পরিমিতি ১৬.১ সৃজনশীল প্রশ্ন (উত্তর সহ)

পরিমিতি ১৬.১ সৃজনশীল প্রশ্ন

পরিমিতি ১৬.১ সৃজনশীল প্রশ্ন: এসএসসি পরিক্ষার্থীদের জন্য ১৬ তম অধ্যায় খুবি ইমপরট্রান্ট। এই অধ্যায় থেকে প্রতি বছরেই বোর্ড পরিক্ষায় প্রশ্ন আসে। আজকের আর্টিকেলে পরিমিতি ১৬.১ সৃজনশীল প্রশ্ন উত্তর সহ শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।


পরিমিতি ১৬.১ সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন ১। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ ।

ক. ত্রিভুজটির অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার।
খ. ত্রিভুজটির বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় কর।
গ. ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর।

প্রশ্ন ২। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ।

ক. ত্রিভুজটির পরিসীমার দ্বিগুণ কত?
খ. ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
গ. ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

প্রশ্ন ৪। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সে.মি., 27সে.মি. এবং পরিসীমা ৪4 সে.মি.।

ক. ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?
খ. ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমাবিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।

প্রশ্ন ৫। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার।

ক. ত্রিভুজটির প্রদত্ত রাহু দুইটির সমষ্টি কত সেন্টিমিটার?
খ. বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর।
গ. কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ও অসমান বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমান হলে, ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর।

প্রশ্ন ৬। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সে.মি., 7 সে.মি. ও ৪ সে.মি.।

ক. বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন কর।
খ প্রদত্ত লম্বের দৈর্ঘ্যের সমান বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় কর।

প্রশ্ন ৭। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সে.মি. এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার।

ক. ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার?
খ. ত্রিভুজটির পরিসীমা কত সেন্টিমিটার?
গ. ত্রিভুজটির ভূমি ও উচ্চতা উভয়ই 5 সে. মি. করে বৃদ্ধি করা হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পাবে নির্ণয় কর।

প্রশ্ন ১০। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার ও 28 মিটার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ A এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার।

ক. ত্রিভুজটির প্রদত্ত বাহুদ্বয়ের পার্থক্য কত মিটার?
খ. অন্তর্ভুক্ত কোণ A এর মান নির্ণয় কর।
গ. যদি একটি বৃত্তচাপ কেন্দ্রে A কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 126 সে. মি. হয়, তবে চাপের দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধান পিডিএফ


আরও দেখুন: গণিত ২য় অধ্যায়: সেট ও ফাংশন প্রশ্ন ও সমাধান
আরও দেখুন: গণিত ৩য় অধ্যায়: বীজগণিতিক রাশি প্রশ্ন ও সমাধান


আশাকরি পরিমিতি ১৬.১ সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে গেছে। পিডিএফ ডাউনলোডে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মেইলে পিডিএফ দিয়ে দিবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →