SSC Physics Suggestion 2022

SSC Physics Suggestion 2023 – পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৩

SSC Physics Suggestion 2023: এসএসসি পরিক্ষা সাধারণত বছরের শুরুর দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে শুরু হয়। কিন্তু গত কয়েক বছর থেকে করোনা মহামারী এর কারণে পরিক্ষার সময় টা একটু পিছিয়ে গেছে। সাম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি ২০২২ এর সাম্ভব্য তারিখ ঘোষণা করেছে। চলতি বছরের জুন এ অনুষ্ঠিত হবে এসএসসি ২০২২।

এ বছরও পরিক্ষা শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। তাই আমরা আমাদেরে সাজেশন টি ও শর্ট সিলেবাস এর উপর ভিত্তি করে তৈরি করেছি। আসসালামু আলাইকুল, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। পিডিএফ মেলার এই আর্টিকেলে SSC Physics Suggestion 2022 – পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২২ শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। SSC Physics Suggestion 2022


SSC Physics Suggestion 2023

সৃজনশীল ০১. স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধুবক 0.01cm । উক্ত স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি গােলকের ব্যাস পরিমাপ করা হলাে, যার মূল স্কেলের পাঠ 12.2cm; ভার্নিয়ার সমপাতন 5; যন্ত্রটির যান্ত্রিক ত্রুটি নেই; উক্ত গােলকের ভর 1kg।

ক. লঘিষ্ঠ গণন কী? SSC Physics Suggestion 2022
খ. বল একটি লব্ধ রাশি— ব্যাখ্যা কর।
গ. উক্ত গােলকের ব্যাসার্ধ নির্ণয় কর।
ঘ. উক্ত গােলকটি পানিতে ভাসবে না ডুববে গাণিতিকভাবে ব্যাখ্যা কর।

সৃজনশীল ০২: একটি যন্ত্র স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে।

ক. তরণ কাকে বলে?
খ. সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন?
গ. 15 সেকেন্ড পর যন্ত্রটির বেগ কত হবে?
ঘ. পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে যন্ত্রটির কত সময় লাগবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।

সৃজনশীল ০৩. একটি বন্দুক থেকে 10 g ভরের একটি গুলি 600 ms^1 বেগে নির্গত হওয়ার সময় 2 ms^-1 বেগে পিছনে ধাক্কা দেয়।

ক. লঘিষ্ঠ গণন কী? SSC Physics Suggestion 2022
খ. স্ক্রু গজের লঘিষ্ঠ গণন 0.01 mm বলতে কী বুঝায়?
গ. বন্দুকটির ডর নির্ণয় কর।
ঘ. কী কী ব্যবস্থা অবলম্বন করে বন্দুকটির পশ্চাখবেগের মান আরও কমানাে যায়? গাণিতিক যুক্তিসহ আলােচনা কর।

সৃজনশীল ০৪. গতিশক্তি এক প্রকার যান্ত্রিক শক্তি। রহিমের ভর 30 kg এবং এবং করিমের ভর 20 kg. একটি দৌড় প্রতিযােগিতায় রহিম 5 m/s এবং করিম 6 m/s বেগে দৌড়ায়। এ বেগ অর্জন করতে কৃতকাজই তাদের গতিশক্তি।

ক. নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখ।
খ. রহিমের গতিশক্তি ঋণাত্মক হতে পারে কি-না? ব্যাখ্যা কর।
গ. দৌড়ের সময় কার গতিশক্তি কম ছিল- নির্ণয় কর।
ঘ. যদি রহিম ও করিমের ভরবেগ সমান হতাে তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতাে? বিশ্লেষণ কর।

সৃজনশীল ০৫. মিনা তার ছােট ভাইয়ের সাথে একটি পুকুরের পাড়ে বসেছিল। তার ভাইয়ের হাতে 200g ভরের এবং 250cm^3 আয়তনের একটি বল ছিল। হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। পুকুরটির পানির গভীরতা ছিল 3m। (পানির ঘনত্ব 1000 kg/m^3 এবং g = 9.8 ms^-2)

ক. রবার্ট হুকের স্থিতিস্থাপকতার সূত্রটি লিখ।
খ. 250J কাজ বলতে কী বুঝায়? SSC Physics Suggestion 2022
গ. পুকুরটির তলদেশে পানির চাপ নির্ণয় কর।
ঘ. বলটি পানিতে ডুবে যাবে কি? গাণিতিক যুক্তিসহ মতামত দাও।

সৃজনশীল ০৬: সমতল পৃষ্ঠের উপর অবস্থিত দুটি ১০ তলা ভবনের মাঝে ভূ-পৃষ্ঠের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি বন্দুক থেকে গুলি ছুঁড়ল। সে 2s পরে প্রথম প্রতিধ্বনি এবং 2.15s পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল। ঐ সময়ে বায়ুর তাপমাত্রা ছিল 35°C।

ক. বিস্তার কাকে বলে? SSC Physics Suggestion 2022
খ. শব্দের তীব্রতা 40 Wm-2 বলতে কী বুঝায়?
গ. ভবন দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর।
ঘ. উদ্দীপক অনুসারে ব্যক্তিটি ২য় প্রতিধ্বনি শুনার কত সময় পর তৃতীয় প্রতিধ্বনি শুনতে পারবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

সৃজনশীল ০৭: একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসে পরীক্ষণের প্রথম পর্যায়ে একটি অবতল দর্পণের সামনে 2 cm দৈর্ঘ্যের একটি কাঠি রাখায় পর্দায় এর 3.51 গুণ প্রতিবিম্ব দেখতে পেল। পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে পর্দায় এর 6 গুণ প্রতিবিম্ব দেখতে পেল।

ক. বিবর্ধন কী?
খ. ভিউ মিরর হিসেবে সমতল দর্পণ ব্যবহার করা হয় না কেন?
গ. পরীক্ষণের প্রথম পর্যায়ে কাঠিটির প্রতিবিম্বের দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় কর।
ঘ. পরীক্ষণের দ্বিতীয় পর্যায়ে কী কী পরিবর্তন করা হয়েছিল?

সৃজনশীল ০৮: বৈদ্যুতিক সংযােগে ব্যবহৃত একটি তার C এর রােধকত্ব 1.7 x 10^-8 ওহম মিটার। তারটি 5m লম্বা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 7 x 10^-8 m^2।

ক.পরিবাহকত্ব কাকে বলে? SSC Physics Suggestion 2022
খ. কোনাে বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা 40 w বলতে কী বুঝ?
গ. C তারটির রােধ কত হবে?
ঘ. তারটি 10 m সঘা হলে এর রােধের কোনাে পরিবর্তন হবে কি-না গাণিতিকভাবে দেখাও।

সব গুলো অধ্যায় এর সাজেশন একই আর্টিকেলের মধ্যে শেয়ার করলে আর্টিকেল টি অনেক বড হয়ে যাবে। তাই আমরা অধ্যায় ভিত্তিক শেয়ার করেছি। আপনার যে অধ্যায় এর প্রয়োজন আপনি নিচের লিংক থেকে খুব সহজেই সেই অধ্যায় এর সাজেশন দেখতে পারবেন।

✅✅ অধ্যায় ১ : ভৌত রাশি ও পরিমাপ
✅✅ অধ্যায় ২ : গতি
✅✅ অধ্যায় ৩ : বল
✅✅ অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
✅✅ অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
✅✅ অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
✅✅ অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
✅✅ অধ্যায় ১১ : চল তড়িৎ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন।

ssc suggestion 2022