চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন – Class 4 Science Question

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন (Class 4 Science Question) খুজতেছেন কিন্তু পাচ্ছেন না, তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিডিএফ মেলার আজকের আর্টিকেলে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন – Class 4 Science Question শেয়ার করা হবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন – Class 4 Science Question

১। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ

ক) পানি বাহিত রােগের দুইটি কারণ লেখ
খ) উদ্ভিদ ও প্রাণীর ৪টি আবাসস্থলের নাম লেখ।
গ) আমাদের জীবনে মাটির পাঁচটি ব্যবহার লেখাে।
ঘ) উদ্ভিদের বৃদ্ধির জন্য কী কী প্রয়ােজন?
ঙ) কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে?
চ) জীবের বেঁচে থাকার জন্য কী কী প্রয়ােজন?
ছ) উদ্ভিদের খাদ্য তৈরিতে কী কী প্রয়ােজন?
জ) উদ্ভিদ ও প্রাণীর তিনটি পার্থক্য লেখ।
ঝ) কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়?
ঞ) মাটির উর্বরতা বজায় রাখার উপায় কী কী?
ট) ভিটামিন ‘সি’ এর উৎস কী?
ঠ) ভিটামিনের অভাবে হতে পারে এমন তিনটি রােগের নাম লেখ।
ড) ভিটামিন ‘এ’ এর কাজ কী?
ঢ) ভিটামিন বি কমপ্লেক্স কী?
ণ) পানি বাহিত তিনটি রােগের নাম লেখ।

২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করঃ (যে কোন ১২টি)

ক) —– দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রােগ ছড়ায়
খ) কলেরা, আমাশয় এবং টাইফয়েড —– লােগ।
গ) সুস্থ থাকার জন্য প্রতিদিন —– খেতে হবে।
ঘ) ভিটামিন ‘এ’ এর অভাব হলে —– হয়।
ঙ) —– হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আরণ।
চ) মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি —– হয়।
ছ) কম্পােষ্ট একটি —– সার।
জ) লবণাক্ত পানির বিশাল ভান্ডা হলাে —– ।
ঝ) উট তার পিঠের কুঁজে —– বসিয়ে রাখে।
এ) উদ্ভিদ এবং প্রাণী —– বিভিন্ন স্থানে বাস করে।
ট) উদ্ভিদের খাদ্য তৈরিতে —– পানি এবং বায়ু প্রয়োজন।
ঠ) মানুষ —– আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে।
ড) জীব তার প্রয়ােজনীয় সকল বস্তু —– থেকে পেয়ে থাকে।
ঢ) ঘনভাবে জন্মানাে বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলাে —– ।

৩। বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশ মিল করোঃ

বামপাশ
ক) খাবার স্যালাইন
খ) টয়লেট পরিষ্কার রাখা
গ) ক্লান্তি দূর করা
ঘ) ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা
ঙ) দুগ্ধজাত খাদ্য

ডানপাশ
ক) শরীর পরিষ্কার রাখা।
খ) ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে।
গ) সব সময় নিরাপদ পানি পান করতে হবে।
ঘ) পানি বাহিত রােগ প্রতিরােধ করে।
ঙ) সব সয়াবিন তেল।
চ) গান শােনা, বই পড়া
ছ) দই 

৪। বড় প্রশ্ন (যে কোন ৮টি প্রশ্নের উত্তর দাও)।

ক) মানুষ কীভাবে পরিবেশের পরিবর্তন করছে?
খ) পরিবেশ পরিবর্তনের ফলে জীব কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?
গ) ক্যাকটাস ও উট কীভাবে মরুভূমিতে টিকে থাকে?
ঘ) উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়?
ঙ) পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলাে কী?
চ) কীভাবে আমরা মাটি দূষণ রােধ করতে পারি বর্ণনা করাে।
ছ) মাটি কীভাবে সংরক্ষণ করা যায়?
জ) সুষম খাদ্য কেন প্রয়ােজন? ব্যাখ্যা করাে।
ঝ) শরীর সুস্থ রাখতে হলে আমাদের কী কী করতে হবে?
ঞ) পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার উপায়সমূহ বর্ণনা করাে।

আমাদের শেয়ার করা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন – Class 4 Science Question টি একটি নমুনা প্রশ্ন। তবে আপনারা বাসায় অনুশীলন করতে বা আপনার প্রিপারেশন এর জন্য প্রশ্নটি ব্যবহার করতে পারবেন।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।

About মেরাজুল ইসলাম

আমি মেরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পাশাপাশি একজন ব্লগার। এডুকেশন এর প্রতি ভালোবাসাও অনলাইল শিক্ষার পরিসর বাড়ানোর জন্য এডুকেশন ব্লগের পথচলা। ব্লগিং এর পাশাপাশি আমি ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট রাইটিং, কাস্টমাইজ সহ ওয়েব রিলেটেড সকল কাজ করি।

View all posts by মেরাজুল ইসলাম →