আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘আমার বাড়ি’ কবিতাটি কবি জসীমউদ্দীনের ‘হাসু’ কাব্যগ্রন্থের অন্তর্গত। ‘আমার বাড়ি’ কবিতায় কবি তাঁর প্রিয়জনকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ করেছেন।

বন্ধু কবির বাড়িতে গেলে কবি তাকে শালিধানের চিড়া, বিন্নিধানের খই, বাড়ির গাছের কবরী কলা এবং গামছা-বাঁধা দই দিয়ে আপ্যায়ন করাবেন। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে তারও নিবিড় বর্ণনা রয়েছে কবিতাটিতে। এ ছাড়াও কবি বলেন তিনি বন্ধুর সঙ্গে সারা দিন খেলা করবেন। কবি বন্ধুকে বলেছেন কোন পথে তাঁর বাড়ি যেতে হবে, কীভাবে বাড়ি চিনতে হবে।

যুগ যুগ ধরেই অতিথি আপ্যায়নে বাঙালির সুনাম রয়েছে। আমন্ত্রিত অতিথিকে আপ্যায়ন করতে ও আনন্দ দিতে গৃহস্থের সঙ্গে সঙ্গে প্রকৃতিও আন্তরিকভাবে চেষ্টা করে। অতিথিকে ভালোবাসার মধ্য দিয়ে সৌজন্য, শিষ্টাচার ও মানবপ্রেমের অসাধারণ বহিঃপ্রকাশ ঘটেছে ‘আমার বাড়ি’ কবিতায়।


আমার বাড়ি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। জসীমউদ্দীন রচিত একটি বিখ্যাত কাহিনিকাব্যের নাম লেখ।
উত্তর : কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত কাহিনিকাব্যের নাম ‘নক্সী কাঁথার মাঠ’।

প্রশ্ন ২। শালিধান কী?
উত্তর : শালিধান হলো এক প্রকার আমন ধান।

প্রশ্ন ৩। কবি জসীমউদ্দীন রচিত নাটকের নাম কী?
উত্তর : কবি জসীমউদ্দীন রচিত নাটকের নাম ‘বেদের মেয়ে’।

প্রশ্ন ৪। আমার বাড়ি’ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘আমার বাড়ি’ কবিতাটি ‘হাসু’ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন ৫। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৬। ডোমরকে বসতে কী দেওয়া হবে?
উত্তর : ভোমরকে বসতে পিঁড়ে দেওয়া হবে।

প্রশ্ন ৭। কবি জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি ‘জসীমউদ্দীন ১৯০৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৮। জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : জসীমউদ্দীন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৯। ‘রাখালী’ জসীমউদ্দীনের কোন ধরনের গ্রন্থ?
উত্তর : ‘রাখালী’ জসীমউদ্দীনের একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন ১০। ‘ডালিমকুমার’ জসীমউদ্দীনের কোন ধরনের গ্রন্থ?
উত্তর : ‘ডালিমকুমার’ জসীমউদ্দীনের একটি শিশুতোষ গ্রন্থ ।

প্রশ্ন ১১। কবি কোন ফুলের মালা গেঁথে ভ্রমরের বুকে জড়িয়ে দিতে চেয়েছেন?
উত্তর : কবি তারা ফুলের মালা গেঁথে ভ্রমরের বুকে জড়িয়ে দিতে চেয়েছেন।

প্রশ্ন ১২। কবি সারা দিন কাকে নিয়ে খেলা করবেন?
উত্তর : কবি সারা দিন বন্ধুকে নিয়ে খেলা করবেন।

প্রশ্ন ১৩। ‘আমার বাড়ি’ কবিতায় কোন ফুলের হাসির কথা বলা হয়েছে?
উত্তর : ‘আমার বাড়ি’ কবিতায় ডালিম ফুলের হাসির কথা বলা হয়েছে।

প্রশ্ন ১৪। ‘আমার বাড়ি’ কবিতায় হাঁসগুলি কোথায় ভেসে যায়?
উত্তর : ‘আমার বাড়ি’ কবিতায় হাঁসগুলি কাজলা দিঘির কাজল জলে ভেসে যায় ।

প্রশ্ন ১৫। কবি অতিথিকে কোন ফুলের গন্ধ শুঁকে রথ থামাতে বলেছেন?
উত্তর : কবি অতিথি মৌরি ফুলের গন্ধ শুঁকে রথ থামাতে বলেছেন।

প্রশ্ন ১৬। ‘আমার বাড়ি’ কবিতায় কয়টি চরণ আছে?
উত্তর : ‘আমার বাড়ি’ কবিতায় ২৮টি চরণ আছে।

প্রশ্ন ১৭। ‘আমার বাড়ি’ কবিতায় কোন দিঘির কথা উল্লেখ আছে?
উত্তর : ‘আমার বাড়ি’ কবিতায় কাজলা দিঘির কথা উল্লেখ আছে।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।