪০. ‘বায়স্কোপ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বায়স্কোপ’ শব্দের অর্থ চলচ্চিত্র, ছায়াছবি বা সিনেমা।

৪১. “মোরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল”— উক্তিটি কার?
উত্তর: “মোরাই ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, উঠান ভরা মুরগি ছিল” উক্তিটি রোকেয়া সাখাওয়াত হোসেনের।

৪২. “ধান ভানিতে শিবের গান” বাগধারাটির অর্থ কী?
উত্তর: “ধান ভানিতে শিবের গান” বাগধারাটির অর্থ অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা।

৪৩. ‘ত্যানা’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ত্যানা’ শব্দের অর্থ ছেঁড়া কাপড়।

৪৪. সভ্যতার আগমনে রমণীরা ক্ষারের পরিবর্তে কিসের ব্যবহার করতে শুরু করেছিল?
উত্তর: সভ্যতার আগমনে রমণীরা ক্ষারের পরিবর্তে সোডা ব্যবহার করতে শুরু করেছিল।

৪৫. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উল্লিখিত ইংরেজ বাচ্চা কে?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধে উল্লিখিত ইংরেজ বাচ্চা লর্ড কারমাইকেল।

৪৬. ‘চাষার দুক্ষু’ প্রবন্ধানুসারে পরম উপাদেয় ব্যঞ্জন কোনটি?
উত্তর: ‘চাষার দুক্ষু’ প্রবন্ধানুসারে ‘শুঁটকি’ মাছ পরম উপাদেয় ব্যঞ্জন।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →