বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন (PDF সহ)

বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: মধ্যযুগের বাংলা কাব্যসাহিত্যের অন্যতম কবি আবদুল হাকিম। মধ্যযুগের কবিদের মধ্যে তিনিই বাংলা ভাষার প্রথম কবি যিনি দেশি ভাষার গুণকীর্তন করে কাব্য রচনা করেছেন। তাঁর কাছ থেকে অনুপ্রেরণা লাভ করে পরবর্তীকালের কবি-সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন।

‘বঙ্গবাণী’ কবিতায় কবি মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। সেকালে একশ্রেণির মানুষ সংস্কৃত, আরবি ও ফারসি ভাষায় রচিত গ্রন্থসমূহ বিশেষ করে ধর্মীয় বিষয়কে বাংলা ভাষায় রূপান্তরের ঘোর বিরোধী ছিলেন। অথচ তাদের বোধগম্য ভাষা হচ্ছে নিজ নিজ মাতৃভাষা।

কবি উপলব্ধি করেছেন, বাংলা ভাষায় গ্রন্থ রচিত না হলে সাধারণ মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। মানুষের নিজ ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর কৃপা পাওয়ার সমান অধিকার রয়েছে। আর মহান স্রষ্টা তাঁর সৃষ্ট সব পশু-পাখি ও মানুষের ভাষাই বুঝতে পারেন। তাই কবি নিজ ভাষায় কাব্য রচনার এবং ধর্মীয় উপাসনার পক্ষে তার মতামত প্রকাশ করেন।

তিনি বলেন, মারফত সম্পর্কে যারা অজ্ঞ তারাই হিন্দুয়ানি ভাষাজ্ঞানে বাংলা ভাষার প্রতি অনীহা প্রকাশ করে। বাংলার মাটিতে জন্মে যারা বাংলা ভাষার প্রতি বিরূপ মনোভাব পোষণ করে কবি তাদের জন্মপরিচয় নিয়ে সন্দিহান।

কবির মতে, তাদের এ দেশ ত্যাগ করা উচিত। সব ভাষার প্রতি শ্রদ্ধা রেখেই দেশীয় ভাষার সহজবোধ্যতা সাধারণ মানুষের বোধগম্য। ফলে জ্ঞানান্বেষণে সুবিধার কথা চিন্তা করেই কবি আলোচ্য কবিতায় বাংলা ভাষায় গ্রন্থ রচনার পক্ষে মতামত ব্যক্ত করেছেন।


বঙ্গবাণী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। ‘বঙ্গবাণী’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘বঙ্গবাণী’ কবিত কবির ‘নূরনামা’ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন ২। কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন?
উত্তর: বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যারা হিংসা করে কবি তাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।

প্রশ্ন ৩। ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
উত্তর: জুয়ায় শব্দের অর্থ জোগায়।

প্রশ্ন ৪। কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে?
উত্তর: মারফতে জ্ঞানহীনরা হিন্দুর অক্ষরকে হিংসা করে।

প্রশ্ন ৫। ‘ছিফত’ শব্দের অর্থ কী? উত্তর: ছিফত শব্দের অর্থ গুণ।

প্রশ্ন ৬। কবি আবদুল হাকিম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি আবদুল হাকিম ১৬২০ সালে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৭। কবি আবদুল হাকিম কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি আবদুল হাকিম সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৮। মানুষের সব ভাষা বোঝেন কে?
উত্তর: সৃষ্টিকর্তা মানুষের সব ভাষা বোঝেন।

প্রশ্ন ৯। মধ্যযুগের অন্যতম কবি কে?
উত্তর: মধ্যযুগের অন্যতম কবি হলেন আবদুল হাকিম।

প্রশ্ন ১০। আবদুল হাকিম কোন যুগের অন্যতম প্রধান কবি?
উত্তর: আবদুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি।

প্রশ্ন ১১। কবি কাদের বিদেশে যেতে বলেছেন?
উত্তর: কবি তাদের বিদেশে যেতে বলেছেন যাদের দেশি ভাষার প্রতি অনুরাগ নেই।

প্রশ্ন ১২। সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন?
উত্তর: সৃষ্টিকর্তা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন ।

প্রশ্ন ১৩। মাতৃভাষা কী?
উত্তর: শিশু প্রথম মায়ের মুখ থেকে যে ভাষায় কথা বলতে শেখে তা-ই তার মাতৃভাষা।

প্রশ্ন ১৪। প্রভু কোন বাক্য বোঝেন?
উত্তর: প্রভু সব দেশের সব বাক্য বোঝেন।

প্রশ্ন ১৫। ‘হিংসে’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘হিংসে’ শব্দটির অর্থ বিদ্বেষ পোষণ করে।

প্রশ্ন ১৬। আরবি-ফারসি ভাষার প্রতি কবির কী নেই?
উত্তর: আরবি-ফারসি ভাষার প্রতি কবির রাগ বা দ্বেষ নেই।

ডাউনলোড পিডিএফ


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। এছাড়াও আমাদের কোন আপডেট মিস না করতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে ফেসবুকে কানক্ট থাকতে পারেন।