আমাদের লােকশিল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: আমাদের লােকশিল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (PDF)

আমাদের লােকশিল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন: ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি ‘আমাদের লোককৃষ্টি’ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক-ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এ বর্ণনায় লোকশিল্পের প্রতি তাঁর গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্যব্যবহার্য অধিকাংশ জিনিসই এ কুটিরশিল্পের ওপর নির্ভরশীল।

শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যায়। অতীতে আমাদের দেশে তৈরি লোকশিল্পের উচ্চমানের দ্রব্যগুলোর মধ্যে ঢাকাই মসলিন অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকাই জামদানি শাড়ি অনেকাংশে সেই স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে-বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প।

কাঁথার প্রতিটি সুচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক-একটি পরিবারের কাহিনি, তাদের পরিবেশ এবং তাদের জীবনগাথা। আমাদের দেশের কুমোরপাড়ার মৃৎশিল্পীরা নানা রকম তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যসামগ্রী তৈরি করে। বিভিন্ন ধরনের পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে।

খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সবার কাছে পরিচিত। আমাদের গ্রামের ঘরে ঘরে যে শিকা, হাতপাখা, ফুলপিঠা তৈরি করা হয় তা মোটেই অবহেলার জিনিস নয়। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ। এসব পুতুল শুধু আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্বই করে না, এগুলো বিদেশে রপ্তানি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হওয়া যায় ।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: অতিথির স্মৃতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ভাব ও কাজ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পড়ে পাওয়া
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: তৈলচিত্রের ভূত
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আমাদের লােকশিল্প
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: সুখী মানুষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: শিল্পকলার নানা দিক
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মংডুর পথে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা নববর্ষ
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাংলা ভাষার জন্মকথা


আমাদের লােকশিল্প গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। কোন অঞ্চলের কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে?
উত্তর: বরিশাল অঞ্চলের কাঠের নৌকা বেশ নিপুণতার দাবি রাখে।

প্রশ্ন ২। বরিশালের কিসের কাজ বেশ নিপুণতার দাবি রাখে?
উত্তর: বরিশালের কাঠের নৌকার কাজ বেশ নিপুণতার দাবি রাখে।

প্রশ্ন ৩। খাদি কাপড়ের বিশেষত্ব কী?
উত্তর: খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে, এর সবটাই হাতে প্রস্তুত।

প্রশ্ন ৪। ‘ঐতিহ্য’ কী?
উত্তর: ‘ঐতিহ্য’ হলো অতীতের গর্ব ও গৌরবের বস্তু।

প্রশ্ন ৫। বরিশালের কী কাজ নিপুণতার দাবি রাখে?
উত্তর: বরিশালের কাঠের নৌকার কাজ বেশ নিপুণতার দাবি রাখে।

প্রশ্ন ৬। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে?
উত্তর: আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি ‘আমাদের লোককৃষ্টি’ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে।

প্রশ্ন ৭। ঢাকার মসলিন এক সময় কাদের বিলাসের বস্তু ছিল?
উত্তর: ঢাকার মসলিন এক সময় মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল।

প্রশ্ন ৮। জামদানি কারিগরদের বসবাস কোন গ্রামে?
উত্তর: জামদানি কারিগরদের বসবাস নারায়ণগঞ্জ জেলার নওয়াপাড়া গ্রামে।

প্রশ্ন ৯। কামরুল হাসান কোথায় অধ্যাপনা করেছিলেন?
উত্তর: কামরুল হাসান ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনা করেছিলেন।

প্রশ্ন ১০। নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত ঋতু কোনটি?
উত্তর: নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত ঋতু বর্ষা।

প্রশ্ন ১১। কোন জেলার কাঠের নৌকা বিখ্যাত?
উত্তর: বরিশাল জেলার কাঠের নৌকা বিখ্যাত ।

প্রশ্ন ১২। ঢাকার কোন জিনিসটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
উত্তর: ঢাকার মসলিন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল।

প্রশ্ন ১৩। ঢাকার নবাব পরিবার কী দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিলেন?
উত্তর: ঢাকায় নবাব পরিবার হাতির দাঁত দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিলেন।

প্রশ্ন ১৪। আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ কী তৈরি করা?
উত্তর: আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ হলো কাপড়ের পুতুল তৈরি করা।

প্রশ্ন ১৫। বাংলার কোন গ্রামীণ লোকশিল্পটি আজ বিলুপ্তপ্রায়?
উত্তর: বাংলার নকশিকাঁথা গ্রামীণ লোকশিল্পটি আজ বিলুপ্তপ্রায়।

প্রশ্ন ১৬। কামরুল হাসান কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: কামরুল হাসান ১৯২১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৭। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে কী জড়িত?
উত্তর: খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে লোকশিল্প নিবিড়ভাবে জড়িত।

প্রশ্ন ১৮। আমরা কোন কোন জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি?
উত্তর: আমাদের লোকশিল্পের উচ্চমানের জিনিসগুলোর কথা স্মরণ করে গর্ববোধ করি।

প্রশ্ন ১৯। এককালে দুনিয়াজুড়ে কী প্রবল আলোড়ন তুলেছিল?
উত্তর: এককালে ঢাকার ডেমরার তাঁতিদের অমূল্য সৃষ্টি ঢাকাই মসলিন দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

প্রশ্ন ২০। মসলিন কাপড়ের বিশেষত্ব কী?
উত্তর: মসলিন কাপড়ের বিশেষত্ব হলো- এ কাপড় খুবই সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো তাই এটি ছিল খুব মিহি।

প্রশ্ন ২১। একটি নকশিকাঁথা সেলাই করতে কত সময় লাগত?
উত্তর: একটি নকশিকাঁথা সেলাই করতে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাস সময় লাগত ।

প্রশ্ন ২২। বর্তমান যুগে গর্বের বস্তু কী?
উত্তর: বর্তমান যুগে গর্বের বস্তু জামদানি শাড়ি।

প্রশ্ন ২৩। মেয়েরা কীভাবে নকশিকাঁথা সেলাই করতে বসত?
উত্তর: মেয়েরা বর্ষাকালে দুপুরের খাওয়া শেষ করে পানের বাটা সাথে নিয়ে পা মেলে দিয়ে নকশিকাঁথা সেলাই করতে বসত।

প্রশ্ন ২৪। এক-একটি নকশিকাঁথার ভেতর কী লুকিয়ে আছে?
উত্তর: এক-একটি নকশিকাঁথার ভেতর লুকিয়ে আছে গ্রামীণ মেয়েদের এক-একটি পরিবারের কাহিনি, পরিবেশ ও জীবনগাথা।

প্রশ্ন ২৫। বাংলাদেশের কোথায় কোথায় তাঁতশিল্পের মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়?
উত্তর: বাংলাদেশের ঢাকা, টাঙ্গাইল, সাজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম ইত্যাদি অঞ্চলে তাঁতশিল্পের মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় ।

প্রশ্ন ২৬। জামদানি শাড়ি তৈরির ক্ষেত্রে কী ধরনের আবহাওয়া উপযোগী?
উত্তর: জামদানি শাড়ি তৈরির জন্য আর্দ্র আবহাওয়া উপযোগী ।

প্রশ্ন ২৭। কিসের ভিত্তিতে শীতলক্ষ্যার তীরে বড় বড় কাপড়ের কারখানা গড়ে উঠেছে?
উত্তর: ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার ভিত্তিতে শীতলক্ষ্যার তীরে বড় বড় কাপড়ের কারখানা গড়ে উঠেছে।

প্রশ্ন ২৮। শহরের আধুনিক পরিবেশে কোন কাপড়ের সমাদর রয়েছে?
উত্তর: শহরের আধুনিক পরিবেশে খাদি কাপড়ের সমাদর রয়েছে।

প্রশ্ন ২৯। কোন আদর্শ খাদি কাপড়ের দ্বারা সাফল্য লাভ করেছে?
উত্তর: “স্বদেশি আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহার”– এই আদর্শ।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।