বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

৮ম শ্রেণি: বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন: ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় কবি মুঘল সম্রাট বাবুরের মহানুভবতার বর্ণনা দিয়েছেন। এতে বাবুরের মহৎ আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর রাজ্য বিজয়ের পর প্রজাসাধারণের হৃদয় জয়ে মনোযোগী হয়েছেন।

কিন্তু পরাজিত রাজপুতগণ তাঁকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাজপুত-বীর রণবীর চৌহান বাবুরকে হত্যা করার জন্য দিল্লির রাজপথে ঘুরছিল। এমন সময় বাবুর নিজের জীবনের মায়া ছেড়ে পাগলা হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন। এ দৃশ্য নিজের চোখে দেখে চৌহান অবাক হয়।

সে বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে। মহাপ্রাণ বাবুর তাকে ক্ষমা করেন এবং নিজের দেহরক্ষী নিয়োগ করেন।


৮ম শ্রেণির বাংলা ১ম পত্র এর সকল করিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: মানবধর্ম
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বঙ্গভূমির প্রতি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: দুই বিঘা জমি
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: পাছে লোকে কিছু বলে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্রার্থনা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: বাবুরের মহত্ত্ব
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: নারী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: আবার আসিব ফিরে
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: রুপাই
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: জাগো তবে অরণ্য কন্যারা
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: প্ৰাৰ্থী
🔅🔅 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: একুশের গান


বাবুরের মহত্ত্ব কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

প্রশ্ন ১। কোন যুদ্ধে সংগ্রাম সিং-এর পতন হয়?
উত্তর: খায়নুর প্রান্তরের যুদ্ধে সংগ্রাম সিং-এর পতন হয়।

প্রশ্ন ২। ‘গুপ্ত কৃপাণ’ কী?
উত্তর: ‘গুপ্ত কৃপাণ’ হলো- লুকানো তলোয়ার।

প্রশ্ন ৩। বাবুরের ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কী?
উত্তর: প্রজাসাধারণের দুঃখ-কষ্ট দূর করতে বাবুর ছদ্মবেশে রাজপথে ঘুরে বেড়ান।

প্রশ্ন ৪। খানুয়ার প্রান্তর কী?
উত্তর: খানুয়ার প্রান্তর হলো আগ্রার পশ্চিমে অবস্থিত যুদ্ধক্ষেত্র।

প্রশ্ন ৫। ‘গুপ্ত কৃপাণ’ অর্থ কী?
উত্তর: ‘গুপ্ত কৃপাণ’ অর্থ- লুকানো তলোয়ার।

প্রশ্ন ৬। কালিদাস রায় কবি হিসেবে কোন উপাধিতে ভূষিত হন?
উত্তর: কালিদাস রায় ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত হন।

প্রশ্ন ৭। সংগ্রাম সিংকে বাবুর কোথায় পরাজিত করেন?
উত্তর: সংগ্রাম সিংকে বাবুর খানুয়ার প্রান্তরে পরাজিত করেন।

প্রশ্ন ৮। সম্রাট বাবুর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন?
উত্তর: সম্রাট বাবুর মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।

প্রশ্ন ৯। কালিদাস রায়ের উপাধি কী?
উত্তর: কালিদাস রায়ের উপাধি- পর্ণপুট।

প্রশ্ন ১০। কালিদাস রায় কোন উপাধিতে ভূষিত হন?
উত্তর: কালিদাস রায় ‘কবিশেখর’ উপাধিতে ভূষিত হন।

প্রশ্ন ১১। ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সম্রাটের নাম কী?
উত্তর: ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সম্রাটের নাম সুলতান ইব্রাহিম লোদি ।

প্রশ্ন ১২। বাবুরের আসল নাম কী?
উত্তর: বাবুরের আসল নাম জহিরুদ্দিন মুহম্মদ।

প্রশ্ন ১৩। পাঠান বাদশাহ লোদি কোন যুদ্ধে নিহত হন?
উত্তর: পাঠান বাদশাহ লোদি পানিপথের যুদ্ধে নিহত হন।

প্রশ্ন ১৪। ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটির কবি কে?
উত্তর: কালিদাস রায়।

প্রশ্ন ১৫। কবি কালিদাস রায় কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কবি কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কড়াই গ্রামে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৬। কালিদাস রায় কোন যুগের কবি?
উত্তর: আধুনিক যুগের।

প্রশ্ন ১৭। কবি কালিদাস রায় পেশায় কী ছিলেন?
উত্তর: কবি কালিদাস রায় পেশায় শিক্ষক ছিলেন।

প্রশ্ন ১৮। কবি কালিদাস রায় রচিত ‘বৈকালী’ কী ধরনের গ্রন্থ।
উত্তর: ‘বৈকালী’ একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন ১৯। শাহিগদি কী?
উত্তর: শাসনকার্য পরিচালনার জন্য বাদশাগণ যে আসনে বসেন।

প্রশ্ন ২০। ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় ‘প্রান্তর’ কী?
উত্তর: প্রান্তর হচ্ছে বিস্তৃত মাঠ বা ময়দান।

প্রশ্ন ২১। ‘করি-শুন্ড’ মানে কী।
উত্তর: ‘করি-শুণ্ড’ মানে হাতির শুঁড়।

প্রশ্ন ২২। জিনিতে শব্দের অর্থ কী?
উত্তর: জিনিতে শব্দের অর্থ- জয় করতে।

প্রশ্ন ২৩। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাবুর।

প্রশ্ন ২৪। বাবুর অল্প বয়সেই কতবার সিংহাসন হারান।
উত্তর: বাবুর অল্প বয়সেই দুবার সিংহাসন হারান।

প্রশ্ন ২৫। নিজ দেশ ছেড়ে বাবুর প্রথম কোন দেশের সিংহাসন অধিকার করেন?
উত্তর: আফগানিস্তানের সিংহাসন।

প্রশ্ন ২৬। বাবুর কাকে পরাজিত করে দিল্লি অধিকার করেন?
উত্তর: ইব্রাহিম লোদিকে।

প্রশ্ন ২৭। বাবুরের কাছে পরাজিত মেবারের রাজার নাম কী?
উত্তর: সংগ্রাম সিংহ।

প্রশ্ন ২৮। ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সুলতানের নাম কী?
উত্তর: সুলতান ইব্রাহিম লোদি।

প্রশ্ন ২৯। দিল্লির উত্তর-পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রটির নাম কী?
উত্তর: পানিপথ।

প্রশ্ন ৩০। ‘পানিপথ’ নামক স্থানে কয়টি ঐতিহাসিক যুদ্ধ হয়েছে?
উত্তর: ৩টি।

প্রশ্ন ৩১। ‘খানুয়ার প্রান্তর’ কী?
উত্তর: আগ্রার পশ্চিমে অবস্থিত যুদ্ধক্ষেত্র।

প্রশ্ন ৩২। দৌলত খাঁ লোদি কোন অঞ্চলের শাসক ছিলেন?
উত্তর: পাঞ্জাবের।

প্রশ্ন ৩৩। বাবুরকে ভারত আক্রমণ করার জন্য আহ্বান করেন কে?
উত্তর: দৌলত খাঁ লোদি।

প্রশ্ন ৩৪। ইব্রাহিম লোদির সঙ্গে কে বিশ্বাসঘাতকতা করেন?
উত্তর: দৌলত খাঁ লোদি।

প্রশ্ন ৩৫। রাজ্য জয়ের পর বাবুর কোন বিষয়ে মনোযোগী হন?
উত্তর: প্রজাদের মনোরঞ্জনের বিষয়ে।

প্রশ্ন ৩৬। ছদ্মবেশে বাবুর পথে পথে ঘুরে ঘুরে কী খুঁজতে লাগলেন?
উত্তর: প্রজাদের দুঃখ-কষ্ট।

প্রশ্ন ৩৭। জামার আড়ালে কৃপাণ লুকিয়ে বাবুরকে খুঁজে ফেরে কে?
উত্তর: রাজপুত যুবক রণবীর চৌহান।

প্রশ্ন ৩৮। রণবীর চৌহান কার রক্তে চিতোরের অপমান মেটাতে চায়?
উত্তর: বাবুরের রক্তে।

প্রশ্ন ৩৯। দিল্লির পথে দাঁড়িয়ে মানুষের আসা-যাওয়া লক্ষ করে কে?
উত্তর: রণবীর চৌহান।

প্রশ্ন ৪০। বাবুর রাজ্য জয় করে কী বুঝলেন?
উত্তর: মাটির দখলই খাঁটি জয় নয়।

প্রশ্ন ৪১। “বিজিতের হৃদি দখল করিবে” বলে কে স্থির করলেন?
উত্তর: সম্রাট বাবুর।

প্রশ্ন ৪২। রাজপুত যুবক কার মহত্ত্বে বিস্মিত হলেন?
উত্তর: সম্রাট বাবুরের।

প্রশ্ন ৪৩। ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার মধ্য দিয়ে কবি কালিদাস রায় কী করতে চেয়েছেন?
উত্তর: তিনি মানবিক মূল্যবোধ সম্পর্কে মানুষকে সচেতন করতে চেয়েছেন।

প্রশ্ন ৪৪। ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটির লাইন সংখ্যা কত?
উত্তর: ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার লাইন ৭০টি।

আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।