এইচএসসি: আঠারাে বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF)

আঠারাে বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

আঠারাে বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্যের “আঠারাে বছর বয়স” কবিতাটি ১৯৪৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত তাঁর ছাড়পত্র’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলােকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন।

কৈশাের থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযােগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলাে আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত-সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া।

পাশাপাশি সমাজজীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর। কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মােকাবিলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে।

যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত- এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। ‘আঠারাে বছর বয়স’ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।


আঠারাে বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: আঠারাে বছর বয়স পদাঘাতে কী বাধা বাঙতে চায়।
উত্তর: আঠারাে বছর বয়স পদাঘাতে পাথর বাধা বাঙতে চায়।

২. প্রশ্ন: ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ছাড়পত্র কাব্যগ্রন্থটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।

৩. প্রশ্ন: কবি সুকান্ত ভট্টাচার্য দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য দৈনিক স্বাধীনতা পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

৪. প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন।

৫. প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোন জেলায়?
উত্তর: সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস গােপালগঞ্জ জেলায়।

৬. প্রশ্ন: এ বয়স জানে?
উত্তর: এ বয়স জানে রক্ত দানের পুণ্য।

৭. প্রশ্ন: আঠারাে বছর বয়স কবিতার শেষ চরণটি লেখো?
উত্তর: আঠারাে বছর বয়স কবিতার শেষ চরণ-এ দেশের বুকে আঠারাে আসুক নেমে।

৮. প্রশ্ন: সুকান্ত ভট্টাচার্য কত বছর জীবিত ছিলেন?
উত্তর: সুকান্ত ভট্টাচার্য একুশ বছর জীবিত ছিলেন।

৯. প্রশ্ন: ছাড়পত্র কী ধরনের রচনা?
উত্তর: চাড়পত্র একটি কাব্যগ্রন্থ।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →