নতুন দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

(PDF) নতুন দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

নতুন দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর: ‘নতুন দেশ’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজ পাঠ’ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। ‘নতুন দেশ’ কবিতায় একটি ছেলের অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে।

ডাটার টানে ঘাটে বাঁধা নৌকা যখন মাঝনদী পেরিয়ে যায় তখন ছেলেটি ভাবে, এ নৌকা হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে পৌঁছবে। ছেলেটির মনে প্রশ্ন জাগে সেখানকার মানুষ সম্পর্কে, তাদের জীবনযাপন সম্পর্কে। তার ঘরের কোণে থাকতে মন চায় না। নৌকার মতো ভেসে ভেসে দূরের সেসব দেশে যেতে ইচ্ছা জাগে।

এই ইচ্ছা বা কৌতূহল সব শিশু-কিশোরের মনেই জাগে। ভাবে নতুন জায়গায় হয়তো কোনো অসীম সৌন্দর্য বা অজানা আনন্দ অপার বিস্ময় নিয়ে তার জন্য অপেক্ষা করছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার চারপাশের সবার মধ্যেও দেখতে চায়।


নতুন দেশ কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১। ‘নতুন দেশ’ কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘নতুন দেশ’ কবিতাটি ‘সহজ পাঠ’ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে।

প্রশ্ন ২। ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোন নামে সংকলিত হয়েছে?
উত্তর : ছোটদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ‘কৈশোরক’ নামে সংকলিত হয়েছে।

প্রশ্ন ৩। সারে সারে কী দাঁড়িয়ে আছে?
উত্তর : সারে সারে নারিকেলের গাছ দাঁড়িয়ে আছে।

প্রশ্ন ৪। ‘নতুন দেশ’ কবিতার কবি কে?
উত্তর : ‘নতুন দেশ’ কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

প্রশ্ন ৫। রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ৬। কোন কোন প্রতিষ্ঠান গড়ে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন?
উত্তর : শ্রীনিকেতন ও বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান গড়ে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন।

প্রশ্ন ৭। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৮। জলের ঢেউয়ে কী নাচে?
উত্তর : জলের ঢেউয়ে নৌকা নাচে।

প্রশ্ন ৯। ছেলেটি কখন নৌকার নাচ দেখতে পায়?
উত্তর : ছেলেটি যখন নাইতে যায় তখন নৌকার নাচ দেখতে পায়।

প্রশ্ন ১০। নৌকা কখন ভেসে যায়?
উত্তর : নৌকা রাতের শেষে ভেসে যায়।

প্রশ্ন ১১। বালকটি নৌকা কোথায় দেখতে পায়?
উত্তর : বালকটি নৌকা মাঝনদীতে দেখতে পায়।

প্রশ্ন ১২। নৌকা মাঝনদীতে কীভাবে চলে?
উত্তর : নৌকা মাঝনদীতে ডাটার টানে চলে।

প্রশ্ন ১৩। নৌকার গন্তব্য বিষয়ে কে সন্দিহান?
উত্তর : নৌকার গন্তব্য বিষয়ে বালকটি সন্দিহান।

প্রশ্ন ১৪। বালক কোথায় থাকে বলে কবি উল্লেখ করেছেন?
উত্তর : বালকটি ঘরের কোণে থাকে বলে কবি উল্লেখ করেছেন।

প্রশ্ন ১৫। কার মনে সাধ জাগে?
উত্তর : ছেলেটির মনে সাধ জাগে।

প্রশ্ন ১৬। বালক কোথায় ভেসে যায়?
উত্তর : বালকটি নতুন নগর বনে ভেসে যায়।

প্রশ্ন ১৭। নারিকেলের বন কোথায়?
উত্তর : নারিকেলের বন দূর সাগরের পারে।

প্রশ্ন ১৮। পশুরা কীভাবে ঘুরে বেড়ায়?
উত্তর : পশুরা দলে দলে ঘুরে বেড়ায়।


আশাকরি আমাদের আজকের আর্টিকেল টি আপনাদের ভালো লেগেছে। শিক্ষা, পাঠ্যপুস্তক, গল্পের বই সহ যে কোন পিডিএফ ডাউনলোড করতে আমাদের সাথেই থাকুন। আমাদের যে কোন আপডেট মিস করতে না চাইলে ফেসবুক ও ইউটিউবে সাবক্রাইব করে আমাদেস দাথে কানেক্ট থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।