অনুচ্ছেদ রচনা: বাংলাদেশের ভেষজ উদ্ভিদ

অনুচ্ছেদ রচনা: বাংলাদেশের ভেষজ উদ্ভিদ

জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। বাংলাদেশের রয়েছে নানা ধরনের উদ্ভিদ। আমাদের মৌলিক প্রয়ােজন অন্ন, বস্ত্র, বাসস্থানের ক্ষেত্রে এবং পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় উদ্ভিদের অবদান অকল্পনীয়। ভেষজ উদ্ভিদ বাংলাদেশের প্রাকৃতিক এক অমূল্য সম্পদ। প্রাচীন কাল থেকে লােকায়ত বাংলায় রােগবালাই নিরাময়ে ভেষজ উদ্ভিদ ব্যবহৃত হয়ে আসছে। সভ্যতার আধুনিকায়নের সাথে সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় অনেক মূর্যবান উদ্ভিদ হারিয়েছে তাদের আবাসস্থল এবং আরও বহু প্রজাতি বিলুপ্তির পথে। স্বাস্থ্যরক্ষায় এ সকল উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বৈচিত্র্যময় উদ্ভিদসম্ভার আমাদের প্রাকৃতিক ঐতিহ্য। প্রায় প্রতিটি উদ্ভিদেরই রয়েছে কিছু-নাকিছু ঔষধি গুণাগুণ। এসব উদ্ভিদের গুণাগুণের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়, যেমন- প্রাথমিক স্বস্থ্য পরিচর্যায় ব্যবহারকারী উদ্ভিদ; রােগ নিরাময় বা উপশমকারী হিসাবে ব্যবহৃত উদ্ভিদ এবং জীবন রক্ষাকারী ঔষধি উদ্ভিদ ইত্যাদি। নয়নতারা, সর্পগন্ধা, ঘৃতকুমারী, পাথরকুচি, বড় কালকেন্দে, শতমূলী, লজ্জবতী, হাড়জোড়া, দাদমর্দন, কেশুতি, যজ্ঞডুমুর, উলটকম্বল, উলটচণ্ডাল, অন্তমূল, মেহেদী, অর্জুন, কালমেঘ, ভেরেণ্ডা, গন্ধভাদাল, সর্বজয়া, বহেড়া, হরিতকি, আকন্দ, এলাচি, মুক্তাঝুরি, অপরাজিতা, থানকুনি, নিম, নুনে শাক, তুলসী, পুদিনা, গিমা, তরুলতা, পুনর্নব, জবা, ময়ূর শিখা, বক ফুল, তিসি, তেরাকুচা, তিল, কুমারী লতা, মূর্তা, কুরেটা, হাতিশুড়, বন ওকরা, কুকসিম, দুধি, চিনিশাম, শটি, পুঁই আমলা, থলপদাসাম লতা, মােরগ ফুল, ছিটকী, তােকমা, অড়হড়, দণ্ডকলস, চা, নীল, বচ, বিষকাটাল, বন আদা, হুরহরিয়া, অনন্তমূল, লেবুঘাস, আমলকী, কণ্টকিনী, গনিয়ারী, বৈঁচি, শালপানি, হেলেঞ্চা, বনধনিয়া, ক্ষেত পাপড়া, মঘানিয়া, ফুটুকি, মারহাটিটিগা, কেউ, ত্রিধারা, দুধিলতা, মেথি, আয়াপান, অশ্বগন্ধা, মহাভৃঙ্গরাজ, মরিচ, গাঁদা কাঁটানটে, ঘেটু কচু, সন্ধ্যামালতী, করমচা, লটকন, লুচিপাতা, কালজ্বিরা, ঘাঘড়া, উঁইচাপা, কেয়া, শূল, মটকিলা, যােয়ান এদেশের উল্লেখযােগ্য ভেষজ উদ্ভিদ। জনসংখ্যা বৃদ্ধি, কৃষিভূমির ক্রমবর্ধমান চাহিদা, অপরিকল্পিত শিল্পকারখানা ও গৃহায়ণের ফলে বনভূমি উজাড় ইত্যাদি নানাবিধ কারণে জীব-এর আবাসভূমি বিনষ্ট হচ্ছে। এসব বিরূপ প্রতিক্রিয়া বৃক্ষ সম্পদকে দ্রুত নিঃশেষের দিকে করছে ধাবিত। ইতােমধ্যে অনেক প্রজাতির উদ্ভিদ হয়েছে বিপন্ন। এ ভয়াবহ পরিণাম রােধের জন্য দেশের বৃক্ষ সম্পদ সংরক্ষণ অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *